ETV Bharat / sports

লিভারপুল কিংবদন্তি রবি ফাউলার SC ইস্টবেঙ্গলের কোচ

author img

By

Published : Oct 9, 2020, 10:25 PM IST

45 বছর বয়সি কোচের সহকারির দায়িত্ব সামলাবেন অ্যান্টনি গ্রান্ট । ভারতীয় সহকারি কোচ হচ্ছেন রেনেডি সিং । মোট 7 জনের দল নিয়ে ইস্টবেঙ্গলে কোচিং করাতে আসছেন রবি ফাউলার ।

legendary-england-footballer-robbie-fowler
legendary-england-footballer-robbie-fowler

কলকাতা, 9 অক্টোবর : স্পনসরের সঙ্গে আনুষ্ঠানিকভাবে গাঁটছড়া বাঁধার কথা ঘোষণা করার চব্বিশ ঘণ্টার মধ্যে কোচ নিয়োগ করল SC ইস্টবেঙ্গল । ISL-এ ক্লাবের হেড কোচের দায়িত্ব সামলাবেন রবি ফাউলার ।

ইংল্যান্ডের প্রাক্তন তারকা লিভারপুলের কিংবদন্তি ফুটবলারের হাতেই কোচের ব্যাটন তুলে দিল লালহলুদ ম্যানেজমেন্ট । 45 বছর বয়সি কোচের সহকারির দায়িত্ব সামলাবেন অ্যান্টনি গ্রান্ট । ভারতীয় সহকারি কোচ হচ্ছেন রেনেডি সিং । মোট 7 জনের দল নিয়ে ইস্টবেঙ্গলে কোচিং করাতে আসছেন রবি ফাউলার । সেই দলে রয়েছে সেটপিস কোচ, গোলরক্ষক কোচ, ক্রীড়াবিজ্ঞানী, ফিজিও ও ভিডিয়ো অ্যানালিস্ট ।

শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর হরি মোহন বাঙ্গুর বলেন, "রবি ফাউলারের মতো কিংবদন্তি ফুটবল ব্যক্তিত্বকে কোচ হিসেবে পেয়ে আমরা খুশি । দু'বছরের চুক্তিতে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে । তাঁর অভিজ্ঞতা, অতীতের সাফল্য ইস্টবেঙ্গলের সাফল্য নিয়ে আসবে ।"

45 বছর বয়সি ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলারটি অস্ট্রেলিয়ার A লিগের দল ব্রিসবেন রোরের কোচিং করেছেন । সেটাই ছিল তাঁর প্রথম পূর্ণ দায়িত্বের কোচিং । 22 ম্যাচ কোচিং করিয়েছেন, তার মধ্যে দশটি ম্যাচ জিতেছিলেন । পাঁচটি ড্র হয়েছে, সাতটি ম্যাচে হারতে হয়েছে । 2011-12 সালে উয়েফা প্রো-লাইসেন্স করা লালহলুদ হেড কোচ অভিজ্ঞতার বিচারে নবীন বলাই যায় । এর আগে থাইল্যান্ডের ক্লাবে ফুটবলার কাম কোচ হিসেবেও কাজ করেছিলেন । লিভারপুলের অ্যাকাডেমির মেন্টর হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে রবি ফাউলারের । অন্যদিকে লিভারপুলের হয়ে 396টি ম্যাচে 183টি গোল রয়েছে তাঁর । ইংল্যান্ডের হয়ে 1996 এবং 2000 সালে ইউরো কাপে খেলা ছাড়াও 2002 সালের বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন ফাউলার । প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সাত নম্বরে রয়েছে 163টি গোল করা খোলয়াড়টির নাম । শোনা যাচ্ছে দায়িত্ব নিয়েই তিনি 7 জন ভালো মানের বিদেশি ফুটবলার নিয়ে আসছেন । যাদের অধিকাংশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন ৷

ISL-এর সূচি ঘোষণার দিন যত এগিয়ে আসছে ততই লেসলি ক্লডিয়াস সরণিতে তৎপরতা বাড়ছে ৷ কোচের নাম ঘোষণাতেই তা প্রমাণিত । জানা গিয়েছে, ফাউলারের হাতে দায়িত্ব দেওয়া হলেও তার আগে বেশ কয়েকজন নামজাদা কোচের বায়োডাটা ম্যানেজমেন্টের হাতে পৌঁছেছিল । যাঁদের সঙ্গে প্রাথমিক কথাবার্তা চলছিল । তবে দৌড়ে এগিয়ে ছিলেন ইউসেবিও স্যাক্রিস্টান এবং রবি ফাউলার । যার মধ্যে থেকে বেছে নেওয়া হল ফাইলারকে ৷

