কলকাতা, 26 নভেম্বর : হুগো বুমোস এবং রয় কৃষ্ণাকে থামানোর বদলে, পুরো এটিকে মোহনবাগান দলকেই থামানোর কথা বলছেন এসসি ইস্টবেঙ্গল কোচ জোস ম্যানুয়াল ডিয়াজ ৷ শনিবার আইএসএল’র প্রথম ডার্বি (ISL Kolkata Derby) ৷ দুই দলই তাদের দ্বিতীয় ম্যাচে ডার্বির চ্যালেঞ্জ সামলাতে নামছে ৷ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় পেয়েছে সবুজ মেরুন ৷ অন্যদিকে, এসসি ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে ড্র করেছে (ISL 2021-22) ৷
ডার্বির মঞ্চে প্রতিপক্ষকে নিয়ে লাল-হলুদ কোচ বলছেন, ‘‘আমরা এটিকে মোহনবাগানের বিরুদ্ধে খেলছি কেবলমাত্র হুগো বুমোস, রয় কৃষ্ণার বিরুদ্ধে নয় ৷ হ্যাঁ ওরা দু’জনেই ভাল খেলোয়াড় ৷ তবে, দলের বাকি সদস্যদের সাহায্য প্রয়োজন ৷ তাই দু‘জন ফুটবলার নয়,পুরো দলকেই থামাতে চাইছি ৷’’
ইতিমধ্যে ডার্বি নিয়ে দুই শিবির তেতে উঠেছে (SC East Bengal vs ATK Mohun Bagan) ৷ রবি ফাওলারের ছেড়ে যাওয়া জুতোয় পা গলানোর পরে এসসি ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ বলেছিলেন, ডার্বির গুরুত্ব জানেন এবং সমর্থকদের মুখে হাসি ফোটানো তাঁর পাখির চোখ ৷ 24 ঘণ্টা আগে ম্যানুয়াল ডিয়াজ বলছেন, ‘‘কলকাতা ডার্বি আমাদের কাছে গুরুত্বপূর্ণ । আমি এই ম্যাচের গুরুত্ব জানি । সবে মাত্র দ্বিতীয় ম্যাচ হলেও, কোনও অজুহাত দিতে চাই না ৷ আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব ৷ কিন্তু, এটিকে মোহনবাগান শক্তিশালী দল ৷ ওদের কোচ আইএসএলে যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন ৷ আমাদের লক্ষ্য হবে ভুল কম করা এবং এটিকে মোহনবাগানের দুর্বলতাকে কাজে লাগানো ৷’’
আরও পড়ুন : Derby Countdown : ডার্বির মঞ্চে পঙ্গুও সেরাটা দিতে মরিয়া থাকবে, নস্টালজিক প্রাক্তনরা
ডারেন সিডোলের একাদশে সুযোগ পাওয়া নিয়ে কোনও কিছু জানাতে রাজি নয় লাল-হলুদ থিঙ্কট্যাঙ্ক ৷ (SC East Bengal Coach on Kolkata Derby) কারণ, সিডোল গুরুত্বপূর্ণ সদস্য হলেও দলের বাকিরাও প্রথম একাদশে জায়গা পাওয়ার বিষয়ে মুখিয়ে রয়েছে ৷ ডার্বিতে এসসি ইস্টবেঙ্গল ফেভারিট নয় আন্ডারডগ ৷ যদিও, সমালোচকদের এই তকমাকে পাত্তা দিতে নারাজ জোস ম্যানুয়াল ডিয়াজ । তাঁর মতে, দল তাঁদের শক্তির ওপর নির্ভর করে খেলবে ৷ প্রতিপক্ষ এটিকে মোহনবাগান শক্তিশালী হলেও, তাঁদের থামানোর জন্য ফুটবলাররা তৈরি বলে জানিয়েছেন ম্যানুয়াল ডিয়াজ ৷ হুগো বুমোস এবং রয় কৃষ্ণাকে আটকাতে ম্যান মার্কিং বা জোনাল মার্কিংয়ের ব্যবস্থা করার বদলে, অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন লাল-হলুদ কোচ ৷ তাঁর মতে, ‘‘ম্যাচের অবস্থান এবং পরিস্থিতির ওপর নির্ভর করবে ৷ যদি বল পেনাল্টি বক্সের সামনে থাকে, তাহলে ম্যান মার্কিংয়ের পরিকল্পনা কাজ করবে ৷’’
আরও পড়ুন : Bengal in Santosh Trophy : সিকিমকে হারিয়ে সন্তোষ ট্রফির মূলপর্বে বাংলা
প্রথম ম্যাচে এটিকে মোহনবাগানের আক্রমণ এবং এসসি ইস্টবেঙ্গলের রক্ষণভাগের আঁটোসাঁটো ভাব নজর কেড়েছে ৷ লাল-হলুদ কোচ বলছেন, ‘‘এটা অবশ্যই একদলের আক্রমণভাগের সঙ্গে অপর দলের রক্ষণভাগের দ্বৈরথ নয় ৷ এটিকে মোহনবাগান গত কয়েক মরশুম ধরেই ভাল খেলছে । এসসি ইস্টবেঙ্গল কেবলমাত্র একটি মরশুম খেলেছে, সেটাই পার্থক্য ৷’’ ডার্বিতে শুধুমাত্র রক্ষণ সামলে বাজিমাত করা যাবে না, বুঝতে পারছে এসসি ইস্টবেঙ্গল ৷ নিখুঁত পাস খেলে, সুযোগকে কাজে লাগাতে হবে বলে মনে করেন ৷ তাই প্রতিপক্ষের এক বা দু’জন ফুটবলার নয়, গোটা দলকেই সমীহ করছে এসসি ইস্টবেঙ্গল ৷