ETV Bharat / sports

কোরোনা আক্রান্ত পাওলো দিবালা ও তাঁর বান্ধবী - Paulo Dybala, girlfriend Oriana test positive for coronavirus

11 মার্চ থেকে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে ছিলেন পাওলো দিবালা ৷ তবে তিনি একা আক্রান্ত নন একই সঙ্গে আক্রান্ত হয়েছেন তাঁর বান্ধবী ওরিয়ানাও ৷

image
পাওলো দিবালা
author img

By

Published : Mar 22, 2020, 8:49 PM IST

তুরিন, 22 মার্চ : কোরোনা আক্রান্ত পাওলো দিবালা ৷ আর্জেন্তিনার জাতীয় দলের এই ফুটবলার ক্লাব ফুটবলে খেলেন জুভেন্তাসের হয়ে ৷ দিবালাকে নিয়ে মোট তিন জন জুভেন্তাস ফুটবলার কোরোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল ৷

নিজের টুইটার পেজে টুইট একথা জানান দিবালা নিজেই ৷ 11 মার্চ থেকে স্বেচ্ছায় কোয়ারান্টাইনে ছিলেন তিনি ৷ তবে তিনি একা আক্রান্ত নন একই সঙ্গে আক্রান্ত হয়েছেন তাঁর বান্ধবী ওরিয়ানাও ৷

  • Hola a todos, quería comunicarles que acabamos de recibir los resultados del test del Covid-19 y tanto Oriana como yo dimos positivo. Por fortuna nos encontramos en perfecto estado. Gracias por sus mensajes y un saludo a todos 💪🏼💪🏼💪🏼 pic.twitter.com/g1X1Qtx2S3

    — Paulo Dybala (@PauDybala_JR) March 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিবালাকে নিয়ে মোট তিন জন জুভেন্তাস ফুটবলার কোরোনা আক্রান্ত হলেন ৷ প্রথমে সেন্টার ব্যাক ড্যানিয়েল রুগানি ও ফ্রান্সের মাতুইদি পর এই আর্জেন্তাইন কোরোনা আক্রান্ত হলেন ৷ তবে টুইট করে তিনি ভালো আছেন বলেও লেখেন এই ফরোয়ার্ড ৷

কোরোনা আক্রান্ত হয়েছেন AC মিলান ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনিও ৷ তাঁর 18 বছরের পুত্রকে আইসোলেশনে পাঠানো হয়েছে ৷

কোরোনা আক্রান্ত হয়েছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন ফুটবলার ফেলাইনিও ৷ সম্প্রতি চিনের লিগে খেলছিলেন তিনি ৷

তুরিন, 22 মার্চ : কোরোনা আক্রান্ত পাওলো দিবালা ৷ আর্জেন্তিনার জাতীয় দলের এই ফুটবলার ক্লাব ফুটবলে খেলেন জুভেন্তাসের হয়ে ৷ দিবালাকে নিয়ে মোট তিন জন জুভেন্তাস ফুটবলার কোরোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল ৷

নিজের টুইটার পেজে টুইট একথা জানান দিবালা নিজেই ৷ 11 মার্চ থেকে স্বেচ্ছায় কোয়ারান্টাইনে ছিলেন তিনি ৷ তবে তিনি একা আক্রান্ত নন একই সঙ্গে আক্রান্ত হয়েছেন তাঁর বান্ধবী ওরিয়ানাও ৷

  • Hola a todos, quería comunicarles que acabamos de recibir los resultados del test del Covid-19 y tanto Oriana como yo dimos positivo. Por fortuna nos encontramos en perfecto estado. Gracias por sus mensajes y un saludo a todos 💪🏼💪🏼💪🏼 pic.twitter.com/g1X1Qtx2S3

    — Paulo Dybala (@PauDybala_JR) March 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিবালাকে নিয়ে মোট তিন জন জুভেন্তাস ফুটবলার কোরোনা আক্রান্ত হলেন ৷ প্রথমে সেন্টার ব্যাক ড্যানিয়েল রুগানি ও ফ্রান্সের মাতুইদি পর এই আর্জেন্তাইন কোরোনা আক্রান্ত হলেন ৷ তবে টুইট করে তিনি ভালো আছেন বলেও লেখেন এই ফরোয়ার্ড ৷

কোরোনা আক্রান্ত হয়েছেন AC মিলান ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনিও ৷ তাঁর 18 বছরের পুত্রকে আইসোলেশনে পাঠানো হয়েছে ৷

কোরোনা আক্রান্ত হয়েছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন ফুটবলার ফেলাইনিও ৷ সম্প্রতি চিনের লিগে খেলছিলেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.