কলকাতা, 9 অক্টোবর : স্পনসরের সঙ্গে আনুষ্ঠানিকভাবে গাঁটছড়া বাঁধার কথা ঘোষণা করার চব্বিশ ঘণ্টার মধ্যে কোচ নিয়োগ করল SC ইস্টবেঙ্গল । ISL-এ ক্লাবের হেড কোচের দায়িত্ব সামলাবেন রবি ফাউলার ।

ইংল্যান্ডের প্রাক্তন তারকা লিভারপুলের কিংবদন্তি ফুটবলারের হাতেই কোচের ব্যাটন তুলে দিল লালহলুদ ম্যানেজমেন্ট । 45 বছর বয়সি কোচের সহকারির দায়িত্ব সামলাবেন অ্যান্টনি গ্রান্ট । ভারতীয় সহকারি কোচ হচ্ছেন রেনেডি সিং । মোট 7 জনের দল নিয়ে ইস্টবেঙ্গলে কোচিং করাতে আসছেন রবি ফাউলার । সেই দলে রয়েছে সেটপিস কোচ, গোলরক্ষক কোচ, ক্রীড়াবিজ্ঞানী, ফিজিও ও ভিডিয়ো অ্যানালিস্ট ।

শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর হরি মোহন বাঙ্গুর বলেন, "রবি ফাউলারের মতো কিংবদন্তি ফুটবল ব্যক্তিত্বকে কোচ হিসেবে পেয়ে আমরা খুশি । দু'বছরের চুক্তিতে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে । তাঁর অভিজ্ঞতা, অতীতের সাফল্য ইস্টবেঙ্গলের সাফল্য নিয়ে আসবে ।"

45 বছর বয়সি ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলারটি অস্ট্রেলিয়ার A লিগের দল ব্রিসবেন রোরের কোচিং করেছেন । সেটাই ছিল তাঁর প্রথম পূর্ণ দায়িত্বের কোচিং । 22 ম্যাচ কোচিং করিয়েছেন, তার মধ্যে দশটি ম্যাচ জিতেছিলেন । পাঁচটি ড্র হয়েছে, সাতটি ম্যাচে হারতে হয়েছে । 2011-12 সালে উয়েফা প্রো-লাইসেন্স করা লালহলুদ হেড কোচ অভিজ্ঞতার বিচারে নবীন বলাই যায় । এর আগে থাইল্যান্ডের ক্লাবে ফুটবলার কাম কোচ হিসেবেও কাজ করেছিলেন । লিভারপুলের অ্যাকাডেমির মেন্টর হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে রবি ফাউলারের । অন্যদিকে লিভারপুলের হয়ে 396টি ম্যাচে 183টি গোল রয়েছে তাঁর । ইংল্যান্ডের হয়ে 1996 এবং 2000 সালে ইউরো কাপে খেলা ছাড়াও 2002 সালের বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন ফাউলার । প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সাত নম্বরে রয়েছে 163টি গোল করা খোলয়াড়টির নাম । শোনা যাচ্ছে দায়িত্ব নিয়েই তিনি 7 জন ভালো মানের বিদেশি ফুটবলার নিয়ে আসছেন । যাদের অধিকাংশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন ৷

ISL-এর সূচি ঘোষণার দিন যত এগিয়ে আসছে ততই লেসলি ক্লডিয়াস সরণিতে তৎপরতা বাড়ছে ৷ কোচের নাম ঘোষণাতেই তা প্রমাণিত । জানা গিয়েছে, ফাউলারের হাতে দায়িত্ব দেওয়া হলেও তার আগে বেশ কয়েকজন নামজাদা কোচের বায়োডাটা ম্যানেজমেন্টের হাতে পৌঁছেছিল । যাঁদের সঙ্গে প্রাথমিক কথাবার্তা চলছিল । তবে দৌড়ে এগিয়ে ছিলেন ইউসেবিও স্যাক্রিস্টান এবং রবি ফাউলার । যার মধ্যে থেকে বেছে নেওয়া হল ফাইলারকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.