ETV Bharat / sports

সেপ্টেম্বরের আগে কলকাতা ময়দানে বল গড়ানো কঠিন

author img

By

Published : May 1, 2020, 11:29 PM IST

এই মুহূর্তে জার্মানিতে ফুটবলাররা প্র্যাকটিস শুরু করলেও তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে । কারণ গবেষকদের মতে দেড় মিনিটের কম সময়ও মাঠে থাকলে সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকে যায় ।

সেপ্টেম্বরের আগে কলকাতা ময়দানে বল গড়ানো কঠিন
সেপ্টেম্বরের আগে কলকাতা ময়দানে বল গড়ানো কঠিন

কলকাতা, 1 মে: কোরোনা মোকাবিলায় বেড়েই চলেছে লকডাউন । তার মধ্যেই কলকাতা ময়দানে কবে বল গড়াবে তা নিয়ে চলছে বিস্তর জল্পনা । পাঁচটি ডিভিশনের ফুটবলে আড়াই হাজার ম্যাচ হয় প্রতিবার । কিন্তু বর্তমান অবস্থায় দাঁড়িয়ে পাঁচটি ডিভিশনের লিগ ম্যাচ আয়োজন করা যে সম্ভব নয় তা পরিষ্কার । অন্তত প্রিমিয়ার ডিভিশনের দুটো গ্রুপের ম্যাচ করা সম্ভব কি না সেটাও IFA কর্তারা বলতে পারছেন না । এই অবস্থায় সেপ্টেম্বরের আগে ম্যাচ আয়োজন করা সম্ভব নয় বলে মনে করছে বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা ।

IFA সচিব এবং চেয়ারম্যান ছোটো করে হলেও কলকাতার প্রিমিয়ার ডিভিশনের দুটো গ্রুপের ম্যাচ করার পক্ষে । ফরম্যাট বদলের ইঙ্গিত তাঁদের কথায় । সোশাল ডিসট্যান্সিং বজায় রেখে কীভাবে ম্যাচ আয়োজন করা করা সম্ভব হবে তা নিয়ে সংশয়ে রয়েছেন প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় । এই অবস্থায় IFA সেপ্টেম্বরের আগে লিগ শুরু করা সম্ভব হবে না বলেই মনে করছে । লিগ কাটছাঁট করে অবনমন না রাখার একটা পরিকল্পনা করা হয়েছিল । সেপ্টেম্বরের আগে কোনও ফুটবল টুর্নামেন্ট করা ঝুঁকি সাপেক্ষ, বলছেন FIFA-র মেডিকেল কমিটির চেয়ারম্যান মিশেল ডিহুঘে । তাঁর মতে, মানুষের স্বাস্থ্যের বিষয়টি সবার আগে গুরুত্ব দিতে হবে ।

এই মুহূর্তে জার্মানিতে ফুটবলাররা প্র্যাকটিস শুরু করলেও তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে । কারণ গবেষকদের মতে দেড় মিনিটের কম সময়ও মাঠে থাকলে সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকে যায় । লম্বা শ্বাস নিলেও সমস্যা তৈরি হতে পারে । অনুশীলন করার সময় ফুটবলাররা জোরে শ্বাস নিয়েই থাকেন ।

এই বিষয়ে ইস্টবেঙ্গলের সহসচিব ডা: শান্তিরঞ্জন দাশগুপ্ত বলছেন, "কোরোনা ভাইরাস দ্রুত চরিত্র বদল করছে । এই ভাইরাস সম্পর্কে কোনও স্বচ্ছ ধারণা পাওয়া যাচ্ছে না । যা বলা হচ্ছে সবই অনুমানের উপর । দীর্ঘ নিশ্বাস নিলে ফুসফুসের সর্বস্তরে বাতাস পৌঁছায় এটাই জানতাম । প্রথমে বলা হল বাতাস থেকে সংক্রমণের ভয় নেই‌ । মাস্ক পরতে বলার কারণ হাঁচি-কাশি থেকে জীবাণু ছড়ায় । কিন্তু এখন পরিস্থিতি ক্রমেই বদলে যাচ্ছে । পরিস্থিতি কঠিন, তাই ফুটবল শুরু করা নিয়ে তাড়াহুড়ো করার কোনও মানেই নেই ।"

