ETV Bharat / sports

Premier League : নরউইচের বিরুদ্ধে ইউনাইটেডের ত্রাতা রোনাল্ডো-গিয়া

অন্তর্বর্তীকালীন ম্যানেজার হিসেবে দায়িত্ব নিয়েছেন রাফ ব়্যাংনিক (Ralf Rangnick manages Manchester United) ৷ তিনি আসার পরে এখনও অপরাজিত রেড ডেভিলসরা ৷

Premier League
নরউইচের বিরুদ্ধে ইউনাইটেডের ত্রাতা রোনাল্ডো
author img

By

Published : Dec 12, 2021, 2:20 PM IST

ম্যাঞ্চেস্টার, 12 ডিসেম্বর : উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ম্যাচে ইয়ং বয়েজের কাছে আটকে গিয়েছিল রেড ডেভিলসরা ৷ সেই ছবিই ফিরছিল প্রিমিয়ার লিগের লাস্ট বয় নরউইচ সিটির বিপক্ষেও ৷ যদিও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং দে গিয়ার সৌজন্যে 3 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United beats Norwich FC in EPL) ৷

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল দুই দলই ৷ প্রথমার্ধ গোলশূন্য থাকার পর 75 মিনিটের মাথায় পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোল করেন রোনাল্ডো ৷ একাধিকবার দলের পতন রোধ করেছেন গোলকিপার দে গিয়াও ৷

আরও পড়ুন : অসমে উদ্ধার মারাদোনার চুরি যাওয়া ঘড়ি, গ্রেফতার যুবক

অন্যদিকে, উলভসের বিপক্ষে কষ্টার্জিত জয় পেলেন রহিম স্টার্লিং-ফিল ফডেনরা ৷ 66 মিনিটের মাথায় পেনাল্টি থেকে একমাত্র গোল করেন রহিম স্টার্লিং ৷ দশজনের উলভসকে হারিয়ে 16 ম্যাচে 48 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখল পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি ৷ অন্যদিকে, নিজের চেনা মাঠ থেকে হেরেই ফিরতে হল স্টিফেন জেরার্ডকে ৷ মহম্মদ সালাহর একমাত্র গোলে লিভারপুল হারিয়েছে অ্যাস্টন ভিলাকে ৷

আরও পড়ুন :ব্যালন ডি'অরে মেসিকে পিছনে ফেলতে চান ! মিথ্যে খবরে বেজায় চটলেন ক্রিশ্চিয়ানো

ম্যাঞ্চেস্টার, 12 ডিসেম্বর : উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ম্যাচে ইয়ং বয়েজের কাছে আটকে গিয়েছিল রেড ডেভিলসরা ৷ সেই ছবিই ফিরছিল প্রিমিয়ার লিগের লাস্ট বয় নরউইচ সিটির বিপক্ষেও ৷ যদিও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং দে গিয়ার সৌজন্যে 3 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United beats Norwich FC in EPL) ৷

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল দুই দলই ৷ প্রথমার্ধ গোলশূন্য থাকার পর 75 মিনিটের মাথায় পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোল করেন রোনাল্ডো ৷ একাধিকবার দলের পতন রোধ করেছেন গোলকিপার দে গিয়াও ৷

আরও পড়ুন : অসমে উদ্ধার মারাদোনার চুরি যাওয়া ঘড়ি, গ্রেফতার যুবক

অন্যদিকে, উলভসের বিপক্ষে কষ্টার্জিত জয় পেলেন রহিম স্টার্লিং-ফিল ফডেনরা ৷ 66 মিনিটের মাথায় পেনাল্টি থেকে একমাত্র গোল করেন রহিম স্টার্লিং ৷ দশজনের উলভসকে হারিয়ে 16 ম্যাচে 48 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখল পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি ৷ অন্যদিকে, নিজের চেনা মাঠ থেকে হেরেই ফিরতে হল স্টিফেন জেরার্ডকে ৷ মহম্মদ সালাহর একমাত্র গোলে লিভারপুল হারিয়েছে অ্যাস্টন ভিলাকে ৷

আরও পড়ুন :ব্যালন ডি'অরে মেসিকে পিছনে ফেলতে চান ! মিথ্যে খবরে বেজায় চটলেন ক্রিশ্চিয়ানো

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.