ETV Bharat / sports

স্টেডিয়ামে ঢোকায় গ্রেপ্তার, প্রতিবাদে আত্মহত্যা ইরানের ব্লু গার্লের - football-ban protest

1981 সাল থেকে ইরানে স্টেডিয়ামে গিয়ে মেয়েদের ফুটবল খেলা দেখা নিষিদ্ধ । হাফ প্যান্ট পরা ছেলেদের দেখা নাকি মেয়েদের পক্ষে হারাম । ইরানের নীতি পুলিশের এমনটাই মত । কিন্তু সাহার খোদায়ারি যেন অন্য ধাতুতে গড়া । তাই প্রিয় দলের হয়ে গলা চড়াতে ছেলেদের পোশাক পরেই স্টেডিয়ামে হাজির হতেন তিনি ।

স্টেডিয়ামে ঢোকায় গ্রেপ্তার, প্রতিবাদে আত্মহত্যা ইরানের ব্লু গার্লের
author img

By

Published : Sep 12, 2019, 2:05 PM IST

তেহরান, 12 সেপ্টেম্বর : ইরানের ফুটবল ফ্যান সাহার খোদায়ারি (29) খেলা দেখতে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেছিলেন পুরুষের বেশে । নীতি পুলিশের হাতে ধরা পড়েন তিনি । আদালত তাঁকে ছয় মাসের কারাবাসের সাজা শোনায় । এই রায়ের প্রতিবাদে তিনি গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন । গোটা ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে ।

1981 সাল থেকে ইরানে স্টেডিয়ামে গিয়ে মেয়েদের ফুটবল খেলা দেখা নিষিদ্ধ । হাফ প্যান্ট পরা ছেলেদের দেখা নাকি মেয়েদের পক্ষে হারাম । ইরানের নীতি পুলিশের এমনটাই মত । কিন্তু সাহার খোদায়ারি যেন অন্য ধাতুতে গড়া । তাই প্রিয় দলের হয়ে গলা চড়াতে ছেলেদের পোশাক পরেই স্টেডিয়ামে হাজির হতেন তিনি । গত মার্চে ব্লু গার্ল নামে পরিচিত সাহার তাঁর প্রিয় ইরানি ফুটবল ক্লাব এস্তেগলালের খেলা দেখতে পুরুষের পোশাকে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন । নীল রঙের পরচুলা পরেছিলেন তিনি । গায়ে ছিল ওভারকোট । তার পরও স্টেডিয়ামে ঢোকার সময় ধরা পড়ে যান । পরিচয় জানাজানি হওয়ায় মামলা হয় তাঁর বিরুদ্ধে ।

এরপরও এই নিয়মের বিরুদ্ধে ও সরকারের বিরুদ্ধে লড়াই জারি রেখেছিলেন তিনি । আদালতের রায় শোনার পরেই 2 সেপ্টেম্বর প্রতিবাদ জানাতে গায়ে আগুন দেন । চলতি সপ্তাহে তেহরানের এক হাসপাতালে তাঁর মৃত্যু হয় ।

এই ঘটনার পরই প্রতিবাদে সরব হয়েছেন ইরানের মহিলা-পুরুষ নির্বিশেষে বহু মানুষ । বায়ার্ন মিউনিখে খেলা ইরানের বিখ্যাত ফুটবলার আলি কিরিমি এই ঘটনার প্রতিবাদে তাঁর সমর্থকদের স্টেডিয়ামে ম্যাচ দেখতে যাওয়া বয়কট করতে বলেছেন । ইট্যালির বিখ্যাত ক্লাব রোমাও সাহার মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন ।

এদিকে কাঠগড়ায় তোলা হয়েছে FIFA-কেও । ইরানের এই নিয়মকে FIFA কেন মেনে নিয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই । অনেকেই ইরান ফুটবল ফেডারেশনকে ব্যান করার জন্য FIFA-র কাছে দাবি তুলেছেন । FIFA জানিয়েছে, ইরানের মেয়েরা যাতে মাঠে গিয়ে খেলা দেখতে পারে তা নিয়ে সে দেশের সরকারের সঙ্গে কথা বলবেন ।

