ETV Bharat / sports

ফের ডাগ আউটে মেহতাব, শুভেচ্ছা সুনীল ছেত্রীর

author img

By

Published : Jun 14, 2019, 10:54 PM IST

কোচিং ক্যারিয়রের শুরুতেই শুভেচ্ছা সুনীল ছেত্রীর কাছ থেকে ।

a

কলকাতা, 14 জুন : অবসরের এক বছরের মধ্যে মাঠে ফিরলেন মেহতাব হোসেন । সার্দান সমিতির টেকনিকাল ডিরেক্টরের পদে দায়িত্ব নিলেন তিনি ।

আজ আনুষ্ঠানিকভাবে মেহতাবের নাম ঘোষণা হল । একইসঙ্গে ক্লাবের নতুন মরসুমের দল ঘোষণা হল । মেহতাব হোসেন ও সার্দান সমিতির নতুন মরসুমের পথ চলাকে স্বাগত জানাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহমেডানের টেকনিকাল ডিরেক্টর সুব্রত ভট্টাচার্য, বর্তমান ভারতীয় দলের সদস্য প্রণয় হালদার, ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা ষষ্ঠী দুলে ও রেনবো স্পোর্টিংয়ের কোচ প্রশান্ত চক্রবর্তী ।

ভারতীয় ক্লাব ফুটবলে মেহতাব হোসেন একটা নাম । তাই তাঁর ফুটবল জীবনের দ্বিতীয় ইনিংসে শুভেচ্ছা বার্তা পাঠালেন ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী ।


শুভেচ্ছার স্রোতে ভেসে যাওয়া নয়, মেহতাব বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দ্বিতীয় ইনিংস শুরু করতে চান । তাই সিনিয়র কোচ ও ফুটবলারদের সঙ্গে কোচিংয়ের খুঁটিনাটি নিয়ে আলোচনা করতে আপত্তি নেই প্রাক্তন মিডফিল্ড জেনারেলের ।
এখনও নিজের দলের ফুটবলারদের সঙ্গে কথা বলেননি । দ্রুত তা শুরু করে কলকাতা লিগের পরিকল্পনা সারতে চান । দলে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল । মেহতাব বলছেন দলে অসীম বিশ্বাসের মত সিনিয়র ফুটবলার থাকলেও নাম নয় পারফরম্যান্সে প্রাধান্য দিতে চান ।

ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মত দলের বিরুদ্ধে জয়ের পূর্বাভাস প্রথম দিনে দিতে চান না । কারণ দুই প্রধানের মেজাজ তাঁর জানা । তবে ব্যাকফুটে না থেকে লড়াই করার কথা শুনিয়েছেন ।

কলকাতা লিগ মানেই পয়েন্ট টেবিলে ওঠা নামা । সাদার্ন TD বলছেন তিনি ভালো ফুটবলে নজর দিতে চান । কারণ বিশ্বাস করেন 99 শতাংশ পরিশ্রমের সঙ্গে এক শতাংশ ভাগ্য জড়িয়ে থাকে । তাই পরিশ্রম ও ভালো ফুটবলের কথা মেহতাব হোসেনের মুখে ।

কলকাতা, 14 জুন : অবসরের এক বছরের মধ্যে মাঠে ফিরলেন মেহতাব হোসেন । সার্দান সমিতির টেকনিকাল ডিরেক্টরের পদে দায়িত্ব নিলেন তিনি ।

আজ আনুষ্ঠানিকভাবে মেহতাবের নাম ঘোষণা হল । একইসঙ্গে ক্লাবের নতুন মরসুমের দল ঘোষণা হল । মেহতাব হোসেন ও সার্দান সমিতির নতুন মরসুমের পথ চলাকে স্বাগত জানাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহমেডানের টেকনিকাল ডিরেক্টর সুব্রত ভট্টাচার্য, বর্তমান ভারতীয় দলের সদস্য প্রণয় হালদার, ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা ষষ্ঠী দুলে ও রেনবো স্পোর্টিংয়ের কোচ প্রশান্ত চক্রবর্তী ।

ভারতীয় ক্লাব ফুটবলে মেহতাব হোসেন একটা নাম । তাই তাঁর ফুটবল জীবনের দ্বিতীয় ইনিংসে শুভেচ্ছা বার্তা পাঠালেন ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী ।


