ETV Bharat / sports

আর্সেনালকে 3-1 গোলে উড়িয়ে দিল লিভারপুল - Mohamed Salah

আর্সেনালকে 3-1 গোলে উড়িয়ে দিল লিভারপুল৷ জোড়া গোল করলেন অল রেড স্টার মহম্মদ সালাহ ৷

লিভারপুল
author img

By

Published : Aug 25, 2019, 7:09 AM IST

লিভারপুল, 25 অগাস্ট : ইংলিশ প্রিমিয়ার লিগের (EPL) ম্যাচে আর্সেনালকে 3-1 গোলে উড়িয়ে দিল লিভারপুল৷ জোড়া গোল করলেন অল রেড স্টার মহম্মদ সালাহ ৷ অপর গোলটি করেন জোয়েল মাতিপ ৷ আর্সেনালের সান্ত্বনাসূচক গোলটি করেন লুকাস ৷

ম্যাচের শুরু থেকেই ম্যাচের রাশ ছিল ক্লপের ছেলেদের হাতে৷ সালাহ, সাদিও মানে , ফারমিনিয়ো, ফাবিনিয়োদের আটকানোর কোনও পথ ছিল না উনেই এমেরির ছেলেদের কাছে৷ অল রেডরা যেখানে গানারদের গোল মুখে 25টি শট নিয়েছে সেখানে গানারদের শট মাত্র 9টি ৷

ম্যাচের প্রথম 40 মিনিট কোনও গোল হয়নি ৷ 41 অল রেডদের গোলের দরজা খোলেন জোয়েল মাতিপ ৷ 1 গোলের লিড নিয়ে বিরতিতে যায় লিভারপুল ৷

দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে লিভারপুলের ব্যবধান বাড়াল সালাহ ৷ এর পর 58 মিনিটে সালাহর দ্বিতীয় গোল ৷ 3-0 গোলে এগিয়ে যায় ক্লপের ছাত্ররা ৷ 85 মিনিটে লুকাস ব্যবধান কমালেও ম্যাচ ততক্ষণে অল রেডদের পকেটে ৷ তিন ম্যাচে 9 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে রয়েছে লিভারপুল ৷ 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে দ্বিতীয় আর্সেনাল ৷

লিভারপুল, 25 অগাস্ট : ইংলিশ প্রিমিয়ার লিগের (EPL) ম্যাচে আর্সেনালকে 3-1 গোলে উড়িয়ে দিল লিভারপুল৷ জোড়া গোল করলেন অল রেড স্টার মহম্মদ সালাহ ৷ অপর গোলটি করেন জোয়েল মাতিপ ৷ আর্সেনালের সান্ত্বনাসূচক গোলটি করেন লুকাস ৷

ম্যাচের শুরু থেকেই ম্যাচের রাশ ছিল ক্লপের ছেলেদের হাতে৷ সালাহ, সাদিও মানে , ফারমিনিয়ো, ফাবিনিয়োদের আটকানোর কোনও পথ ছিল না উনেই এমেরির ছেলেদের কাছে৷ অল রেডরা যেখানে গানারদের গোল মুখে 25টি শট নিয়েছে সেখানে গানারদের শট মাত্র 9টি ৷

ম্যাচের প্রথম 40 মিনিট কোনও গোল হয়নি ৷ 41 অল রেডদের গোলের দরজা খোলেন জোয়েল মাতিপ ৷ 1 গোলের লিড নিয়ে বিরতিতে যায় লিভারপুল ৷

দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে লিভারপুলের ব্যবধান বাড়াল সালাহ ৷ এর পর 58 মিনিটে সালাহর দ্বিতীয় গোল ৷ 3-0 গোলে এগিয়ে যায় ক্লপের ছাত্ররা ৷ 85 মিনিটে লুকাস ব্যবধান কমালেও ম্যাচ ততক্ষণে অল রেডদের পকেটে ৷ তিন ম্যাচে 9 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে রয়েছে লিভারপুল ৷ 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে দ্বিতীয় আর্সেনাল ৷

Raipur (Chhattisgarh), Aug 25 (ANI): Chhattisgarh Chief Minister Bhupesh Baghel inaugurated Gondwara-Gudihiyari Railway over bridge in capital city Raipur on August 24. This over bridge has been constructed at a cost of Rs 51.62 lakh. While speaking to media on this occasion, Bhupesh Baghel said, "I wish to congratulate the local people over here as this bridge will help them in transporting from one place to another. I also want to wish the ministers and local officials for the same project." He also paid his tribute to former union minister Arun Jaitley and added, "He (Arun Jaitley) served the nation while working in different departments. We will remember him for his contribution." The total length of over bridge is 475 meters and width is 13 meters while the approach road to Gudhiyari is 130 meters and towards Gondwara it is 141 meters.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.