ETV Bharat / sports

কোরোনার জের, বাতিলের পথে আই লিগ ? - i league

চলতি মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান । চারটি রাউন্ড বাকি থাকতেই কিবু ভিকুনার ছেলেরা খেতাব দখলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে । কিন্তু লিগ শেষ হয়নি । ফলে ট্রফি যেমন মোহনবাগানের হাতে তুলে দেওয়া যায়নি তেমনই লিগের বাকি দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান তা ঠিক করা যাচ্ছে না । কোন দলের ওপর অবনমনের খাড়া নামবে, তা হলপ করে বলা যাচ্ছে না ।

image
মোহনবাগান
author img

By

Published : Mar 27, 2020, 11:53 PM IST

কলকাতা, 27 মার্চ : আই লিগ শেষ হবে কীভাবে? প্রশ্নটা এখন ফুটবল মহলে বড় হয়ে দেখা দিয়েছে । দেশ জুড়ে লকডাউন । সবক্ষেত্রের খেলাধুলা বন্ধ । অলিম্পিক পিছিয়ে গিয়েছে । নতুন মরশুমের বড় প্রতিযোগিতা শুরু হবে কী না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে । এশিয়া কাপ ক্রিকেটের আয়োজন, IPL- এর ভাগ্য কোন পথে তা নিয়ে আলোচনা চলছে । কিন্তু মরশুমের বেলাশেষে যে সমস্ত প্রতিযোগিতা শেষ পর্যায়ে তাদের ভবিষ্যত কোন পথে তা নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে । সেই তালিকায় সবচেয়ে বড় অস্বস্তি আই লিগের ভবিষ্যৎ নিয়ে ।

চলতি মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান । চারটি রাউন্ড বাকি থাকতেই কিবু ভিকুনার ছেলেরা খেতাব দখলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে । কিন্তু লিগ শেষ হয়নি । ফলে ট্রফি যেমন মোহনবাগানের হাতে তুলে দেওয়া যায়নি তেমনই লিগের বাকি দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান তা ঠিক করা যাচ্ছে না । কোন দলের ওপর অবনমনের খাড়া নামবে, তা হলপ করে বলা যাচ্ছে না । কোন দুটো দলের অবনমন হবে তা বোঝা গেলেও তা বেশ কয়েকটি যদি কিন্তুর ওপর নির্ভর করবে । ফলে আই লিগের শেষ ম্যাচ না হওয়া পর্যন্ত এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় । তাই আই লিগ বাতিলের সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে ।

ফেডারেশনের অন্যতম শীর্ষ কর্তা বলছেন তারা শীঘ্রই এই ব্যাপারে আলোচনায় বসবেন । কারন কোরোনা ভাইরাস পরবর্তী সময়ে যাবতীয় কর্মকাণ্ডের পরিকল্পনা ধাক্কা খেয়েছে । ইস্টবেঙ্গল ইতিমধ্যে ফেডারেশনকে চিঠি দিয়েছে । লাল-হলুদের প্রশ্নগুলো আপাত ভাবে অর্থহীন মনে হয়েছিল । কিন্তু বর্তমান অবস্থায় দাঁড়িয়ে প্রশ্নগুলো ফেলে দেওয়া যাচ্ছে না, বলছেন ফেডারেশনের কর্তাটি । নয়াদিল্লিতে ফুটবল হাউজে আপাতত ছুটির আবহ । সচিব কুশল দাস পুরো বিষয়টির ওপর নজর রাখছেন । তিনিও আলোচনা করার কথা বলছেন । ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল প্যাটেলকে পরিস্থিতি জানানো হয়েছে । তিনিও অবস্থা স্বাভাবিক হওয়ার ওপর জোর দিচ্ছেন ।

আলোচনা করার কথা সরকারি ভাবে বলা হলেও, আই লিগ যে বাতিলের পথে তা নামপ্রকাশে অনিচ্ছুক এক ফেডারেশন কর্তা জানিয়েছেন । তার ব্যাখ্যা, AFC মোহনবাগানকে চ্যাম্পিয়ন ঘোষণা করার কথা বলেছে । ফলে কিবু ভিকুনাদের হাতে ট্রফি তুলে দেওয়ার কোনও বাধা নেই । এবার আই লিগ কমিটি একটি মিটিং ডাকবে । সেখানে পরিস্থিতি পর্যালোচনা করা হবে । 14এপ্রিল অবধি লকডাউন । যা পরিস্থিতি তাতে হয়তো এই সময়সীমা আরও সাতদিন বাড়তে পারে । ফলে 22এপ্রিল থেকে আই লিগ চালু করার উদ্যোগ শুরু করা যাবে । অংশগ্রহণকারী দলগুলোকে অন্তত 15দিন তৈরি হওয়ার সময় দিতে হবে । সেই সময় মাঠ তৈরি করা, যাতায়াতের ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার বিষয়টি জরুরি ।ফলে মে মাসের প্রথম সপ্তাহের আগে আই লিগের বল গড়ানো সম্ভব নয় ।

মোহনবাগানের হাতে ট্রফি তুলে দেওয়ার পাশাপাশি পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা অনুসারে পুরস্কার মূল্য তুলে দেওয়া হবে । আর হয়তো লিগ বাতিলের সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হলে অবনমন থাকবে না ।

