ETV Bharat / sports

রাখি বন্ধনের দিনে ভাইদের মতো বিশ্বকাপ খেলার অঙ্গীকার কৃটিনার - Rakhi Bandhan

অনূর্ধ্ব 17 মহিলা বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু হয়ে গেছে । দেশের মাটিতে বিশ্বকাপের আয়োজন ৷ তাই উত্তেজনায় ফুটছে ভারতীয় মহিলা ফুটবল ৷ মানসিকতা এবং পরিকাঠামোর উন্নয়ন ভারতীয় মহিলা ফুটবলে নতুন দিগন্ত খুলে দিতে পারে ৷ এমন সময়ই রাখি বন্ধনের দিনে সামনে এল ফুটবল পরিবারের অভিনব বন্ধনের খবর ৷

ফুটবলার ভাইবোন
ফুটবলার ভাইবোন
author img

By

Published : Aug 3, 2020, 11:47 PM IST

Updated : Aug 4, 2020, 2:36 AM IST

কলকাতা, 3 অগাস্ট : তিন ভাইবোন ফুটবল অন্ত প্রাণ ৷ দুই ভাই ইতিমধ্যে ভারতের জার্সি পরে বিশ্বকাপের মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেছেন ৷ এবার বোনের পালা ৷ আসন্ন অনূর্ধ্ব 17 মহিলা বিশ্বকাপে সম্ভাব্য ভারতীয় দলে নাম আছে বোনের ৷ তিনি অমরজিৎ সিং, জিকসন সিংয়ের বোন কৃটিনা ৷

অনূর্ধ্ব 17 মেয়েদের বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু হয়ে গেছে । দেশের মাটিতে বিশ্বকাপের আয়োজন ৷ তাই উত্তেজনায় ফুটছে ভারতীয় মহিলা ফুটবল ৷ মানসিকতা এবং পরিকাঠামোর উন্নয়ন ভারতীয় মহিলা ফুটবলে নতুন দিগন্ত খুলে দিতে পারে ৷ এমন সময়ই রাখি বন্ধনের দিনে সামনে এল ফুটবল পরিবারের অভিনব বন্ধনের খবর ৷

কৃটিনা
খেলার মুহূর্তে কৃটিনা

কোনও সন্দেহ নেই ভারতীয় ফুটবলের আঁতুড়ঘর এখন মণিপুর । ছেলেদের অনূর্ধ্ব 17 বিশ্বকাপের আসরে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন অমরজিৎ সিং এবং জিকসন সিং । রয়েছে বিশ্বকাপের আসরে প্রথম ভারতীয় হিসেবে গোল করার কৃতিত্ব । এই দুই ফুটবলারের তুতো বোন কৃটিনা । অনূর্ধ্ব 17 বিশ্বকাপের সম্ভাব্য ভারতীয় দলে রয়েছেন ।

অমরজিৎ সিং
প্রতিপক্ষকে ডজ করে এগিয়ে যাওয়ার চেষ্টা

আরও পড়ুন :- সিরি এ জয়ের উপহার হিসেবে নিজেকে 75 কোটির গাড়ি উপহার রোনাল্ডোর

‘‘জিকসনের গোল টিভিতে দেখেছিলাম । অসাধারণ অভিজ্ঞতা ছিল । শুধু দেশের কাছে নয়, আমাদের পরিবারের কাছেও ছিল তা গৌরবের ।’’ বলছিলেন কৃটিনা । একই সঙ্গে তিনি যোগ করেন, ‘‘আমি আমার ভাইদের খেলা দেখে অনুপ্রাণিত হয়েছিলাম । অমরজিৎ এবং জিকসনের কাছ থেকে অনেক কিছু শিখেছি । দেশের বাড়িতে আসলে আমরা একসঙ্গে অনুশীলন করি । ওদের সঙ্গে অনুশীলন আমাকে আনন্দ দেয় । বিশ্বকাপে ওদের খেলতে দেখে আমি অনুপ্রাণিত হয়েছিলাম । আমি যদি বিশ্বকাপের দলে থাকি তাহলে তা হবে গর্বের । কারণ এক পরিবারের তিনজন বিশ্বকাপার হবে ।’’

