ETV Bharat / sports

মারাদোনার ব্য়ক্তিগত চিকিৎসকের বাড়ি ও অফিসে তল্লাশি পুলিশের - মারাদোনার মৃত্য়ু

সান ইসিড্রো প্রসিকিউটরের অফিসের একটি বিবৃতি অনুযায়ী, এদিন আদালতের তরফে তদন্তকারীরা মারাদোনার পরিজনদের কাছ থেকে একটি বয়ান নেন ৷ তাঁরাই গত বুধবার মারাদোনা মারা যাওয়ার আগে, তিনি যে চিকিৎসা পদ্ধতির মধ্য়ে দিয়ে যাচ্ছিলেন তাঁর তদন্ত করছেন ৷ যে বয়ানে বলা হয়েছে, তদন্তকারীরা মারাদোনার চিকিৎসা সংক্রান্ত সব তথ্য় সুরক্ষিত করতে চান ৷

investigators-search-doctors-office-probing-maradona-death
মারাদোনার ব্য়ক্তিগত চিকিৎসকের বাড়ি ও অফিসে তল্লাশি পুলিশের
author img

By

Published : Nov 30, 2020, 9:00 PM IST

বুয়েনস আইরেস, 30 নভেম্বর : প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার মৃত্য়ুতে এবার তাঁর ব্য়ক্তিগত চিকিৎসকের বাড়ি এবং অফিসে তল্লাশি চালাল পুলিশ ৷ ফুটবল রাজপুত্রের মৃত্য়ু তদন্তের একটা অংশ হিসেবে পুলিশের তরফে জানানো হয়েছে ৷ আজ রীতিমতো কড়া পুলিশি প্রহরার মধ্য়ে নিউরোলজ়িস্ট চিকিৎসক লিওপলডো লিউগের বুয়েনস আইরেসের বাড়িতে ও অফিসে তল্লাশি চলে ৷

সান ইসিড্রো প্রসিকিউটরের অফিসের একটি বিবৃতি অনুযায়ী, এদিন আদালতের তরফে তদন্তকারীরা মারাদোনার পরিজনদের কাছ থেকে একটি বয়ান নেন ৷ তাঁরাই গত বুধবার মারাদোনা মারা যাওয়ার আগে, তিনি যে চিকিৎসা পদ্ধতির মধ্য়ে দিয়ে যাচ্ছিলেন তাঁর তদন্ত করছেন ৷ যে বয়ানে বলা হয়েছে, তদন্তকারীরা মারাদোনার চিকিৎসা সংক্রান্ত সব তথ্য় সুরক্ষিত করতে চান ৷ গত বৃহস্পতিবারই জনা 24 মানুষের জমায়েতে ফুটবল তারকাকে সমাধিস্থ করা হয় ৷ তবে, মারাদোনার শোভাযাত্রা দেখার জন্য় রাস্তার দু’ধারে 10 হাজারেরও বেশি মানুষ জড়ো হয়েছিলেন ৷

গত বুধবার বুয়েনস আইরেসের বাইরে একটি বাড়িতে তাঁর মৃত্য়ু হয় ৷ সেখানেই মস্তিষ্কের অস্ত্রোপচারের পর সুস্থ হচ্ছিলেন ৷ 3 নভেম্বর থেকে তিনি সেখানেই ছিলেন ৷ এর আগেও লম্বা মেডিকেল কেয়ারে থাকতে হয়েছিল মারাদোনাকে ৷ যার অধিকাংশটাই তাঁর মাদকাসক্তির জন্য় ৷

বুয়েনস আইরেস, 30 নভেম্বর : প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার মৃত্য়ুতে এবার তাঁর ব্য়ক্তিগত চিকিৎসকের বাড়ি এবং অফিসে তল্লাশি চালাল পুলিশ ৷ ফুটবল রাজপুত্রের মৃত্য়ু তদন্তের একটা অংশ হিসেবে পুলিশের তরফে জানানো হয়েছে ৷ আজ রীতিমতো কড়া পুলিশি প্রহরার মধ্য়ে নিউরোলজ়িস্ট চিকিৎসক লিওপলডো লিউগের বুয়েনস আইরেসের বাড়িতে ও অফিসে তল্লাশি চলে ৷

সান ইসিড্রো প্রসিকিউটরের অফিসের একটি বিবৃতি অনুযায়ী, এদিন আদালতের তরফে তদন্তকারীরা মারাদোনার পরিজনদের কাছ থেকে একটি বয়ান নেন ৷ তাঁরাই গত বুধবার মারাদোনা মারা যাওয়ার আগে, তিনি যে চিকিৎসা পদ্ধতির মধ্য়ে দিয়ে যাচ্ছিলেন তাঁর তদন্ত করছেন ৷ যে বয়ানে বলা হয়েছে, তদন্তকারীরা মারাদোনার চিকিৎসা সংক্রান্ত সব তথ্য় সুরক্ষিত করতে চান ৷ গত বৃহস্পতিবারই জনা 24 মানুষের জমায়েতে ফুটবল তারকাকে সমাধিস্থ করা হয় ৷ তবে, মারাদোনার শোভাযাত্রা দেখার জন্য় রাস্তার দু’ধারে 10 হাজারেরও বেশি মানুষ জড়ো হয়েছিলেন ৷

গত বুধবার বুয়েনস আইরেসের বাইরে একটি বাড়িতে তাঁর মৃত্য়ু হয় ৷ সেখানেই মস্তিষ্কের অস্ত্রোপচারের পর সুস্থ হচ্ছিলেন ৷ 3 নভেম্বর থেকে তিনি সেখানেই ছিলেন ৷ এর আগেও লম্বা মেডিকেল কেয়ারে থাকতে হয়েছিল মারাদোনাকে ৷ যার অধিকাংশটাই তাঁর মাদকাসক্তির জন্য় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.