দ্বিতীয় ডিভিশন আই লিগের ভবিষ্যৎ কী হবে?নতুন দলের প্রথম ডিভিশনে উঠে আসার বিষয়টি কী হবে? নামপ্রকাশে অনিচ্ছুক কর্তাটি বলছেন দ্বিতীয় ডিভিশন লিগ নিয়ে কবে গুরুত্ব দিয়ে ভাবনা চিন্তা হয়েছে । আর ISL একনম্বর লিগের তকমা পেয়ে যাওয়ায় আই লিগ দ্বিতীয় ডিভিশনের অবস্থা আরও শোচনীয় ।

কলকাতা, 27 মার্চ : আই লিগ শেষ হবে কীভাবে? প্রশ্নটা এখন ফুটবল মহলে বড় হয়ে দেখা দিয়েছে । দেশ জুড়ে লকডাউন । সবক্ষেত্রের খেলাধুলা বন্ধ । অলিম্পিক পিছিয়ে গিয়েছে । নতুন মরশুমের বড় প্রতিযোগিতা শুরু হবে কী না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে । এশিয়া কাপ ক্রিকেটের আয়োজন, IPL- এর ভাগ্য কোন পথে তা নিয়ে আলোচনা চলছে । কিন্তু মরশুমের বেলাশেষে যে সমস্ত প্রতিযোগিতা শেষ পর্যায়ে তাদের ভবিষ্যত কোন পথে তা নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে । সেই তালিকায় সবচেয়ে বড় অস্বস্তি আই লিগের ভবিষ্যৎ নিয়ে ।

চলতি মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান । চারটি রাউন্ড বাকি থাকতেই কিবু ভিকুনার ছেলেরা খেতাব দখলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে । কিন্তু লিগ শেষ হয়নি । ফলে ট্রফি যেমন মোহনবাগানের হাতে তুলে দেওয়া যায়নি তেমনই লিগের বাকি দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান তা ঠিক করা যাচ্ছে না । কোন দলের ওপর অবনমনের খাড়া নামবে, তা হলপ করে বলা যাচ্ছে না । কোন দুটো দলের অবনমন হবে তা বোঝা গেলেও তা বেশ কয়েকটি যদি কিন্তুর ওপর নির্ভর করবে । ফলে আই লিগের শেষ ম্যাচ না হওয়া পর্যন্ত এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় । তাই আই লিগ বাতিলের সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে ।

ফেডারেশনের অন্যতম শীর্ষ কর্তা বলছেন তারা শীঘ্রই এই ব্যাপারে আলোচনায় বসবেন । কারন কোরোনা ভাইরাস পরবর্তী সময়ে যাবতীয় কর্মকাণ্ডের পরিকল্পনা ধাক্কা খেয়েছে । ইস্টবেঙ্গল ইতিমধ্যে ফেডারেশনকে চিঠি দিয়েছে । লাল-হলুদের প্রশ্নগুলো আপাত ভাবে অর্থহীন মনে হয়েছিল । কিন্তু বর্তমান অবস্থায় দাঁড়িয়ে প্রশ্নগুলো ফেলে দেওয়া যাচ্ছে না, বলছেন ফেডারেশনের কর্তাটি । নয়াদিল্লিতে ফুটবল হাউজে আপাতত ছুটির আবহ । সচিব কুশল দাস পুরো বিষয়টির ওপর নজর রাখছেন । তিনিও আলোচনা করার কথা বলছেন । ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল প্যাটেলকে পরিস্থিতি জানানো হয়েছে । তিনিও অবস্থা স্বাভাবিক হওয়ার ওপর জোর দিচ্ছেন ।

আলোচনা করার কথা সরকারি ভাবে বলা হলেও, আই লিগ যে বাতিলের পথে তা নামপ্রকাশে অনিচ্ছুক এক ফেডারেশন কর্তা জানিয়েছেন । তার ব্যাখ্যা, AFC মোহনবাগানকে চ্যাম্পিয়ন ঘোষণা করার কথা বলেছে । ফলে কিবু ভিকুনাদের হাতে ট্রফি তুলে দেওয়ার কোনও বাধা নেই । এবার আই লিগ কমিটি একটি মিটিং ডাকবে । সেখানে পরিস্থিতি পর্যালোচনা করা হবে । 14এপ্রিল অবধি লকডাউন । যা পরিস্থিতি তাতে হয়তো এই সময়সীমা আরও সাতদিন বাড়তে পারে । ফলে 22এপ্রিল থেকে আই লিগ চালু করার উদ্যোগ শুরু করা যাবে । অংশগ্রহণকারী দলগুলোকে অন্তত 15দিন তৈরি হওয়ার সময় দিতে হবে । সেই সময় মাঠ তৈরি করা, যাতায়াতের ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার বিষয়টি জরুরি ।ফলে মে মাসের প্রথম সপ্তাহের আগে আই লিগের বল গড়ানো সম্ভব নয় ।

মোহনবাগানের হাতে ট্রফি তুলে দেওয়ার পাশাপাশি পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা অনুসারে পুরস্কার মূল্য তুলে দেওয়া হবে । আর হয়তো লিগ বাতিলের সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হলে অবনমন থাকবে না ।

দ্বিতীয় ডিভিশন আই লিগের ভবিষ্যৎ কী হবে?নতুন দলের প্রথম ডিভিশনে উঠে আসার বিষয়টি কী হবে? নামপ্রকাশে অনিচ্ছুক কর্তাটি বলছেন দ্বিতীয় ডিভিশন লিগ নিয়ে কবে গুরুত্ব দিয়ে ভাবনা চিন্তা হয়েছে । আর ISL একনম্বর লিগের তকমা পেয়ে যাওয়ায় আই লিগ দ্বিতীয় ডিভিশনের অবস্থা আরও শোচনীয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.