বার্সেলোনা, 3 ডিসেম্বর : মাঠে দিয়েগো মারাদোনাকে শ্রদ্ধা জানিয়ে জরিমানার মুখে পড়লেন লিওনেল মেসি । লা লিগার ম্যাচে জার্সি খুলে মারাদোনাকে শ্রদ্ধা জানিয়েছিলেন তিনি। যে কারণে তাঁকে 600 ইউরো জরিমানা করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন ।
গত সপ্তাহে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন মারাদোনা । তাঁর মৃত্যুর পর রবিবার লিগের ম্যাচে ওসাসুয়ানার বিরুদ্ধে মাঠে নামেন মেসি । ম্যাচে 4-0 গোলে জেতে বার্সেলোনা । সেই ম্যাচে অনবদ্য গোল করে আবেগ ধরে রাখতে পারেননি তিনি । গোলের পরই বার্সার জার্সি খুলে ফেলেন । ভেতরে আগে থেকেই পরেছিলেন নিউওয়েলস ওল্ড বয়েজ় ক্লাবের হয়ে খেলা মারাদোনার জার্সি । শূন্যে দু হাত তুলে আকাশের দিকে তাকিয়ে মারাদোনাকে শ্রদ্ধা জানান তিনি ।
জার্সি খুলে ফেলার জন্য লাল কার্ডও দেখেন মেসি । এরপর বার্সেলোনা ক্লাবকে 180 ইউরো জরিমানা করা হয় । মেসি ও বার্সেলোনা ক্লাব উভয়েই ফেডারেশনের এই সিদ্ধান্ত নিয়ে আবেদন জানাতে পারেন ।