ETV Bharat / sports

দলগঠনের তৎপরতা তুঙ্গে, ইস্টবেঙ্গলের পথে জেজে

কোচ নির্বাচন আগামী দুই দিনের মধ্যে সম্পূর্ণ করার পরিকল্পনা ইস্টবেঙ্গলের ।তারপর 18 জন ফুটবলারের নাম চূড়ান্ত করা হবে ।

Isl
Isl
author img

By

Published : Sep 22, 2020, 7:45 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর : ISL- এর এগারো নম্বর দল হিসেবে ইস্টবেঙ্গলের নাম ঘোষণা করেনি FSDL । তাদের এই বিলম্বে লাল হলুদ শিবিরের দল গোছানোর কাজও অগোছালো হয়ে পড়ে রয়েছে । কোনও কিছুই তারা সরকারিভাবে ঘোষণা করতে পারছে না । বিশেষ করে ধাক্কা লাগছে কোচ, ফুটবলার নির্বাচনে ।

ইতিমধ্যেই বিনিয়োগ সংস্থার তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে প্রথমে তারা ভালোমানের কোচ নির্বাচন করতে চায় । এই মর্মে তাদের হাতে বেশ কয়েকজন হেভিওয়েট কোচের বায়োডাটা এসে পৌঁছেছে । কথাবার্তা চলছে। শর্টলিস্ট করাও হয়েছে । সবকিছু ঠিক থাকলে স্পেনের ইউসেবিও স্যাক্রিস্টান কে লাল হলুদ কোচের হটসিটে দেখা যেতে পারে । স্পেন এবং বার্সেলোনার প্রাক্তনী, ফ্রাঙ্ক রাইকার্ডের অধীনে সহকারির ভূমিকা পালন করার অভিজ্ঞতা রয়েছে । পাশাপাশি মেসি-রোনাল্ডিনহোদের সঙ্গেও কাজ করেছেন তিনি । ইংল্যান্ডের রবি ফাউলারও কোচের দৌড়ে রয়েছেন । তবে ইস্টবেঙ্গলের বিনিয়োগকারীর পছন্দ স্যাক্রিস্টান ।

কোচ নির্বাচন আগামী দুই দিনের মধ্যে সম্পূর্ণ করার পরিকল্পনা ইস্টবেঙ্গলের ।তারপর 18 জন ফুটবলারের নাম চূড়ান্ত করা হবে । এবং সেটা হবে কোচের অনুমতি নিয়েই । কোচের পছন্দ অনুযায়ী সাত ফুটবলারকে নেওয়া হবে । 25জনের বেশি দলে নেওয়া হবে না । হাইমে স্যান্টোস কোলাডোকে দলে রাখার বিষয়টি কোচ ঠিক করবেন । তবে শোনা যাচ্ছে কোলাডো গোয়ার চার্চিলের পথে পা বাড়াচ্ছেন । অন্যদিকে ইস্টবেঙ্গলের জার্সিতে জেজে লালপেকলুয়াকে খেলতে দেখার সম্ভাবনা উজ্বল । চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা মিজোরামের স্ট্রাইকার এখন ফিট । চেন্নাইয়িন এফসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফ্রি ফুটবলার । তাছাড়া ভারতীয় দলে ফিরতে তিনি একাদশে নিয়মিত হতে চাইছেন । সেদিক থেকে ইস্টবেঙ্গলের প্রস্তাব অন্যান্য দলের তুলনায় তার কাছে আকর্ষণীয় ।

গোয়ায় হচ্ছে এবারের ISL । সব দল সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে । ইস্টবেঙ্গলের অন্তরায় শেষ মুহূর্তে ISL- এ অর্ন্তভুক্তি । এর জন্য তারা সাতদিন অতিরিক্ত সময় দাবি করেছে । তবে সবার আগে FSDL- এর পক্ষ থেকে ঘোষণা চাইছে লাল হলুদ । না হওয়া পর্যন্ত যাবতীয় প্রস্তুতি অগোছালো থেকে যাচ্ছে ।

কলকাতা, 22 সেপ্টেম্বর : ISL- এর এগারো নম্বর দল হিসেবে ইস্টবেঙ্গলের নাম ঘোষণা করেনি FSDL । তাদের এই বিলম্বে লাল হলুদ শিবিরের দল গোছানোর কাজও অগোছালো হয়ে পড়ে রয়েছে । কোনও কিছুই তারা সরকারিভাবে ঘোষণা করতে পারছে না । বিশেষ করে ধাক্কা লাগছে কোচ, ফুটবলার নির্বাচনে ।

ইতিমধ্যেই বিনিয়োগ সংস্থার তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে প্রথমে তারা ভালোমানের কোচ নির্বাচন করতে চায় । এই মর্মে তাদের হাতে বেশ কয়েকজন হেভিওয়েট কোচের বায়োডাটা এসে পৌঁছেছে । কথাবার্তা চলছে। শর্টলিস্ট করাও হয়েছে । সবকিছু ঠিক থাকলে স্পেনের ইউসেবিও স্যাক্রিস্টান কে লাল হলুদ কোচের হটসিটে দেখা যেতে পারে । স্পেন এবং বার্সেলোনার প্রাক্তনী, ফ্রাঙ্ক রাইকার্ডের অধীনে সহকারির ভূমিকা পালন করার অভিজ্ঞতা রয়েছে । পাশাপাশি মেসি-রোনাল্ডিনহোদের সঙ্গেও কাজ করেছেন তিনি । ইংল্যান্ডের রবি ফাউলারও কোচের দৌড়ে রয়েছেন । তবে ইস্টবেঙ্গলের বিনিয়োগকারীর পছন্দ স্যাক্রিস্টান ।

কোচ নির্বাচন আগামী দুই দিনের মধ্যে সম্পূর্ণ করার পরিকল্পনা ইস্টবেঙ্গলের ।তারপর 18 জন ফুটবলারের নাম চূড়ান্ত করা হবে । এবং সেটা হবে কোচের অনুমতি নিয়েই । কোচের পছন্দ অনুযায়ী সাত ফুটবলারকে নেওয়া হবে । 25জনের বেশি দলে নেওয়া হবে না । হাইমে স্যান্টোস কোলাডোকে দলে রাখার বিষয়টি কোচ ঠিক করবেন । তবে শোনা যাচ্ছে কোলাডো গোয়ার চার্চিলের পথে পা বাড়াচ্ছেন । অন্যদিকে ইস্টবেঙ্গলের জার্সিতে জেজে লালপেকলুয়াকে খেলতে দেখার সম্ভাবনা উজ্বল । চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা মিজোরামের স্ট্রাইকার এখন ফিট । চেন্নাইয়িন এফসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফ্রি ফুটবলার । তাছাড়া ভারতীয় দলে ফিরতে তিনি একাদশে নিয়মিত হতে চাইছেন । সেদিক থেকে ইস্টবেঙ্গলের প্রস্তাব অন্যান্য দলের তুলনায় তার কাছে আকর্ষণীয় ।

গোয়ায় হচ্ছে এবারের ISL । সব দল সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে । ইস্টবেঙ্গলের অন্তরায় শেষ মুহূর্তে ISL- এ অর্ন্তভুক্তি । এর জন্য তারা সাতদিন অতিরিক্ত সময় দাবি করেছে । তবে সবার আগে FSDL- এর পক্ষ থেকে ঘোষণা চাইছে লাল হলুদ । না হওয়া পর্যন্ত যাবতীয় প্রস্তুতি অগোছালো থেকে যাচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.