ETV Bharat / sports

জয়ের অভ্যাস ধরে রাখাই চ্যালেঞ্জ খালিদের - isl

আইএসএলের প্লে অফে নামার আগে খালিদ জামিল এবং তাঁর ব্রিগেডের পাখির চোখ শুধুই এটিকে মোহনবাগান । খালিদ বলেন, ফুটবলাররা সকলেই এখন এই পর্বের দুটো ম্যাচের গুরুত্ব বুঝে সচেতন ।

northeast
northeast
author img

By

Published : Mar 5, 2021, 10:05 PM IST

কলকাতা, 5 মার্চ : ভারতীয় ফুটবলের এক নম্বর লিগে এখন বিদেশিদের ছটা । কোচ থেকে ফুটবলার, সব দলেই ভারতীয় ফুটবলাররা পার্শ্ব চরিত্রে । এইরকম অবস্থান থেকে খালিদ জামিলের বিজয় দৌড় চলতি আইএসএলের বড় বিজ্ঞাপন। যা দেশের ফুটবলকে নতুন দিশা দেখাবে । খালিদ জামিলের দলে যাওয়ার সঙ্গে সঙ্গে পরিবর্তনের জোরালো হাওয়া নর্থ ইস্ট ইউনাইটেডে। তবে আইএসএলের প্লে অফে নামার আগে খালিদ জামিল এবং তাঁর ব্রিগেডের পাখির চোখ শুধুই এটিকে মোহনবাগান । লিগ পর্যায়ে প্রথম ম্যাচে পরাজয়ের শোধ দ্বিতীয় সাক্ষাতে মিটিয়ে ছিলেন মাচাডোরা ।


নক আউটে নামার আগে অতীত নয় বরং রাউন্ড অফ টু এর লড়াইয়ের নীল নকশা নতুনভাবে সাজাচ্ছেন খালিদ । চোটের কারণে 32 বছর বয়সে ফুটবল থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন । তাঁর ফুটবলের গুরুকুল প্লাতিনির দর্শনে ঋদ্ধ । আধুনিক ফুটবলের পাঠের হাতেখড়ি তাই অনেক আগে সাড়া । চলতি আইএসএল খালিদের ফুটবল ভাবনার আধুনিক রূপ দেখছে । প্রতিপক্ষ এটিকে মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে খালিদের গলায় চিরাচরিত সমীহের সুর । "আমরা শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নামতে চলেছি । দল হিসেবে এটিকে মোহনবাগান আক্রমণ এবং রক্ষণ দুই বিভাগেই শক্তিশালী । ভারসাম্য রয়েছে দলে । তাই আমাদের সতর্ক হয়ে খেলতে হবে । প্রথম ম্যাচ তাই গুরুত্বপূর্ণ । কোনও ভাবেই হালকা দেওয়া চলবে না । সবকিছুর জন্য আমাদের উজাড় করে দিতে হবে," মন্তব্য খালিদের ।

আরও পড়ুন : সেমিফাইনালে গোয়ার মোকাবিলায় "প্রস্তুত" মুম্বই অধিনায়ক
দলের মধ্যে একটা খোলামেলা আবহাওয়া রয়েছে, যা নর্থ ইস্ট ইউনাইটেডের বদলে যাওয়া পারফরমেন্সের গোপন কথা । খালিদ বলেন, নয় ম্যাচে অপরাজিত থাকার কথা এখন ইতিহাস । এবং এই সাফল্য দলের ফুটবলারদের কৃতিত্ব । ফুটবলাররা সকলেই এখন এই পর্বের দুটো ম্যাচের গুরুত্ব বুঝে সচেতন । বিশেষ করে প্রথম ম্যাচে পুরো পয়েন্ট পাখির চোখ । প্রভাত লাকড়ার চোট ছাড়া সকলেই সুস্থ এবং মরিয়া। আইএসএলে বিদেশি কোচেদের দাপুটে উপস্থিতির মধ্যে খালিদ জামিল ভিন্ন মাত্রা যোগ করেছেন । এই বিষয়ে খালিদ বলছেন, ভারতীয় কোচেদের সুযোগ দিলে তারাও প্রমাণ করতে পারবে ।

