ETV Bharat / sports

মাঠ নিয়ে অখুশি, জিততে সেটপিসে জোর ভিকুনার - mohun bagan vs peerless match

"দল চ্যালেঞ্জ নিতে তৈরি । তবে উন্নতির প্রয়োজন । যা নিয়মিত প্র্যাকটিসে ধীরে ধীরে আসবে । " বলছেন মোহনবাগান কোচ ৷

কিবু
author img

By

Published : Aug 4, 2019, 1:36 PM IST

Updated : Aug 4, 2019, 3:01 PM IST

কলকাতা, 3 অগাস্ট : স্প্যানিশে প্রবাদ আছে অন্যের বাগানে কী হচ্ছে নজর দেওয়ার চেয়ে নিজের বাগান পরিচর্যায় মন দেওয়া ভালো । কলকাতায় ক্লাব কোচিং করাতে এসে মাতৃভাষার প্রবাদ মেনে চলতে চান কিবু ভিকুনা । শুক্রবার ডুরান্ডের ম্যাচ খেলার আটচল্লিশ ঘণ্টার ব্যবধানে কলকাতা লিগের ম্যাচ খেলতে নামছে মোহনবাগান । স্বাভাবিকভাবেই ঘরের মাঠে সদস্য সমর্থকদের প্রত্যাশার চাপ সামলে নতুন লড়াই । ইতিমধ্যে ডুরান্ডের প্রথম ম্যাচে মোহনবাগান মিনি ডার্বি সহজে জয় পাওয়ায় প্রত্যাশা বেড়েছে । লিগেও একটা ভালো শুরু চাইছেন । প্রায় ঘণ্টা খানেক অনুশীলন শেষে মোহনবাগান কোচ বলছেন, তাঁর দল চ্যালেঞ্জ নিতে তৈরি । তবে উন্নতির প্রয়োজন । যা নিয়মিত প্র্যাকটিসে ধীরে ধীরে আসবে । বিশেষ করে ফিটনেসের উন্নতিতে ভালো খেলার রহস্য লুকিয়ে ।

ভিডিয়োয় শুনুন কিবুর বক্তব্য

লিগের প্রথম ম্যাচে প্রতিপক্ষ জহর দাসের পিয়ারলেস । গতবারের কলকাতা লিগের রানার্স দলটি চিরকাল জায়ান্ট কিলার । সোমবারের ম্যাচে তারা যে অভ্যাস বদল করবে না তা জানেন সবুজ মেরুন হেডস্যার । প্রতিপক্ষ কোচের ফুটবল দর্শন, তাঁর দলে ক্রোমার মত বিদেশির উপস্থিতির কথা কিবু ভিকুনার নোটবুকে । তাই আক্রমণাত্মক ফুটবল ছেড়ে বেরিয়ে আসবেন না বলছেন । তবে দলে পরিবর্তনের কথা জানিয়েছেন । কলকাতা লিগে নিয়মের বেড়াজালে বেশ কয়েকজনকে পাবে না মোহনবাগান । তাই পাওয়া না পাওয়ার তালিকায় চোখ না রেখে দলের তিরিশ জনের ফুটবল দক্ষতায় আস্থা রাখছেন । ক্লাব সমর্থকদের উৎসাহকে মোহনবাগান কোচ আশীর্বাদ বলে মনে করেন । তাই মোহনবাগান মাঠে কার্যত ঘাড়ের কাছে সমর্থকদের উৎসাহকে স্বাগত জানাচ্ছেন তিনি । ইতিবাচক ভঙ্গিতে সবকিছু দেখলেও মোহনবাগান মাঠ নিয়ে খুতখুতানি রয়েছে । কারণ ক্লাব মাঠের ঘাস মোটা । বাউন্সে তারতম্য রয়েছে । অবস্থা সামাল দিতে রোল করতে বলেছেন । তবে কোনও অজুহাত দিতে চান না । কারণ লিথুওনিয়াতে কৃত্রিম ঘাসের মাঠে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ।
বিয়েলসার কোচিং দর্শনে বিশ্বাসী কিবু ভিকুনা দ্রুত গোল পাওয়ার জন্য সেটপিসে জোর দিয়েছেন । সল্টলেক স্টেডিয়ামের তুলনায় ছোটো মাঠ মোহনবাগানের । তথাকথিত ছোটো দলের আলট্রা ডিফেন্সিভ ফুটবল সামলে জয়ের অঙ্ক কষতে হবে । বৃষ্টি ভেজা মাঠে নতুন প্রশ্নপত্রের সামনে কিবু