শুভেচ্ছার স্রোতে ভেসে যাওয়া নয়, মেহতাব বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দ্বিতীয় ইনিংস শুরু করতে চান । তাই সিনিয়র কোচ ও ফুটবলারদের সঙ্গে কোচিংয়ের খুঁটিনাটি নিয়ে আলোচনা করতে আপত্তি নেই প্রাক্তন মিডফিল্ড জেনারেলের ।
এখনও নিজের দলের ফুটবলারদের সঙ্গে কথা বলেননি । দ্রুত তা শুরু করে কলকাতা লিগের পরিকল্পনা সারতে চান । দলে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল । মেহতাব বলছেন দলে অসীম বিশ্বাসের মত সিনিয়র ফুটবলার থাকলেও নাম নয় পারফরম্যান্সে প্রাধান্য দিতে চান ।

ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মত দলের বিরুদ্ধে জয়ের পূর্বাভাস প্রথম দিনে দিতে চান না । কারণ দুই প্রধানের মেজাজ তাঁর জানা । তবে ব্যাকফুটে না থেকে লড়াই করার কথা শুনিয়েছেন ।

কলকাতা লিগ মানেই পয়েন্ট টেবিলে ওঠা নামা । সাদার্ন TD বলছেন তিনি ভালো ফুটবলে নজর দিতে চান । কারণ বিশ্বাস করেন 99 শতাংশ পরিশ্রমের সঙ্গে এক শতাংশ ভাগ্য জড়িয়ে থাকে । তাই পরিশ্রম ও ভালো ফুটবলের কথা মেহতাব হোসেনের মুখে ।

Intro:কোচিং এ মেহতাব,শুভেচ্ছা সুনীল ছেত্রীর

কলকাতা,১৪জুনঃ পয়েন্ট টেবিলের অবস্থানে নজর নয়। ভালো ফুটবলে জোর দিয়ে চ্যালেঞ্জ ছুঁড়তে চান মেহতাব হোসেন। ফুটবল বুট জোড়া তুলে রাখার একবছরের মধ্যে ফের ক্লাব ফুটবলে প্রত্যাবর্তন। তবে খেলোয়াড়ী জীবনের দ্বিতীয় ইনিংসে মেহতাব এবার ডাগ আউটে। সার্দান সমিতির টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ শুরু করলেন। শুক্রবারই তার অানুষ্ঠানিক ঘোষণা হল রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। একই সঙ্গে ক্লাবের নতুন মরসুমের দল ঘোষণা হল। মেহতাব হোসেন ও সার্দান সমিতির নতুন মরসুমের পথ চলাকে স্বাগত জানাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহমেডানের টেকনিক্যাল ডিরেক্টর সুব্রত ভট্টাচার্য, বর্তমান ভারতীয় দলের সদস্য প্রণয় হালদার,ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা ষষ্ঠী দুলে ও রেনবো স্পোর্টিং এর কোচ প্রশান্ত চক্রবর্তী।
ভারতীয় ক্লাব ফুটবলে মেহতাব হোসেন একটা নাম। তাই তার ফুটবল জীবনের দ্বিতীয় ইনিংসে শুভেচ্ছা বার্তা পাঠালেন ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী।
শুভেচ্ছার স্রোতে ভেসে যাওয়া নয় মেহতাব বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দ্বিতীয় ইনিংস শুরু করতে চান। তাই সিনিয়র কোচ ও ফুটবলারদের সঙ্গে কোচিংয়ের খুটিনাটি নিয়ে আলোচনা করতে আপত্তি নেই প্রাক্তন মিডফিল্ড জেনারেরেলের। এখনও নিজের দলের ফুটবলারদের সঙ্গে কথা বলেননি। দ্রুত তা শুরু করে কলকাতা লিগের পরিকল্পনা সারতে চান। দলে তারুন্য ও অভিজ্ঞতার মিশেল। মেহতাব বলছেন দলে অসীম বিশ্বাসের মত সিনিয়র ফুটবলার থাকলেও নাম নয় পারফরম্যান্সে প্রাধাণ্য দিতে চান।
ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মত দলের বিরুদ্ধে জয়ের পূর্বাভাস প্রথম দিনে দিতে চান না। কারন দুই প্রধানের মেজাজ তাঁর জানা। তবে ব্যাকফুটে না থেকে লড়াই করার কথা শুনিয়েছেন।
কলকাতা লিগ মানেই পয়েন্ট টেবিলে ওঠা নামা। সাদার্ন টিডি বলছেন তিনি ভালো ফুটবলে নজর দিতে চান। কারণ বিশ্বাস করেন নিরানব্বই শতাংশ পরিশ্রমের সঙ্গে এক শতাংশ ভাগ্য জড়িয়ে থাকে। তাই পরিশ্রম ও ভালো ফুটবলের কথা মেহতাব ভিকি হোসেনের মুখে।Body:MehetabConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.