ETV Bharat / sports

আসছেন জনি অ্যাকোস্টা, বাদ পড়বেন জুয়ান মেরা? - East bengal

খারাপ সময়ে গত মরশুমে খেলে যাওয়া কোস্টারিকার বিশ্বকাপার জনি অ্যাকোস্টার শরণাপন্ন হয়েছে ইস্টবেঙ্গল ৷ ইতিমধ্যে জনির বর্তমান ক্লাব তাঁকে রিলিজ় দিয়েছে ৷ সম্ভবত আগামী সপ্তাহেই কলকাতায় পা দিতে চলেছেন অ্যাকোস্টা ৷

jhony acosta
জনি অ্যাকোস্টা
author img

By

Published : Feb 16, 2020, 10:09 PM IST

কলকাতা, 16 ফেব্রুয়ারি: সম্ভবত আগামী সপ্তাহে কলকাতায় পা দিতে চলেছেন জনি অ্যাকোস্টা । কোস্টারিকার এই বিশ্বকাপার ডিফেন্ডার ইতিমধ্যেই তাঁর বর্তমান ক্লাব থেকে রিলিজ় অর্ডার পেয়েছেন । ভিসার আবেদন করে এখন ভারতের বিমান ধরার অপেক্ষায় তিনি ।

একবছর আগে তাঁর দুরন্ত ডিফেন্সিভ দক্ষতা লাল-হলুদ রক্ষণকে নির্ভরতা দিয়েছিল । চলতি আই লিগে ইস্টবেঙ্গলের পরিস্থিতি খুব খারাপ ৷ মরশুমের শুরুতে কোস্টারিকার বিশ্বকাপার ডিফেন্ডারকে বাদ দিয়ে স্প্যানিশ ডিফেন্ডার মার্তি ক্রেসপিকে নিয়েছিলেন প্রাক্তন কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া । কিন্তু দলের লাগাতার হারে কোচের পদ থেকে পদত্যাগ করেন আলেয়ান্দ্রো । আর তাঁর সুপারিশে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে আসা বোরহা ফার্নান্দেজ আগেই ছেলের অসুস্থতার কারণে ফিরে গেছেন । এদিকে মার্তি ক্রেসপি অফ ফর্মের কারণে বাতিল হয়েছেন । ফলে মেহতাব সিং ও আসির আখতার ছাড়া লাল হলুদ ব্রিগেডে কোনও ডিফেন্ডার নেই । ফলে ইস্টবেঙ্গলের রক্ষণভাগ এখন নড়বড়ে । এই অবস্থায় নয়া কোচ মারিও রিবেরার সুপারিশে এবং ইস্টবেঙ্গলের ক্লাব কর্তাদের তৎপরতায় ফের লাল হলুদ জার্সি গায়ে চড়াতে চলেছেন অ্যাকোস্টা ৷

কোস্টারিকার যে ক্লাবে অ্যাকোস্টা বর্তমানে খেলছেন তারা ইতিমধ্যেই রিলিজ় দিয়েছে । তা সম্ভব হয়েছে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারের তৎপরতায় । কিন্তু এখন প্রশ্ন হল জনি অ্যাকোস্টা যোগ দিলে কোন বিদেশি বাদ পড়বেন? ইতিমধ্যে বেঙ্গালুরু FC-র মিডফিল্ডার ভিক্টর পেরেজ অ্যালেন্সোকে নিয়েছে ইস্টবেঙ্গল । ফলে কাশিম আইদারার বাদ যাওয়ার জোর সম্ভাবনা । কিন্তু কোচ আইদারাকে ছাড়তে রাজি নন । তিনি মাঝমাঠে অ্যালেন্সোর পাশে কাশিমকে খেলাতে চান । এদিকে ফর্মের ধারে কাছে নেই হাইমে কোলাডো‌ । তাঁকে বিদায় জানানোর অন্তরায় চুক্তির জটিলতা । 2021 সাল পর্যন্ত কোলাডোর চুক্তি রয়েছে । এই অবস্থায় তাঁকে রিলিজ় করতে হলে বিরাট অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে । ফলে স্প্যানিশ উইঙ্গার জুয়ান মেরা গঞ্জালেজ়কে হয়ত রিলিজ় ধরানো হবে । আরও এক স্প্যানিশ ফুটবলার মার্কোসের ফর্মে খুশি নন কোচ । তবে শুধুমাত্র ক্রোমাকে নিয়ে প্রতিপক্ষের গোলমুখ খোলা সম্ভব নয়, বুঝতে পারছেন সকলে । তাই মার্কোস এসপাদা হয়ত থাকছেন । সোমবার মুম্বইয়ে ইন্ডিয়ান অ্যারোজ়ের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল । এই অবস্থায় চার্চিলের বিরুদ্ধে গোয়ায় লাল-হলুদ জার্সিতে নামতে দেখা যেতে পারে অ্যাকোস্টাকে।

