ভাস্কো, 13 ডিসেম্বর : আইএসএলে ছ'টি ম্যাচ খেলা হয়ে গেলেও জয় অধরা এসসি ইস্টবেঙ্গলের। এগিয়ে থেকেও হাতছাড়া হচ্ছে জয়। লিগ তালিকায় একেবারে তলানিতে লাল-হলুদ। রবিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এগিয়ে গিয়েও দল পয়েন্ট ভাগ করায় হতাশ লাল-হলুদ কোচ মানোলো দিয়াজ (Manolo Diaz disappointed to share point against Kerala Blasters)।
দক্ষিণের ফ্র্যাঞ্চাইজি দলটির বিরুদ্ধে ড্র করা নিয়ে দিয়াজের ধারণা, ম্যাচটা তারা হারতেও পারতেন। ম্যাচ শেষে এসসি ইস্টবেঙ্গল কোচ বলেন, "আমরা শুরুতেই গোল খেয়ে যেতে পারতাম। রেফারি কেরালার গোল বাতিল না করলে ওরা জিতে যেতেও পারত। সব ম্যাচেই একইরকম ভুল হচ্ছে। কেরালা ব্লাস্টার্স অনেক সুযোগ তৈরি করেছে। আমাদের ভাগ্য সহায় ছিল।"
লাল-হলুদ কোচ আরও বলেন, "আমরা জেতার মত খেলতে পারছি না মোটেই (Manolo Diaz says his team not able to play like a winner)। এখনও অনেক পরিশ্রম করতে হবে। কোচ-ফুটবলার সকলকেই খাটতে হবে।" ডিফেন্সের পাশাপাশি মাঝমাঠ নিয়েও প্রশ্ন উঠছে। মাঝে মধ্যেই মিস পাস করতে দেখা যাচ্ছে ফুটবলারদের। বিষয়টিকে গোটা দলের ব্যর্থতা বলেই ধরছেন দিয়াজ। তিনি বলেন, "শুধু মাঝমাঠ বা ডিফেন্স নয়, সবক্ষেত্রেই আমাদের উন্নতি প্রয়োজন।" রবিবার হঠাৎ করেই শঙ্কর রায়কে তেকাঠির নীচে নামিয়ে দেন কোচ।
আরও পড়ুন : SC East Bengal vs Kerala Blasters : জয় অধরাই, পয়েন্ট এল লাল-হলুদে
যুক্তি হিসেব দিয়াজ বলেন, "অরিন্দমের চোট এখনও সারেনি। তাই ষষ্ঠ ম্যাচে তৃতীয়বার গোলরক্ষক বদল করতে হল। এই পরিস্থিতিতে এটাই দরকার ছিল।"
ভাল খেলতে না পারলেও দিনের পর দিন রাজু গায়কোয়াড়কে কেন খেলান হচ্ছে? প্রশ্নের উত্তরে দিয়াজ বলেন, "কিছু করার নেই, দলের যা অবস্থা, তাতে ওঁকে খেলানো ছাড়া উপায় ছিল না।"