কলকাতা, 27 নভেম্বর : দিয়াগো আর্মান্দো মারাদোনার অন্তিম যাত্রায় জনপ্লাবন প্রমাণ করে তাঁর জনপ্রিয়তা । তাই কলকাতা ডার্বিতেও বিষাদের ছায়া থাকবে তা আশ্চর্যের কিছু নয় । SC ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলার নিজের টুইটার অ্যাকাউন্টে DM 10 নিয়ে শোকজ্ঞাপন করেছেন । ডার্বির আগে সাংবাদিক বৈঠকে নিজের মানসিক বিপর্যস্ততার কথাও গোপন রাখতে পারেননি ।
নতুন চাকরিতে প্রথম অ্যাসাইনমেন্টে নামার 24 ঘণ্টা আগে মানসিক বিপর্যস্ততা নিঃসন্দেহে ফোকাস ঠিক রাখার অন্তরায় হয়ে দাঁড়াতে পারে । কিন্তু রবি ফাওলার বলছেন, মারাদোনা সবসময়ই সেরা থাকবেন । তবে সবকিছু সরিয়ে তাঁরা ডার্বিতে চোখ রাখছেন । লিভারপুল লেজেন্ড এদেশে পা দিয়ে বুঝতে পেরেছেন ফুটবল বিশ্বে ভারত পিছিয়ে থাকা শক্তি হলেও এই খেলা ঘিরে আবেগ এখানে খরস্রোতা । তাই সামান্য ভুলে "প্রতিযোগিতার প্রথম ম্যাচ, প্রস্তুতির কম সময়" অজুহাত শুক্রবারের 90 মিনিট পরে মান্ডভীতে ভাসিয়ে দিতে সমর্থকরা দেরি করবেন না । তাই নিজেদের প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে ফাওলার বলেন,"সময় কম পেলেও আমরা তৈরি । সম্পূর্ণভাবে তৈরি । কয়েকজনের সামান্য চোট রয়েছে । কিন্তু তা বড় সমস্যা নয় ।"
"জো ডর গয়া ও মর গ্যায়া" সেলিম জাভেদের লেখা চিত্রনাট্যের অমর শব্দ এই ম্যাচের ওয়ান লাইনার । কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে রয় কৃষ্ণের গোল এবং অন্য খামতি ফাওলারের নোটবুকে জায়গা পেয়েছে । ফিজির স্ট্রাইকারের জন্য মার্টি স্টেইনম্যানকে বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে । টিম মিটিং এবং তার বাইরেও একাধিকবার ফুটবলারদের সঙ্গে নিয়ে ম্যাচ লাল-হলুদ চাণক্য দেখেছেন বলে খবর। প্রথম থেকে আক্রমণাত্মক ফুটবলের ইঙ্গিত দিয়েছেন তিনি । তবে এক্ষেত্রে ইংলিশ ফুটবলের কিক অ্যান্ড রান পদ্ধতি নয় ফাওলারের পছন্দ তাঁর গুরু রাফায়েল বেনিতেসের পাসের বন্যা । ইস্টবেঙ্গলের থিম সং "এলো এলো" র মধ্যেও ফাওলারের পাসিং ফুটবলের ইঙ্গিত । ড্যানি ফক্সকে অধিনায়ক এবং পিলকিংটনকে সহ অধিনায়ক ঘোষণা করে ফুটবলারদের দ্রুত জায়গা বদল করে প্রতিপক্ষকে চাপে রাখার নির্দেশ দিয়েছেন। এক্ষেত্রে জেজে লালপেকলুহাকে ফ্রি খেলিয়ে প্রতিপক্ষের রক্ষণকে ব্যাকফুটে রাখাই লক্ষ্য ।
আন্তেনিও লোপেজ হাবাস ISL-র চিরকালীন অ্যাংরি ওল্ডম্যান । দলের সেরাটা বের করতে তিনি হার্ডটাস্ক মাস্টার । রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, এডু গার্সিয়ারা দলের সাফল্যের প্রাণভোমরা হলেও তার জন্য বাড়তি গুরুত্ব হাবাসের নোটবুকে নেই । সেখানে দলের নবাগত সদস্য এবং সিনিয়র ফুটবলার সবাই একাসনে । ব্যক্তি নয় দল, এই "হাবাসবাদ" স্প্যানিশ চাণক্যের সাফল্যের গোপন কথা । সোসাইরাজের চোট পরিকল্পনায় ধাক্কা দিলেও শুভাশিস বসুকে দিয়ে তাঁর প্ল্যান B রেডি। প্রতিপক্ষ SC ইস্টবেঙ্গলকে শ্রদ্ধা করলেও হালকা কটাক্ষ হাবাসের মুখে । নির্লিপ্তভাবে বলেছেন,"ভালো দল গড়ে তোলার জন্য ভালো ফুটবলার থাকার পাশাপাশি কোচের পরিকল্পনার সঙ্গে মানিয়ে নেওয়া জরুরি । আমাদের দলেও ভালো ফুটবলার রয়েছে । তবে প্রথম ম্যাচ ডার্বি হওয়ায় ইস্টবেঙ্গল বাড়তি সুবিধা পাবে বলে মনে করি না। বরং একটা ম্যাচ খেলে মাঠে নামা আমাদের জন্য ইতিবাচক । একইভাবে বলা যায় ইস্টবেঙ্গলের পক্ষে ব্যাপারটি খারাপ নয় । কারণ ওদের দেখার সুযোগ পাওয়া যায়নি ।’’ "ব্র্যাড ইনমান-এর "ইনপুট" নিয়ে ফাওলারের কৌশলের হদিস পাওয়ার চেষ্টায় হাবাস । ISL-এ তিনি অভিজ্ঞ এবং সফল । তাই সাফল্যের রথে ডার্বির পালক যোগ করতে চাইবেন ধরে নেওয়াই যায় ।