ETV Bharat / sports

শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে মেসির বিশ্বকাপের দরকার নেই : ক্রেসপো - messi does not need to win world cup to prove himself best said crespo

আর্জেন্টিনার প্রাক্তন বিশ্বকাপার এবারের কলকাতা ম্যারাথনের ব্র্যান্ড অ্যামবাসাডর । 15 ডিসেম্বর রবিবার ভোরে ম্যারাথনারদের দৌঁড় শুরু করার ফ্ল্যাগ অফ করতে উপস্থিত থাকবেন । ইতালির সিরি এ লিগের আইকন ফুটবলার, দেশের জার্সিতে গোল করার নিরিখে আর্জেন্টিনার তালিকায় চার নম্বরে রয়েছেন । ইংলিশ প্রিমিয়ার লিগের খেলার অভিজ্ঞতা থাকা মানুষটি ভারতে এর আগেও এসেছেন ।

messi
messi
author img

By

Published : Dec 14, 2019, 6:19 AM IST

কলকাতা, 14 ডিসেম্বর : 2022 সালের বিশ্বকাপ লিওনেল মেসির হাতে উঠলে দারুণ হবে । তবে ও জীবন্ত কিংবদন্তি । শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে বিশ্বকাপ হাতে না তুললেও হবে, বক্তা হার্নান ক্রেসপো ।

আর্জেন্টিনার প্রাক্তন বিশ্বকাপার এবারের কলকাতা ম্যারাথনের ব্র্যান্ড অ্যামবাসাডর । 15 ডিসেম্বর রবিবার ভোরে ম্যারাথনারদের দৌঁড় শুরু করার ফ্ল্যাগ অফ করতে উপস্থিত থাকবেন । ইতালির সিরি এ লিগের আইকন ফুটবলার, দেশের জার্সিতে গোল করার নিরিখে আর্জেন্টিনার তালিকায় চার নম্বরে রয়েছেন । ইংলিশ প্রিমিয়ার লিগের খেলার অভিজ্ঞতা থাকা মানুষটি ভারতে এর আগেও এসেছেন ।

নিজের মাঠের জীবন ও দৌঁড়ের উপযোগিতা নিয়ে বলতে গিয়ে হার্নান ক্রেসপো বলেছেন,"আমরা যখন খেলতাম তখন ইতালির লিগ ছিল কঠিনতম । বিশ্বের সেরা ফুটবলাররা ওই লিগে খেলতেন । এখন যেমন ইংলিশ প্রিমিয়ার লিগ সেরা । প্রথম আটটি দলের দিকে তাকালেই বুঝতে পারবেন । সেরা ফুটবলাররা এখন ওখানে খেলে ।"

ফাঙ্কো বারোসিকে সবচেয়ে কড়া ডিফেন্ডার মনে হয়েছে তাঁর । চেলসির জার্সিতে দাপিয়ে ফুটবল খেলা আর্জেন্টিনার প্রাক্তন স্ট্রাইকার মনে করেন সুস্থ জীবনের জন্যে দৌঁড় খুবই প্রয়োজনীয় । খেলাধুলার অঙ্গ বটে ।

crespo
তৃপ্তি । রসগোল্লার স্বাদ চেখে দেখছেন ক্রেসপো

রবিবার সকালে হাজার হাজার মানুষ দৌঁড়চ্ছে এবং তার আবহ এক কথায় অসাধারণ- মন্তব্য মেসিদের পূর্বসূরীর । ইতালির প্রথম সারির ক্লাব ইন্টার মিলান, এসি মিলান,পারমা, লাজিওর হয়ে তার দুরন্ত গোল করার ক্ষমতা আজও ফুটবল প্রেমীদের সুখস্মৃতি । বিশ্ব ফুটবল নিয়ে কথা বলতে গিয়ে সেরা ফুটবলার কে এই প্রশ্নে নিজের ভোটটা তিনি মেসির পক্ষেই দিয়েছেন ।

ফুটবল খেলতে ভারতে আগে এসেছিলেন । ফলে এদেশের ক্রীড়া আবেগের কথা জানেন । ফুটবল নিয়ে মাতামাতির বহর জানা । কলকাতায় প্রথমবার এসে বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখার ইচ্ছে ছিল । তবে কলকাতার মিষ্টি চেখেছেন । রাজ্যের ক্রীড়ামন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন । বর্তমান বিশ্ব ফুটবল নিয়ে কথা বলেছেন অকাতরে । এখন খেললে বার্সেলোনা তার প্রিয় ঠিকানা হত বলে জানিয়েছেন । মেসির পাশে খেলার সুযোগ উপভোগ করতেন, সে কথা বলতেও ভুললেন না ৷