মোহনবাগানের সহ সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়ের গলাতেও একই সুর । তাঁর কথায়, "আগে মানুষের জীবন । তারপর ফুটবল । দেরিতে লিগ শুরু হলে সমস্যা নেই । WHO, FIFA-র নির্দেশ মেনে সবকিছু করা উচিত।"

কলকাতা, 1 মে: কোরোনা মোকাবিলায় বেড়েই চলেছে লকডাউন । তার মধ্যেই কলকাতা ময়দানে কবে বল গড়াবে তা নিয়ে চলছে বিস্তর জল্পনা । পাঁচটি ডিভিশনের ফুটবলে আড়াই হাজার ম্যাচ হয় প্রতিবার । কিন্তু বর্তমান অবস্থায় দাঁড়িয়ে পাঁচটি ডিভিশনের লিগ ম্যাচ আয়োজন করা যে সম্ভব নয় তা পরিষ্কার । অন্তত প্রিমিয়ার ডিভিশনের দুটো গ্রুপের ম্যাচ করা সম্ভব কি না সেটাও IFA কর্তারা বলতে পারছেন না । এই অবস্থায় সেপ্টেম্বরের আগে ম্যাচ আয়োজন করা সম্ভব নয় বলে মনে করছে বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা ।

IFA সচিব এবং চেয়ারম্যান ছোটো করে হলেও কলকাতার প্রিমিয়ার ডিভিশনের দুটো গ্রুপের ম্যাচ করার পক্ষে । ফরম্যাট বদলের ইঙ্গিত তাঁদের কথায় । সোশাল ডিসট্যান্সিং বজায় রেখে কীভাবে ম্যাচ আয়োজন করা করা সম্ভব হবে তা নিয়ে সংশয়ে রয়েছেন প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় । এই অবস্থায় IFA সেপ্টেম্বরের আগে লিগ শুরু করা সম্ভব হবে না বলেই মনে করছে । লিগ কাটছাঁট করে অবনমন না রাখার একটা পরিকল্পনা করা হয়েছিল । সেপ্টেম্বরের আগে কোনও ফুটবল টুর্নামেন্ট করা ঝুঁকি সাপেক্ষ, বলছেন FIFA-র মেডিকেল কমিটির চেয়ারম্যান মিশেল ডিহুঘে । তাঁর মতে, মানুষের স্বাস্থ্যের বিষয়টি সবার আগে গুরুত্ব দিতে হবে ।

এই মুহূর্তে জার্মানিতে ফুটবলাররা প্র্যাকটিস শুরু করলেও তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে । কারণ গবেষকদের মতে দেড় মিনিটের কম সময়ও মাঠে থাকলে সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকে যায় । লম্বা শ্বাস নিলেও সমস্যা তৈরি হতে পারে । অনুশীলন করার সময় ফুটবলাররা জোরে শ্বাস নিয়েই থাকেন ।

এই বিষয়ে ইস্টবেঙ্গলের সহসচিব ডা: শান্তিরঞ্জন দাশগুপ্ত বলছেন, "কোরোনা ভাইরাস দ্রুত চরিত্র বদল করছে । এই ভাইরাস সম্পর্কে কোনও স্বচ্ছ ধারণা পাওয়া যাচ্ছে না । যা বলা হচ্ছে সবই অনুমানের উপর । দীর্ঘ নিশ্বাস নিলে ফুসফুসের সর্বস্তরে বাতাস পৌঁছায় এটাই জানতাম । প্রথমে বলা হল বাতাস থেকে সংক্রমণের ভয় নেই‌ । মাস্ক পরতে বলার কারণ হাঁচি-কাশি থেকে জীবাণু ছড়ায় । কিন্তু এখন পরিস্থিতি ক্রমেই বদলে যাচ্ছে । পরিস্থিতি কঠিন, তাই ফুটবল শুরু করা নিয়ে তাড়াহুড়ো করার কোনও মানেই নেই ।"

মোহনবাগানের সহ সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়ের গলাতেও একই সুর । তাঁর কথায়, "আগে মানুষের জীবন । তারপর ফুটবল । দেরিতে লিগ শুরু হলে সমস্যা নেই । WHO, FIFA-র নির্দেশ মেনে সবকিছু করা উচিত।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.