প্যারিস, 3 ডিসেম্বর : রোনাল্ডোকে পিছনে ফেলে ষষ্ঠবার ব্যালন ডি'ওর খেতাব জিতলেন মেসি । ফের বিশ্বসেরা হলেন আর্জেন্টিনার লিওনেল মেসি । একই বছরে দুই খেতাব । এই বছরেই বর্ষসেরা ফিফা দা বেস্ট পুরস্কার পান মেসি । আর তার পরই রেকর্ড ষষ্ঠবার ব্যালন ডি'অর জিতলেন মেসি ।
রোনাল্ডকে পিছনে ফেলে দিলেন মেসি । এর আগে মেসি 2009, 2010, 2011, 2012, 2015 সালে FIFA ব্যালন ডি’ওর জিতেছিলেন । সারা বিশ্বের 182 জন সাংবাদিক ভোট দিয়েছিলেন । পরে মেসি সাংবাদিকদের ধন্যবাদ জানান ।
রোনাল্ডো ব্যালন ডি’ওর জিতেছেন পাঁচবার । মেসির এই ষষ্ঠবার ব্যালন জেতার অনুষ্ঠানে অবশ্য রোনাল্ডো ছিলেন না । বর্তমানে বিশ্বসেরা তালিকায় রোনাল্ডো তৃতীয় স্থানে আছেন । দ্বিতীয় স্থানে আছেন লিভারপুলের তারকা ফুটবলার হল্যান্ডের ভার্জিল ভ্যান জিক ।