কলকাতা, 3 অগাস্ট : স্প্যানিশে প্রবাদ আছে অন্যের বাগানে কী হচ্ছে নজর দেওয়ার চেয়ে নিজের বাগান পরিচর্যায় মন দেওয়া ভালো । কলকাতায় ক্লাব কোচিং করাতে এসে মাতৃভাষার প্রবাদ মেনে চলতে চান কিবু ভিকুনা । শুক্রবার ডুরান্ডের ম্যাচ খেলার আটচল্লিশ ঘণ্টার ব্যবধানে কলকাতা লিগের ম্যাচ খেলতে নামছে মোহনবাগান । স্বাভাবিকভাবেই ঘরের মাঠে সদস্য সমর্থকদের প্রত্যাশার চাপ সামলে নতুন লড়াই । ইতিমধ্যে ডুরান্ডের প্রথম ম্যাচে মোহনবাগান মিনি ডার্বি সহজে জয় পাওয়ায় প্রত্যাশা বেড়েছে । লিগেও একটা ভালো শুরু চাইছেন । প্রায় ঘণ্টা খানেক অনুশীলন শেষে মোহনবাগান কোচ বলছেন, তাঁর দল চ্যালেঞ্জ নিতে তৈরি । তবে উন্নতির প্রয়োজন । যা নিয়মিত প্র্যাকটিসে ধীরে ধীরে আসবে । বিশেষ করে ফিটনেসের উন্নতিতে ভালো খেলার রহস্য লুকিয়ে ।

ভিডিয়োয় শুনুন কিবুর বক্তব্য

লিগের প্রথম ম্যাচে প্রতিপক্ষ জহর দাসের পিয়ারলেস । গতবারের কলকাতা লিগের রানার্স দলটি চিরকাল জায়ান্ট কিলার । সোমবারের ম্যাচে তারা যে অভ্যাস বদল করবে না তা জানেন সবুজ মেরুন হেডস্যার । প্রতিপক্ষ কোচের ফুটবল দর্শন, তাঁর দলে ক্রোমার মত বিদেশির উপস্থিতির কথা কিবু ভিকুনার নোটবুকে । তাই আক্রমণাত্মক ফুটবল ছেড়ে বেরিয়ে আসবেন না বলছেন । তবে দলে পরিবর্তনের কথা জানিয়েছেন । কলকাতা লিগে নিয়মের বেড়াজালে বেশ কয়েকজনকে পাবে না মোহনবাগান । তাই পাওয়া না পাওয়ার তালিকায় চোখ না রেখে দলের তিরিশ জনের ফুটবল দক্ষতায় আস্থা রাখছেন । ক্লাব সমর্থকদের উৎসাহকে মোহনবাগান কোচ আশীর্বাদ বলে মনে করেন । তাই মোহনবাগান মাঠে কার্যত ঘাড়ের কাছে সমর্থকদের উৎসাহকে স্বাগত জানাচ্ছেন তিনি । ইতিবাচক ভঙ্গিতে সবকিছু দেখলেও মোহনবাগান মাঠ নিয়ে খুতখুতানি রয়েছে । কারণ ক্লাব মাঠের ঘাস মোটা । বাউন্সে তারতম্য রয়েছে । অবস্থা সামাল দিতে রোল করতে বলেছেন । তবে কোনও অজুহাত দিতে চান না । কারণ লিথুওনিয়াতে কৃত্রিম ঘাসের মাঠে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ।
বিয়েলসার কোচিং দর্শনে বিশ্বাসী কিবু ভিকুনা দ্রুত গোল পাওয়ার জন্য সেটপিসে জোর দিয়েছেন । সল্টলেক স্টেডিয়ামের তুলনায় ছোটো মাঠ মোহনবাগানের । তথাকথিত ছোটো দলের আলট্রা ডিফেন্সিভ ফুটবল সামলে জয়ের অঙ্ক কষতে হবে । বৃষ্টি ভেজা মাঠে নতুন প্রশ্নপত্রের সামনে কিবু

