ETV Bharat / sports

13টা সেভ করেও কোপেনহেগেনকে বাঁচাতে পারলেন না জনসন

95 মিনিটে নিজেদের ডি-বক্সের মধ্যে ইউনাইটেডের ফরাসি স্ট্রাইকার অ্যান্থনি মার্শালকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন সেন্টারব্যাক আন্দ্রেয়া বিয়েলান্ড। পেনাল্টি থেকে গোল করতে সমস্যা হয়নি দলের পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্ডেসের ।

MANU
MANU
author img

By

Published : Aug 11, 2020, 8:53 PM IST

কোলোন, 11 আগাস্ট : 13টা সেভ করে ইয়োহান জনসন একাই FC কোপেনহেগেনের ইউরোপা লিগের শেষ চারের স্বপ্ন বাঁচিয়ে রাখছিলেন । কিন্তু আন্দ্রেয়া বিয়েলান্ডের এক ভুলেই সব পরিশ্রম মাটি হয়ে গেল । শেয আটের ম্যাচে তাঁদের 1-0 গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ।

90 মিনিট ধরে একা হাতে কোপেনহেগেনের গোল সামলে রেখেছিলেন গোলরক্ষক কার্ল ইয়োহান জনসন । ফলে ম্যাচ চলে যায় অতিরিক্ত সময়ে । সেই সময়ই ঘটে বিপত্তি । 95 মিনিটে নিজেদের ডি-বক্সের মধ্যে ইউনাইটেডের ফরাসি স্ট্রাইকার অ্যান্থনি মার্শালকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন সেন্টারব্যাক আন্দ্রেয়া বিয়েলান্ড। পেনাল্টি থেকে গোল করতে সমস্যা হয়নি দলের পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্ডেসের ।

2019-20 মরশুমে এখনও পর্যন্ত 21 বার পেনাল্টি পেয়েছে রেড ডেভিলরা । ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ইউনাইটেডের চেয়ে বেশি পেনাল্টি পাওয়ার রেকর্ড এবার কোনও দলের নেই। ম্যাচ জুড়ে একের পর এক সেভ করলেও 95 মিনিটে ব্রুনো ফার্নান্দেসের নিখুঁত পেনাল্টির কোনও জবাব জানা ছিল না জনসনের ।

এদিকে ইউনাইটেডের পাশাপাশি সেমিফাইনালে উঠেছে ইন্টার মিলানও। বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকুর রেকর্ড গড়ার ম্যাচে জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনকে 2-1 গোলে হারিয়েছে নেরাজ্জুরিরা। টানা নটি ইউরোপা লিগের ম্যাচে গোল করেছেন লুকাকু।

কোলোন, 11 আগাস্ট : 13টা সেভ করে ইয়োহান জনসন একাই FC কোপেনহেগেনের ইউরোপা লিগের শেষ চারের স্বপ্ন বাঁচিয়ে রাখছিলেন । কিন্তু আন্দ্রেয়া বিয়েলান্ডের এক ভুলেই সব পরিশ্রম মাটি হয়ে গেল । শেয আটের ম্যাচে তাঁদের 1-0 গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ।

90 মিনিট ধরে একা হাতে কোপেনহেগেনের গোল সামলে রেখেছিলেন গোলরক্ষক কার্ল ইয়োহান জনসন । ফলে ম্যাচ চলে যায় অতিরিক্ত সময়ে । সেই সময়ই ঘটে বিপত্তি । 95 মিনিটে নিজেদের ডি-বক্সের মধ্যে ইউনাইটেডের ফরাসি স্ট্রাইকার অ্যান্থনি মার্শালকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন সেন্টারব্যাক আন্দ্রেয়া বিয়েলান্ড। পেনাল্টি থেকে গোল করতে সমস্যা হয়নি দলের পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্ডেসের ।

2019-20 মরশুমে এখনও পর্যন্ত 21 বার পেনাল্টি পেয়েছে রেড ডেভিলরা । ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ইউনাইটেডের চেয়ে বেশি পেনাল্টি পাওয়ার রেকর্ড এবার কোনও দলের নেই। ম্যাচ জুড়ে একের পর এক সেভ করলেও 95 মিনিটে ব্রুনো ফার্নান্দেসের নিখুঁত পেনাল্টির কোনও জবাব জানা ছিল না জনসনের ।

এদিকে ইউনাইটেডের পাশাপাশি সেমিফাইনালে উঠেছে ইন্টার মিলানও। বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকুর রেকর্ড গড়ার ম্যাচে জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনকে 2-1 গোলে হারিয়েছে নেরাজ্জুরিরা। টানা নটি ইউরোপা লিগের ম্যাচে গোল করেছেন লুকাকু।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.