কলকাতা, 14 ডিসেম্বর : 2022 সালের বিশ্বকাপ লিওনেল মেসির হাতে উঠলে দারুণ হবে । তবে ও জীবন্ত কিংবদন্তি । শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে বিশ্বকাপ হাতে না তুললেও হবে, বক্তা হার্নান ক্রেসপো ।

আর্জেন্টিনার প্রাক্তন বিশ্বকাপার এবারের কলকাতা ম্যারাথনের ব্র্যান্ড অ্যামবাসাডর । 15 ডিসেম্বর রবিবার ভোরে ম্যারাথনারদের দৌঁড় শুরু করার ফ্ল্যাগ অফ করতে উপস্থিত থাকবেন । ইতালির সিরি এ লিগের আইকন ফুটবলার, দেশের জার্সিতে গোল করার নিরিখে আর্জেন্টিনার তালিকায় চার নম্বরে রয়েছেন । ইংলিশ প্রিমিয়ার লিগের খেলার অভিজ্ঞতা থাকা মানুষটি ভারতে এর আগেও এসেছেন ।

নিজের মাঠের জীবন ও দৌঁড়ের উপযোগিতা নিয়ে বলতে গিয়ে হার্নান ক্রেসপো বলেছেন,"আমরা যখন খেলতাম তখন ইতালির লিগ ছিল কঠিনতম । বিশ্বের সেরা ফুটবলাররা ওই লিগে খেলতেন । এখন যেমন ইংলিশ প্রিমিয়ার লিগ সেরা । প্রথম আটটি দলের দিকে তাকালেই বুঝতে পারবেন । সেরা ফুটবলাররা এখন ওখানে খেলে ।"

ফাঙ্কো বারোসিকে সবচেয়ে কড়া ডিফেন্ডার মনে হয়েছে তাঁর । চেলসির জার্সিতে দাপিয়ে ফুটবল খেলা আর্জেন্টিনার প্রাক্তন স্ট্রাইকার মনে করেন সুস্থ জীবনের জন্যে দৌঁড় খুবই প্রয়োজনীয় । খেলাধুলার অঙ্গ বটে ।

crespo
তৃপ্তি । রসগোল্লার স্বাদ চেখে দেখছেন ক্রেসপো

রবিবার সকালে হাজার হাজার মানুষ দৌঁড়চ্ছে এবং তার আবহ এক কথায় অসাধারণ- মন্তব্য মেসিদের পূর্বসূরীর । ইতালির প্রথম সারির ক্লাব ইন্টার মিলান, এসি মিলান,পারমা, লাজিওর হয়ে তার দুরন্ত গোল করার ক্ষমতা আজও ফুটবল প্রেমীদের সুখস্মৃতি । বিশ্ব ফুটবল নিয়ে কথা বলতে গিয়ে সেরা ফুটবলার কে এই প্রশ্নে নিজের ভোটটা তিনি মেসির পক্ষেই দিয়েছেন ।

ফুটবল খেলতে ভারতে আগে এসেছিলেন । ফলে এদেশের ক্রীড়া আবেগের কথা জানেন । ফুটবল নিয়ে মাতামাতির বহর জানা । কলকাতায় প্রথমবার এসে বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখার ইচ্ছে ছিল । তবে কলকাতার মিষ্টি চেখেছেন । রাজ্যের ক্রীড়ামন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন । বর্তমান বিশ্ব ফুটবল নিয়ে কথা বলেছেন অকাতরে । এখন খেললে বার্সেলোনা তার প্রিয় ঠিকানা হত বলে জানিয়েছেন । মেসির পাশে খেলার সুযোগ উপভোগ করতেন, সে কথা বলতেও ভুললেন না ৷

