ETV Bharat / sports

ষষ্ঠবার ব্যালন ডি'ওর মেসি, পিছনে সিআর সেভেন - ফের বিশ্বসেরা হলেন লিওনেল মেসি

রোনাল্ডোকে পিছনে ফেলে দিলেন মেসি । এর আগে মেসি 2009, 2010, 2011, 2012, 2015 সালে ব্যালন ডি’ওর জিতেছিলেন । সারা বিশ্বের 182 জন সাংবাদিক ভোট দিয়েছিলেন । পরে মেসি সাংবাদিকদের ধন্যবাদ জানান ।

Lionel Messi
লিওনেল মেসি
author img

By

Published : Dec 3, 2019, 1:39 PM IST

Updated : Dec 3, 2019, 6:12 PM IST

প্যারিস, 3 ডিসেম্বর : রোনাল্ডোকে পিছনে ফেলে ষষ্ঠবার ব্যালন ডি'ওর খেতাব জিতলেন মেসি । ফের বিশ্বসেরা হলেন আর্জেন্টিনার লিওনেল মেসি । একই বছরে দুই খেতাব । এই বছরেই বর্ষসেরা ফিফা দা বেস্ট পুরস্কার পান মেসি । আর তার পরই রেকর্ড ষষ্ঠবার ব্যালন ডি'অর জিতলেন মেসি ।

রোনাল্ডকে পিছনে ফেলে দিলেন মেসি । এর আগে মেসি 2009, 2010, 2011, 2012, 2015 সালে FIFA ব্যালন ডি’ওর জিতেছিলেন । সারা বিশ্বের 182 জন সাংবাদিক ভোট দিয়েছিলেন । পরে মেসি সাংবাদিকদের ধন্যবাদ জানান ।

রোনাল্ডো ব্যালন ডি’ওর জিতেছেন পাঁচবার । মেসির এই ষষ্ঠবার ব্যালন জেতার অনুষ্ঠানে অবশ্য রোনাল্ডো ছিলেন না । বর্তমানে বিশ্বসেরা তালিকায় রোনাল্ডো তৃতীয় স্থানে আছেন । দ্বিতীয় স্থানে আছেন লিভারপুলের তারকা ফুটবলার হল্যান্ডের ভার্জিল ভ্যান জিক ।

প্যারিস, 3 ডিসেম্বর : রোনাল্ডোকে পিছনে ফেলে ষষ্ঠবার ব্যালন ডি'ওর খেতাব জিতলেন মেসি । ফের বিশ্বসেরা হলেন আর্জেন্টিনার লিওনেল মেসি । একই বছরে দুই খেতাব । এই বছরেই বর্ষসেরা ফিফা দা বেস্ট পুরস্কার পান মেসি । আর তার পরই রেকর্ড ষষ্ঠবার ব্যালন ডি'অর জিতলেন মেসি ।

রোনাল্ডকে পিছনে ফেলে দিলেন মেসি । এর আগে মেসি 2009, 2010, 2011, 2012, 2015 সালে FIFA ব্যালন ডি’ওর জিতেছিলেন । সারা বিশ্বের 182 জন সাংবাদিক ভোট দিয়েছিলেন । পরে মেসি সাংবাদিকদের ধন্যবাদ জানান ।

রোনাল্ডো ব্যালন ডি’ওর জিতেছেন পাঁচবার । মেসির এই ষষ্ঠবার ব্যালন জেতার অনুষ্ঠানে অবশ্য রোনাল্ডো ছিলেন না । বর্তমানে বিশ্বসেরা তালিকায় রোনাল্ডো তৃতীয় স্থানে আছেন । দ্বিতীয় স্থানে আছেন লিভারপুলের তারকা ফুটবলার হল্যান্ডের ভার্জিল ভ্যান জিক ।

Jammu, Dec 03 (ANI): Several parts of north India are facing cold wave. Early morning temperature dipped to 11 degree Celsius in Jammu on Dec 03. Locals and tourists are sitting near fire to keep themselves warm.

Last Updated : Dec 3, 2019, 6:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.