ETV Bharat / sports

East Bengal : চুক্তির মূল খসড়া এল ইস্টবেঙ্গলে, কর্তাদের স্বাক্ষরের সম্মতির অপেক্ষায় লগ্নিকারী

author img

By

Published : Aug 16, 2021, 10:21 PM IST

চুক্তি জট মিটবে বলে আশাবাদী দু'পক্ষই ৷ ইস্টবেঙ্গল সমর্থকরাও সেদিকে তাকিয়ে ৷ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা প্রকাশ করেছেন, এবছর আইএসএল খেলবে ইস্টবেঙ্গল ৷ চুক্তির মূল খসড়া ক্লাবে চলে আসার পর এখন সমস্যা মিটবে কি না, সেটাই দেখার ৷

investor-sends-original-draft-of-agreement-to-east-bengal-club
চুক্তির মূল খসড়া এল ইস্টবেঙ্গলে, কর্তাদের স্বাক্ষরের সম্মতির অপেক্ষায় লগ্নিকারী

কলকাতা, 16 অগস্ট : ইস্টবেঙ্গল বনাম লগ্নিকারীর চুক্তি বিতর্ক এখন শেষধাপে । সোমবার সন্ধ্যাবেলায় লাল হলুদের শীর্ষ কর্তার মৌখিক সম্মতির ভিত্তিতে চুক্তির মূল খসড়া ক্লাবে পাঠিয়ে দিল লগ্নিকারী সংস্থা । এখন ক্লাবের কোর্টে বল । তারা কোন দিন কখন স্বাক্ষর করবে তা জানানোর পরে লগ্নিকারীর তরফে আইনি কাগজপত্র তৈরি করার পর্ব শুরু করা হবে ।

লগ্নিকারী সংস্থার তরফে এক কর্তা বলেন, "আমরা যত তাড়াতাড়ি কাগজপত্র পাব তত সময় হাতে পাব । ক্লাবের তরফে স্বাক্ষর করার মৌখিক সম্মতি পাওয়ার পরেই আমরা মূল খসড়া পাঠিয়ে দিয়েছি । এর আগেও মুখে অনেক কিছু বলেছে । তারপর তা রক্ষা করেনি । আশা করব এবার তা হবে না ৷"

ক্লাবের কার্যকরী কমিটির শেষ বৈঠকে চুক্তি বিতর্কে দ্রুত ইতি টানার কথা বলা হয়েছিল । ছোটখাটো বিষয়ের মতভেদ সমস্যা হবে না বলে জানানো হয়েছিল । ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বলেছেন, "চুক্তি বিতর্ক চলতি সপ্তাহে মিটে যাবে । মূল খসড়া আসলেই স্বাক্ষর করে দেব ৷ এই ব্যাপারে সম্মতি জানিয়ে দিয়েছি ।"

এই সংক্রান্ত খবর : ইস্টবেঙ্গলকে চুক্তির মূল খসড়া পাঠিয়ে দেবে লগ্নিকারী

এদিকে সূত্রের খবর, চূড়ান্ত খসড়ায় সদস্য সংক্রান্ত তথ্যপঞ্জি এবং ক্লাব তাঁবু ব্যবহারের বিষয়ে শর্তাবলীর কোনও বদল নেই । কর্তারা সদস্যদের তথ্যপঞ্জি দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন । এখনও ক্লাব তাঁবু ব্যবহারের বিষয়ে সম্মতি দেননি । অর্থাৎ সেই এনওসি দেওয়ার বিষয়ে এখনও ক্লাবের দোলাচল অব্যাহত । কর্তারা দ্রুত এই নিয়ে সিদ্ধান্ত নেবেন আশা করা হচ্ছে । এবং বৈঠকে বসেছেন।


শীর্ষকর্তার মৌখিক সম্মতিতে মূল খসড়া ক্লাবে চলে আসায় এখন বল সম্পূর্ণ ভাবে লেসলি ক্লডিয়াস সরণিতে । অন্তত মন্দের ভাল দল গড়ার যে সুযোগ সামান্য হলেও রয়েছে, তা রক্ষার বিষয়টি কর্তাদের । সমর্থকদের সামনে মুখরক্ষার লড়াইয়ে চাপে ক্লাব ।

কলকাতা, 16 অগস্ট : ইস্টবেঙ্গল বনাম লগ্নিকারীর চুক্তি বিতর্ক এখন শেষধাপে । সোমবার সন্ধ্যাবেলায় লাল হলুদের শীর্ষ কর্তার মৌখিক সম্মতির ভিত্তিতে চুক্তির মূল খসড়া ক্লাবে পাঠিয়ে দিল লগ্নিকারী সংস্থা । এখন ক্লাবের কোর্টে বল । তারা কোন দিন কখন স্বাক্ষর করবে তা জানানোর পরে লগ্নিকারীর তরফে আইনি কাগজপত্র তৈরি করার পর্ব শুরু করা হবে ।

লগ্নিকারী সংস্থার তরফে এক কর্তা বলেন, "আমরা যত তাড়াতাড়ি কাগজপত্র পাব তত সময় হাতে পাব । ক্লাবের তরফে স্বাক্ষর করার মৌখিক সম্মতি পাওয়ার পরেই আমরা মূল খসড়া পাঠিয়ে দিয়েছি । এর আগেও মুখে অনেক কিছু বলেছে । তারপর তা রক্ষা করেনি । আশা করব এবার তা হবে না ৷"

ক্লাবের কার্যকরী কমিটির শেষ বৈঠকে চুক্তি বিতর্কে দ্রুত ইতি টানার কথা বলা হয়েছিল । ছোটখাটো বিষয়ের মতভেদ সমস্যা হবে না বলে জানানো হয়েছিল । ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বলেছেন, "চুক্তি বিতর্ক চলতি সপ্তাহে মিটে যাবে । মূল খসড়া আসলেই স্বাক্ষর করে দেব ৷ এই ব্যাপারে সম্মতি জানিয়ে দিয়েছি ।"

এই সংক্রান্ত খবর : ইস্টবেঙ্গলকে চুক্তির মূল খসড়া পাঠিয়ে দেবে লগ্নিকারী

এদিকে সূত্রের খবর, চূড়ান্ত খসড়ায় সদস্য সংক্রান্ত তথ্যপঞ্জি এবং ক্লাব তাঁবু ব্যবহারের বিষয়ে শর্তাবলীর কোনও বদল নেই । কর্তারা সদস্যদের তথ্যপঞ্জি দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন । এখনও ক্লাব তাঁবু ব্যবহারের বিষয়ে সম্মতি দেননি । অর্থাৎ সেই এনওসি দেওয়ার বিষয়ে এখনও ক্লাবের দোলাচল অব্যাহত । কর্তারা দ্রুত এই নিয়ে সিদ্ধান্ত নেবেন আশা করা হচ্ছে । এবং বৈঠকে বসেছেন।


শীর্ষকর্তার মৌখিক সম্মতিতে মূল খসড়া ক্লাবে চলে আসায় এখন বল সম্পূর্ণ ভাবে লেসলি ক্লডিয়াস সরণিতে । অন্তত মন্দের ভাল দল গড়ার যে সুযোগ সামান্য হলেও রয়েছে, তা রক্ষার বিষয়টি কর্তাদের । সমর্থকদের সামনে মুখরক্ষার লড়াইয়ে চাপে ক্লাব ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.