কলকাতা, 16 ফেব্রুয়ারি: সম্ভবত আগামী সপ্তাহে কলকাতায় পা দিতে চলেছেন জনি অ্যাকোস্টা । কোস্টারিকার এই বিশ্বকাপার ডিফেন্ডার ইতিমধ্যেই তাঁর বর্তমান ক্লাব থেকে রিলিজ় অর্ডার পেয়েছেন । ভিসার আবেদন করে এখন ভারতের বিমান ধরার অপেক্ষায় তিনি ।

একবছর আগে তাঁর দুরন্ত ডিফেন্সিভ দক্ষতা লাল-হলুদ রক্ষণকে নির্ভরতা দিয়েছিল । চলতি আই লিগে ইস্টবেঙ্গলের পরিস্থিতি খুব খারাপ ৷ মরশুমের শুরুতে কোস্টারিকার বিশ্বকাপার ডিফেন্ডারকে বাদ দিয়ে স্প্যানিশ ডিফেন্ডার মার্তি ক্রেসপিকে নিয়েছিলেন প্রাক্তন কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া । কিন্তু দলের লাগাতার হারে কোচের পদ থেকে পদত্যাগ করেন আলেয়ান্দ্রো । আর তাঁর সুপারিশে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে আসা বোরহা ফার্নান্দেজ আগেই ছেলের অসুস্থতার কারণে ফিরে গেছেন । এদিকে মার্তি ক্রেসপি অফ ফর্মের কারণে বাতিল হয়েছেন । ফলে মেহতাব সিং ও আসির আখতার ছাড়া লাল হলুদ ব্রিগেডে কোনও ডিফেন্ডার নেই । ফলে ইস্টবেঙ্গলের রক্ষণভাগ এখন নড়বড়ে । এই অবস্থায় নয়া কোচ মারিও রিবেরার সুপারিশে এবং ইস্টবেঙ্গলের ক্লাব কর্তাদের তৎপরতায় ফের লাল হলুদ জার্সি গায়ে চড়াতে চলেছেন অ্যাকোস্টা ৷

কোস্টারিকার যে ক্লাবে অ্যাকোস্টা বর্তমানে খেলছেন তারা ইতিমধ্যেই রিলিজ় দিয়েছে । তা সম্ভব হয়েছে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারের তৎপরতায় । কিন্তু এখন প্রশ্ন হল জনি অ্যাকোস্টা যোগ দিলে কোন বিদেশি বাদ পড়বেন? ইতিমধ্যে বেঙ্গালুরু FC-র মিডফিল্ডার ভিক্টর পেরেজ অ্যালেন্সোকে নিয়েছে ইস্টবেঙ্গল । ফলে কাশিম আইদারার বাদ যাওয়ার জোর সম্ভাবনা । কিন্তু কোচ আইদারাকে ছাড়তে রাজি নন । তিনি মাঝমাঠে অ্যালেন্সোর পাশে কাশিমকে খেলাতে চান । এদিকে ফর্মের ধারে কাছে নেই হাইমে কোলাডো‌ । তাঁকে বিদায় জানানোর অন্তরায় চুক্তির জটিলতা । 2021 সাল পর্যন্ত কোলাডোর চুক্তি রয়েছে । এই অবস্থায় তাঁকে রিলিজ় করতে হলে বিরাট অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে । ফলে স্প্যানিশ উইঙ্গার জুয়ান মেরা গঞ্জালেজ়কে হয়ত রিলিজ় ধরানো হবে । আরও এক স্প্যানিশ ফুটবলার মার্কোসের ফর্মে খুশি নন কোচ । তবে শুধুমাত্র ক্রোমাকে নিয়ে প্রতিপক্ষের গোলমুখ খোলা সম্ভব নয়, বুঝতে পারছেন সকলে । তাই মার্কোস এসপাদা হয়ত থাকছেন । সোমবার মুম্বইয়ে ইন্ডিয়ান অ্যারোজ়ের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল । এই অবস্থায় চার্চিলের বিরুদ্ধে গোয়ায় লাল-হলুদ জার্সিতে নামতে দেখা যেতে পারে অ্যাকোস্টাকে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.