Intro:স্প্যানিশ ভাষায় প্রবাদ আছে অন্যের বাগানে কি হচ্ছে নজর দেওয়ার চেয়ে নিজের বাগান পরিচর্যায় মন দেওয়া ভালো। কলকাতায় ক্লাব কোচিং করাতে এসে মাতৃভাষার প্রবাদ মেনে চলতে চান কিবু ভিকুনা। শুক্রবার ডুরান্ডের ম্যাচ খেলার আটচল্লিশ ঘণ্টার ব্যবধানে কলকাতা লিগের ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। স্বাভাবিকভাবেই ঘরের মাঠে সদস্য সমর্থকদের প্রত্যাশার চাপ সামলে নতুন লড়াই। ইতিমধ্যে ডুরান্ডের প্রথম ম্যাচে মোহনবাগান মিনি ডার্বি সহজে জয় পাওয়ায় প্রত্যাশা বেড়েছে। লিগেও একটা ভালো শুরু চাইছেন। প্রায় ঘণ্টা খানেক অনুশীলনের শেষে মোহনবাগান কোচ বলছেন তার দল চ্যালেঞ্জ নিতে তৈরি। তবে উন্নতির প্রয়োজন। যা নিয়মিত প্র্যাকটিসে ধীরে ধীরে আসবে। বিশেষ করে ফিটনেসের উন্নতিতে ভালো খেলার রহস্য লুকিয়ে। লিগের প্রথম ম্যাচে প্রতিপক্ষ জহর দাসের পিয়ারলেস। গতবারের কলকাতা লিগের রানার্স দলটি চিরকাল জায়ান্ট কিলার। সোমবারের ম্যাচে তারা যে অভ্যাস বদল করবে না তা জানেন সবুজ মেরুন হেডস্যার। প্রতিপক্ষ কোচের ফুটবল দর্শন,তার দলে ক্রোমার মত বিদেশি র উপস্থিতির কথা কিবু ভিকুনার নোটবুকে। তাই আক্রমনাত্মক ফুটবল ছেড়ে বেরিয়ে আসবেন না বলছেন। তবে দলে পরিবর্তনের কথা জানিয়েছেন। কলকাতা লিগের নিয়মের বেড়াজালে বেশ কয়েকজন কে পাবে না মোহনবাগান। তাই পাওয়া না পাওয়ার তালিকায় চোখ না রেখে দলের তিরিশ জনের ফুটবল দক্ষতায় আস্থা রাখছেন। ক্লাব সমর্থকদের উৎসাহ কে মোহনবাগান কোচ আশীর্বাদ বলে মনে করেন। তাই মোহনবাগান মাঠে কার্যত ঘাড়ের কাছে সমর্থকদের উৎসাহ কে স্বাগত জানাচ্ছেন তিনি। ইতিবাচক ভঙ্গিতে সবকিছু দেখলেও মোহনবাগান মাঠ নিয়ে খুতখুতানি রয়েছে। কারন ক্লাব মাঠের ঘাস মোটা। বাউন্সে তারতম্য রয়েছে। অবস্থা সামাল দিতে রোল করতে বলেছেন। তবে কোন অজুহাত দিতে চান না। কারন লিথুওনিয়াতে কৃত্রিম ঘাসের মাঠে ম্যাচ খেলার অভিঞ্জতা রয়েছে। বিয়েলসার কোচিং দর্শনে বিশ্বাসী কিবু ভিকুনা দ্রুত।গোল পাওয়ার জন্য সেটপিসে জোর দিয়েছেন। সল্টলেক স্টেডিয়ামের তুলনায় ছোট মাঠ মোহনবাগানের। তথাকথিত ছোট দলের আল্ট্রা ডিফেন্সিভ ফুটবল সামলে জয়ের অঙ্ক কষতে হবে। বৃষ্টি ভেজা মাঠে নতুন প্রশ্নপত্রের সামনে কিবু ভিকুনা ও তার ছেলেরা।


Body:বাগান


Conclusion:
Last Updated : Aug 4, 2019, 3:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.