Intro:"2022 সালের বিশ্বকাপ লিওনেল মেসির হাতে উঠলে দারুন হবে।তবে ও জীবন্ত কিংবদন্তি।শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে বিশ্বকাপ হাতে না তুললেও হব," এভাবেই এল এম টেন এর হয়ে জোরালো যুক্তি পেশ করলেন হার্নান ক্রেসপো। আর্জেন্টিনার প্রাক্তন বিশ্বকাপার এবারের কলকাতা ম্যারাথনের ব্র্যান্ড আম্বাসাডার। 15ডিসেম্বর রবিবার ভোরে ম্যারাথনারদের দৌড় শুরু করার ফ্ল্যাগ অফ করতে উপস্থিত থাকবেন। ইতালির সিরি এ লিগের আইকন ফুটবলার,দেশের জার্সিতে গোল করার নিরিখে আর্জেন্টিনার তালিকায় চার নম্বরে রয়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের খেলার অভিঞ্জতা থাকা মানুষটি ভারতে এর আগেও এসেছেন। নিজের খেলোয়াড়ী জীবন ও দৌড়ের উপযোগিতা নিয়ে বলতে গিয়ে হার্নান ক্রেসপো বলেছেন,"আমরা যখন খেলতাম তখন ইতালির লিগ ছিল কঠিনতম লিগ।বিশ্বের সেরা ফুটবলার রা ওই লিগে খেলত।এখন যেমন ইংলিশ প্রিমিয়ার লিগ সেরা। প্রথম আটটি দলের দিকে তাকালেই বুঝতে পারবেন। সেরা ফুটবলাররা ওখানে এখন খেলে।" ফাঙ্কো বারোসিকে সবচেয়ে কড়া ডিফেন্ডার মনে হয়েছে তার।চেলসির জার্সিতে দাপিয়ে ফুটবল খেলা আর্জেন্টিনার প্রাক্তন স্ট্রাইকার মনে করেন সুস্থ জীবনের জন্যে দৌড় ভীষন প্রয়োজনীয়।খেলাধুলার অঙ্গ বটে।রবিবার সকালে হাজার হাজার মানুষ দৌড়চ্ছে এবং তার আবহ এক কথায় অসাধারণ,"মন্তব্য মেসিদের পূর্বসূরী র।ইতালির প্রথম সারির ক্লাব ইন্টার মিলান,এসি মিলান,পারমা,লাজিওর হয়ে তার দুরন্ত গোল করার ক্ষমতা আজও ফুটবলপ্রেমীদের সুখস্মৃতি। বিশ্ব ফুটবল নিয়ে কথা বলতে গিয়ে সেরা ফুটবলার কে এই প্রশ্নে নিজের ভোটটা তিনি মেসির পক্ষেই দিয়েছেন।"মেসি ও রোনাল্ডো র তুলনায় আমার দেশের শিল্পী ফুটবলারটি এগিয়ে থাকবে তা বলার অপেক্ষা রাখেনা।স্কিল ও গোল করার দিক থেকে অনেক এগিয়ে,"নিসন্দেহ ক্রেসপো।ফুটসল খেলতে ভারতে আগে এসেছিলেন।ফলে এদেশের ক্রীড়া আবেগের কথা জানেন।ফুটবল নিয়ে মাতামাতির বহর জানা।কলকাতায় প্রথমবার এসে বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখার ইচ্ছে ছিল।তবে কলকাতার মিষ্টি চেখেছেন।রাজ্যের ক্রীড়ামন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন।বর্তমান বিশ্ব ফুটবল নিয়ে কথা বলেছেন অকাতরে। এখন খেললে বার্সেলোনা তার প্রিয় ঠিকানা হত বলে জানিয়েছেন। মেসির পাশে খেলার সুযোগ উপভোগ করতেন।তবে লা লিগায় না খেলার আক্ষেপ মেটানো একটা বাড়তি অনুপ্রেরণা যোগাতো তা স্বীকার করেছেন। মেসি নিয়ে প্রশস্তি করলেও আর্জেন্টিনার ফুটবল নিয়ে ক্রেসপোর অন্য সুর।বলছেন আর্জেন্টিনার বিশ্বকাপে যোগ্যতা অর্জন করা শক্ত চ্যালেঞ্জ হতে চলেছে।নতুন কোচ কীভাবে সামলান তার ওপর অনেক কিছু নির্ভর করবে।কোপা আমেরিকার চ্যালেঞ্জ টা সহজ হবে না বলে মনে করেন গ্যাব্রিয়েল ব্যাতিস্তুতা র বন্ধু।


Body:ক্রেসপো


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.