তেহরান, 12 সেপ্টেম্বর : ইরানের ফুটবল ফ্যান সাহার খোদায়ারি (29) খেলা দেখতে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেছিলেন পুরুষের বেশে । নীতি পুলিশের হাতে ধরা পড়েন তিনি । আদালত তাঁকে ছয় মাসের কারাবাসের সাজা শোনায় । এই রায়ের প্রতিবাদে তিনি গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন । গোটা ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে ।

1981 সাল থেকে ইরানে স্টেডিয়ামে গিয়ে মেয়েদের ফুটবল খেলা দেখা নিষিদ্ধ । হাফ প্যান্ট পরা ছেলেদের দেখা নাকি মেয়েদের পক্ষে হারাম । ইরানের নীতি পুলিশের এমনটাই মত । কিন্তু সাহার খোদায়ারি যেন অন্য ধাতুতে গড়া । তাই প্রিয় দলের হয়ে গলা চড়াতে ছেলেদের পোশাক পরেই স্টেডিয়ামে হাজির হতেন তিনি । গত মার্চে ব্লু গার্ল নামে পরিচিত সাহার তাঁর প্রিয় ইরানি ফুটবল ক্লাব এস্তেগলালের খেলা দেখতে পুরুষের পোশাকে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন । নীল রঙের পরচুলা পরেছিলেন তিনি । গায়ে ছিল ওভারকোট । তার পরও স্টেডিয়ামে ঢোকার সময় ধরা পড়ে যান । পরিচয় জানাজানি হওয়ায় মামলা হয় তাঁর বিরুদ্ধে ।

এরপরও এই নিয়মের বিরুদ্ধে ও সরকারের বিরুদ্ধে লড়াই জারি রেখেছিলেন তিনি । আদালতের রায় শোনার পরেই 2 সেপ্টেম্বর প্রতিবাদ জানাতে গায়ে আগুন দেন । চলতি সপ্তাহে তেহরানের এক হাসপাতালে তাঁর মৃত্যু হয় ।

এই ঘটনার পরই প্রতিবাদে সরব হয়েছেন ইরানের মহিলা-পুরুষ নির্বিশেষে বহু মানুষ । বায়ার্ন মিউনিখে খেলা ইরানের বিখ্যাত ফুটবলার আলি কিরিমি এই ঘটনার প্রতিবাদে তাঁর সমর্থকদের স্টেডিয়ামে ম্যাচ দেখতে যাওয়া বয়কট করতে বলেছেন । ইট্যালির বিখ্যাত ক্লাব রোমাও সাহার মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন ।

এদিকে কাঠগড়ায় তোলা হয়েছে FIFA-কেও । ইরানের এই নিয়মকে FIFA কেন মেনে নিয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই । অনেকেই ইরান ফুটবল ফেডারেশনকে ব্যান করার জন্য FIFA-র কাছে দাবি তুলেছেন । FIFA জানিয়েছে, ইরানের মেয়েরা যাতে মাঠে গিয়ে খেলা দেখতে পারে তা নিয়ে সে দেশের সরকারের সঙ্গে কথা বলবেন ।

Intro:Body:



        HYDERABAD GANESH IMMERSION STARTED



    HYDERABAD BIGGEST FESTIVAL GANESH IMMERSION STARTED early hours today. THE GAINT KHAIRATABAD GANESH IDOL STARTED HIS YATRA TO HUSSIN SAGAR FOR IMMERSION.

    STATE OFFICIALS MADE BIG ARRAGEMENTS FOR SMOOTH FUNCITON OF SHOBA YATRA. TOTAL 35THOUSAND POLICE ON DUTY. 

    Hyderabad traffic police have imposed traffic restrictions throughout the procession route. The restrictions will be in place from 6 am for at least 30 hours until the Ganesh procession culminates. 

    Police said they will monitor the traffic with the help of Google Maps to avoid traffic snarls. Keeping in mind five deaths in road accidents reported during last year’s procession, police suggested the youth to take safety measures.

    


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.