মনিপুরের ফুটবলার ভাইবোনেরা
তিন ভাইবোনের অনুশীলন

জিকসনের বাবা দেবেন সিং এই তিন ফুটবলারের প্রথম কোচ । আরও কয়েকজন ফুটবলার তাঁর কাছে অনুশীলন করে । তবে মেয়েদের মধ্যে প্রথম যোগ দিয়েছিলেন কৃটিনা । স্থানীয় দলে একমাত্র মেয়ে ফুটবলার হিসেবে কৃটিনা খেলতেন । লকডাউনের মধ্যে সামাজিক দুরত্ব মেনে এই তিন ফুটবলার অনুশীলন করছেন । জিকসন বলছেন তাঁরা দুই ভাই দেশের হয়ে খেলার অনুভূতি পেয়েছেন । এবার কৃটিনাকে দেশের জার্সিতে দেখে গর্বিত হতে চান ।

কলকাতা, 3 অগাস্ট : তিন ভাইবোন ফুটবল অন্ত প্রাণ ৷ দুই ভাই ইতিমধ্যে ভারতের জার্সি পরে বিশ্বকাপের মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেছেন ৷ এবার বোনের পালা ৷ আসন্ন অনূর্ধ্ব 17 মহিলা বিশ্বকাপে সম্ভাব্য ভারতীয় দলে নাম আছে বোনের ৷ তিনি অমরজিৎ সিং, জিকসন সিংয়ের বোন কৃটিনা ৷

অনূর্ধ্ব 17 মেয়েদের বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু হয়ে গেছে । দেশের মাটিতে বিশ্বকাপের আয়োজন ৷ তাই উত্তেজনায় ফুটছে ভারতীয় মহিলা ফুটবল ৷ মানসিকতা এবং পরিকাঠামোর উন্নয়ন ভারতীয় মহিলা ফুটবলে নতুন দিগন্ত খুলে দিতে পারে ৷ এমন সময়ই রাখি বন্ধনের দিনে সামনে এল ফুটবল পরিবারের অভিনব বন্ধনের খবর ৷

কৃটিনা
খেলার মুহূর্তে কৃটিনা

কোনও সন্দেহ নেই ভারতীয় ফুটবলের আঁতুড়ঘর এখন মণিপুর । ছেলেদের অনূর্ধ্ব 17 বিশ্বকাপের আসরে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন অমরজিৎ সিং এবং জিকসন সিং । রয়েছে বিশ্বকাপের আসরে প্রথম ভারতীয় হিসেবে গোল করার কৃতিত্ব । এই দুই ফুটবলারের তুতো বোন কৃটিনা । অনূর্ধ্ব 17 বিশ্বকাপের সম্ভাব্য ভারতীয় দলে রয়েছেন ।

অমরজিৎ সিং
প্রতিপক্ষকে ডজ করে এগিয়ে যাওয়ার চেষ্টা

আরও পড়ুন :- সিরি এ জয়ের উপহার হিসেবে নিজেকে 75 কোটির গাড়ি উপহার রোনাল্ডোর

‘‘জিকসনের গোল টিভিতে দেখেছিলাম । অসাধারণ অভিজ্ঞতা ছিল । শুধু দেশের কাছে নয়, আমাদের পরিবারের কাছেও ছিল তা গৌরবের ।’’ বলছিলেন কৃটিনা । একই সঙ্গে তিনি যোগ করেন, ‘‘আমি আমার ভাইদের খেলা দেখে অনুপ্রাণিত হয়েছিলাম । অমরজিৎ এবং জিকসনের কাছ থেকে অনেক কিছু শিখেছি । দেশের বাড়িতে আসলে আমরা একসঙ্গে অনুশীলন করি । ওদের সঙ্গে অনুশীলন আমাকে আনন্দ দেয় । বিশ্বকাপে ওদের খেলতে দেখে আমি অনুপ্রাণিত হয়েছিলাম । আমি যদি বিশ্বকাপের দলে থাকি তাহলে তা হবে গর্বের । কারণ এক পরিবারের তিনজন বিশ্বকাপার হবে ।’’

মনিপুরের ফুটবলার ভাইবোনেরা
তিন ভাইবোনের অনুশীলন

জিকসনের বাবা দেবেন সিং এই তিন ফুটবলারের প্রথম কোচ । আরও কয়েকজন ফুটবলার তাঁর কাছে অনুশীলন করে । তবে মেয়েদের মধ্যে প্রথম যোগ দিয়েছিলেন কৃটিনা । স্থানীয় দলে একমাত্র মেয়ে ফুটবলার হিসেবে কৃটিনা খেলতেন । লকডাউনের মধ্যে সামাজিক দুরত্ব মেনে এই তিন ফুটবলার অনুশীলন করছেন । জিকসন বলছেন তাঁরা দুই ভাই দেশের হয়ে খেলার অনুভূতি পেয়েছেন । এবার কৃটিনাকে দেশের জার্সিতে দেখে গর্বিত হতে চান ।

Last Updated : Aug 4, 2020, 2:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.