কলকাতা, 5 মার্চ : ভারতীয় ফুটবলের এক নম্বর লিগে এখন বিদেশিদের ছটা । কোচ থেকে ফুটবলার, সব দলেই ভারতীয় ফুটবলাররা পার্শ্ব চরিত্রে । এইরকম অবস্থান থেকে খালিদ জামিলের বিজয় দৌড় চলতি আইএসএলের বড় বিজ্ঞাপন। যা দেশের ফুটবলকে নতুন দিশা দেখাবে । খালিদ জামিলের দলে যাওয়ার সঙ্গে সঙ্গে পরিবর্তনের জোরালো হাওয়া নর্থ ইস্ট ইউনাইটেডে। তবে আইএসএলের প্লে অফে নামার আগে খালিদ জামিল এবং তাঁর ব্রিগেডের পাখির চোখ শুধুই এটিকে মোহনবাগান । লিগ পর্যায়ে প্রথম ম্যাচে পরাজয়ের শোধ দ্বিতীয় সাক্ষাতে মিটিয়ে ছিলেন মাচাডোরা ।


নক আউটে নামার আগে অতীত নয় বরং রাউন্ড অফ টু এর লড়াইয়ের নীল নকশা নতুনভাবে সাজাচ্ছেন খালিদ । চোটের কারণে 32 বছর বয়সে ফুটবল থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন । তাঁর ফুটবলের গুরুকুল প্লাতিনির দর্শনে ঋদ্ধ । আধুনিক ফুটবলের পাঠের হাতেখড়ি তাই অনেক আগে সাড়া । চলতি আইএসএল খালিদের ফুটবল ভাবনার আধুনিক রূপ দেখছে । প্রতিপক্ষ এটিকে মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে খালিদের গলায় চিরাচরিত সমীহের সুর । "আমরা শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নামতে চলেছি । দল হিসেবে এটিকে মোহনবাগান আক্রমণ এবং রক্ষণ দুই বিভাগেই শক্তিশালী । ভারসাম্য রয়েছে দলে । তাই আমাদের সতর্ক হয়ে খেলতে হবে । প্রথম ম্যাচ তাই গুরুত্বপূর্ণ । কোনও ভাবেই হালকা দেওয়া চলবে না । সবকিছুর জন্য আমাদের উজাড় করে দিতে হবে," মন্তব্য খালিদের ।

আরও পড়ুন : সেমিফাইনালে গোয়ার মোকাবিলায় "প্রস্তুত" মুম্বই অধিনায়ক
দলের মধ্যে একটা খোলামেলা আবহাওয়া রয়েছে, যা নর্থ ইস্ট ইউনাইটেডের বদলে যাওয়া পারফরমেন্সের গোপন কথা । খালিদ বলেন, নয় ম্যাচে অপরাজিত থাকার কথা এখন ইতিহাস । এবং এই সাফল্য দলের ফুটবলারদের কৃতিত্ব । ফুটবলাররা সকলেই এখন এই পর্বের দুটো ম্যাচের গুরুত্ব বুঝে সচেতন । বিশেষ করে প্রথম ম্যাচে পুরো পয়েন্ট পাখির চোখ । প্রভাত লাকড়ার চোট ছাড়া সকলেই সুস্থ এবং মরিয়া। আইএসএলে বিদেশি কোচেদের দাপুটে উপস্থিতির মধ্যে খালিদ জামিল ভিন্ন মাত্রা যোগ করেছেন । এই বিষয়ে খালিদ বলছেন, ভারতীয় কোচেদের সুযোগ দিলে তারাও প্রমাণ করতে পারবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.