ETV Bharat / sports

খেতাব উঠুক নেইমারের হাতে, প্রার্থনা জলপাইগুড়ির ব্রাজিল হাউজের ঋজুর

author img

By

Published : Jul 10, 2021, 10:58 PM IST

জলপাইগুড়ির মাসকালাইবাড়ির পাল দম্পতির একমাত্র ছেলে ঋজু, ছোট থেকেই স্নায়ুর রোগে আক্রান্ত ৷ তবে ফুটবলপ্রিয় ঋজু ব্রাজিলের অন্ধ ভক্ত ৷ ব্রাজিলের খেলা হলেই টেলিভিশনের সামনে বসে পড়েন ৷ রবিবার ভোরে কোপার মেগা ফাইনাল ৷ তাই তাঁর ইচ্ছা, ঘর সাজানো হোক ব্রাজিলের পতাকা দিয়ে ৷

নেইমারে হাতে পার্থনা জলপাইগুড়ির ব্রাজিল হাউজের ঋজুর
নেইমারে হাতে পার্থনা জলপাইগুড়ির ব্রাজিল হাউজের ঋজুর

জলপাইগুড়ি, 10 জুলাই : বাড়িটির রং হলুদ সবুজ ৷ চারি দিকে ব্রাজিলের পতাকা দিয়ে মোড়া ৷ আছে নেইমারের ছবি ৷ ব্রাজিল দলের ছবি ৷ এই সব কিছুর জন্য আপনাকে লাতিন আমেরিকা পাড়ি দিতে হবে না ৷ সামান্য জলপাইগুড়ি গেলেই দেখা মিলবে ব্রাজিল হাউজের ৷

জলপাইগুড়ির মাসকালাইবাড়ির পাল দম্পতির একমাত্র ছেলে ঋজু, ছোট থেকেই স্নায়ুর রোগে আক্রান্ত ৷ তবে ফুটবলপ্রিয় ঋজু ব্রাজিলের অন্ধ ভক্ত ৷ ব্রাজিলের খেলা হলেই টেলিভিশনের সামনে বসে পড়েন ৷ রবিবার ভোরে কোপার মেগা ফাইনাল ৷ তাই তাঁর ইচ্ছা, ঘর সাজানো হোক ব্রাজিলের পতাকা দিয়ে ৷ আর ছেলের ইচ্ছেকেই মান্যতা দিয়ে ব্রাজিলের পতাকা ও নেইমারের ছবি দিয়ে সাজানো হয়েছে পুরো পাল বাড়ি ৷

বাড়ির মালিক তথা ঋজুর বাবা রঞ্জন পালও ব্রাজিল ভক্ত ৷ ফুটবলে ব্রাজিলের খেলা থালকেই কেবল ব্যবসায়ী রঞ্জনবাবু ছেলেকে সঙ্গী করে বসে যান টিভির সামনে ৷ 2018 বিশ্বকাপের সময় বাড়ির রং সবুজ-হলুদ করেন ৷ বছর একুশের ছেলের আবদার মেটাতে এবার সেই বাড়ি সাজিয়েছেন ব্রাজিলের পতাকা, নেইমার ও পুরো ব্রাজিল দলের ছবি দিয়ে ৷ এমনকি বাড়ির নামও রেখেছেন ব্রাজিল হাউজ ৷

খেতাব উঠুক নেইমারের হাতে, প্রার্থনা জলপাইগুড়ির ব্রাজিল হাউজের ঋজুর

আরও পড়ুন : এক বনাম এগারো, বলছে ব্রাজিল সমর্থকরা ; ভাঙা পায়ে খেলা হবে, হুঙ্কার মেসি ভক্তদের

রাত পোহালেই কোপার মেগা লড়াই ৷ মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা ৷ এই খেলা নিয়ে উত্তেজনা চরমে ৷ একদিকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি ৷ অন্যদিকে ব্রাজিলের তুরুপের তাস নেইমার ৷ দু’জনেই ইউরোপের সেরা ক্লাবে খেলেন ৷

তবে কোপার লড়াইয়ে শেষ পর্যন্ত কার হাতে খেতাব উঠবে তা সময় বলবে ৷ তবে জলপাইগুড়ির পাল পরিবার মনে প্রাণে চান খেতাব উঠুক নেইমারের হাতে ৷

জলপাইগুড়ি, 10 জুলাই : বাড়িটির রং হলুদ সবুজ ৷ চারি দিকে ব্রাজিলের পতাকা দিয়ে মোড়া ৷ আছে নেইমারের ছবি ৷ ব্রাজিল দলের ছবি ৷ এই সব কিছুর জন্য আপনাকে লাতিন আমেরিকা পাড়ি দিতে হবে না ৷ সামান্য জলপাইগুড়ি গেলেই দেখা মিলবে ব্রাজিল হাউজের ৷

জলপাইগুড়ির মাসকালাইবাড়ির পাল দম্পতির একমাত্র ছেলে ঋজু, ছোট থেকেই স্নায়ুর রোগে আক্রান্ত ৷ তবে ফুটবলপ্রিয় ঋজু ব্রাজিলের অন্ধ ভক্ত ৷ ব্রাজিলের খেলা হলেই টেলিভিশনের সামনে বসে পড়েন ৷ রবিবার ভোরে কোপার মেগা ফাইনাল ৷ তাই তাঁর ইচ্ছা, ঘর সাজানো হোক ব্রাজিলের পতাকা দিয়ে ৷ আর ছেলের ইচ্ছেকেই মান্যতা দিয়ে ব্রাজিলের পতাকা ও নেইমারের ছবি দিয়ে সাজানো হয়েছে পুরো পাল বাড়ি ৷

বাড়ির মালিক তথা ঋজুর বাবা রঞ্জন পালও ব্রাজিল ভক্ত ৷ ফুটবলে ব্রাজিলের খেলা থালকেই কেবল ব্যবসায়ী রঞ্জনবাবু ছেলেকে সঙ্গী করে বসে যান টিভির সামনে ৷ 2018 বিশ্বকাপের সময় বাড়ির রং সবুজ-হলুদ করেন ৷ বছর একুশের ছেলের আবদার মেটাতে এবার সেই বাড়ি সাজিয়েছেন ব্রাজিলের পতাকা, নেইমার ও পুরো ব্রাজিল দলের ছবি দিয়ে ৷ এমনকি বাড়ির নামও রেখেছেন ব্রাজিল হাউজ ৷

খেতাব উঠুক নেইমারের হাতে, প্রার্থনা জলপাইগুড়ির ব্রাজিল হাউজের ঋজুর

আরও পড়ুন : এক বনাম এগারো, বলছে ব্রাজিল সমর্থকরা ; ভাঙা পায়ে খেলা হবে, হুঙ্কার মেসি ভক্তদের

রাত পোহালেই কোপার মেগা লড়াই ৷ মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা ৷ এই খেলা নিয়ে উত্তেজনা চরমে ৷ একদিকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি ৷ অন্যদিকে ব্রাজিলের তুরুপের তাস নেইমার ৷ দু’জনেই ইউরোপের সেরা ক্লাবে খেলেন ৷

তবে কোপার লড়াইয়ে শেষ পর্যন্ত কার হাতে খেতাব উঠবে তা সময় বলবে ৷ তবে জলপাইগুড়ির পাল পরিবার মনে প্রাণে চান খেতাব উঠুক নেইমারের হাতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.