নয়াদিল্লি, 9 মে : মালদ্বীপে করোনা সংক্রান্ত নিয়মবিধি ভঙ্গের অভিযোগ উঠল বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ৷ ফলে বেঙ্গালুরু এফসি-কে দ্রুত সেই দেশ থেকে ফিরে যেতে বলেছেন সে দেশের ক্রীড়ামন্ত্রী আহমেদ মাহলুফ ৷ তিনি অভিযোগ করেছেন, বেঙ্গালুরু এফসি দল মালদ্বীপের করোনা সংক্রান্ত বিধিভঙ্গ করেছেন ৷ তাদের এই ব্যবহার গ্রহণযোগ্য নয় বলে সমালোচনা করেছেন আহমেদ মাহলুফ ৷ প্রসঙ্গত, করোনা সংক্রমণের জেরে মালদ্বীপে আয়োজিত এএফসি কাপ বাতিল করা হয়েছে ৷
তবে, ঠিক কোন ধরনের বিধিভঙ্গ করেছে আইএসএল খেলা এই ক্লাবটি, এই প্রশ্নের কোনও জবাব পাওয়া যায়নি ৷ মালদ্বীপের ক্রীড়ামন্ত্রী তাঁর টুইটারে ক্ষোভপ্রকাশ করে লেখেন, ‘‘বেঙ্গালুরু এফসি-র থেকে এমন আচরণ আশা করা যায়নি ৷ তারা এইচপিএ-র কঠোর নির্দেশিকা লঙ্ঘন করেছে ৷ ক্লাবটিকে এখনই দেশ ছেড়ে চলে যেতে হবে ৷ আমরা এইধরনের আচরণকে প্রশ্রয় দেব না ৷ জনগণের চাপের মধ্যেও আমরা কয়েকমাস আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, রাখতে পেরে সম্মানিত বোধ করছি’’ ৷
আরও পড়ুন : করোনার জেরে বাতিল এএফসি কাপ
তবে, এই মুহূর্তে এশিয়ার একাধিক দেশে ব্যাপকভাবে করোনা সংক্রমণ হওয়ার কারণে, ইতিমধ্যেই এশিয়ান ফুটবল কনফেডারেশন এফসি কাপ বাতিল ঘোষণা করেছে ৷