ETV Bharat / sports

ইউরো কাপ ও কোপা আমেরিকার জোড়াফলা সামলাতে সাজছে কলকাতা - ইউরো 2020

কোপা আমেরিকায় মেসি বনাম নেইমার জুনিয়র ৷ অন্যদিকে, ইউরো কাপে রোনাল্ড, বেঞ্জিমা, এমবাপে, রামোস, মোরাতা, মুলারদের মতো ইউরোপিয়ান ফুটবলের তারকারা ৷ সব মিলিয়ে ফুটবল জ্বরে আচ্ছন্ন কলকাতা থেকে শহরতলির ফুটবলপ্রেমীরা । করোনা পরিস্থিতির মধ্যেও যে যাঁর দলকে সমর্থন করতে প্রস্তুত ৷

kolkata prepare for euro 2020 and copa america 2021
ইউরো কাপ ও কোপা আমেরিকার জোড়াফলা সামলাতে সাজছে কলকাতা
author img

By

Published : Jun 11, 2021, 7:42 PM IST

Updated : Jun 11, 2021, 8:19 PM IST

কলকাতা, 11 জুন : ইউরো কাপ 2020 ও কোপা আমেরিকা 2021’র জ্বর সামলাতে তৈরি শহর কলকাতা ৷ রাত জেগে ফুটবল সেলিব্রেশনের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছেন শহরতলির ফুটবলপ্রেমীরাও । ভারতীয় উপমহাদেশে ফুটবলের মক্কা বলা হয় কলকাতাকে । ফুটবলকে ঘিরে এমনিতেই দু’ভাগে ভাগ হয়ে যায় বাংলার আবেগ ৷ তা সে নিজের শহরের ক্লাব ফুটবল হোক বা আর্ন্তজাতিক আঙিনায় বড় ফুটবলের আসর । একদিকে ব্রাজিল অপরদিকে আর্জেন্টিনা ৷

এবার আবার জোড়া টুর্নামেন্ট ৷ একদিকে, কোপা আমেরিকায় মেসি বনাম নেইমার জুনিয়র ৷ অন্যদিকে, ইউরো কাপে রোনাল্ড, বেঞ্জিমা, এমবাপে, রামোস, মোরাতা, মুলারদের মতো ইউরোপিয়ান ফুটবলের তারকারা ৷ সব মিলিয়ে ফুটবল জ্বরে আচ্ছন্ন কলকাতা থেকে শহরতলির ফুটবলপ্রেমীরা । করোনা পরিস্থিতির মধ্যেও যে যাঁর দলকে সমর্থন করতে প্রস্তুত ৷

আরও পড়ুন : EURO 2020 : তুরস্কের বিরুদ্ধে হৃত গৌরব ফেরাতে তৈরি আজ্জুরিরা

অতিমারির জেরে একবছর পিছিয়ে শুরু হতে চলেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (euro 2020) । আজ 11 জুন ইউরো 2020-র ঢাকে কাঠি পড়তে চলেছে ৷ একই সঙ্গে আগামী 14 জুন থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকা (copa america 2021)। বিশ্বের সেরারা নিজেদের দেশের জার্সিতে পরস্পরের বিরুদ্ধে খেলবেন । দুই মহাদেশের ফুটবল সেরা হওয়ার যুদ্ধে বিশ্ব তোলপাড় । যার রেশ সীমান্তের সীমা না মেনে ছড়িয়ে পড়েছে সাত সমুদ্র পেরিয়ে পশ্চিমবঙ্গেও । এবার ইউরোর আসরে 24টি দেশের শ্রেষ্ঠত্বের লড়াই ৷ করোনা পরিস্থিতিতে 11টি দেশে আয়োজিত হচ্ছে ইউরো 2020 ৷

আরও পড়ুন : Copa America : কোপা আয়োজনে বাধা নেই, শর্ত চাপিয়ে অনুমতি দিল ব্রাজিলের শীর্ষ আদালত

ভৌগোলিক দূরত্বকে বাপী বাড়ি যা বলে কলকাতা এবং শহরতলির বিভিন্ন শহর তাদের মত করে সেজে উঠতে শুরু করেছে । কলকাতা শহরতলির বেলঘড়িয়ার নীলগঞ্জ রোড সংলগ্ন নবীন পল্লি সেজে উঠেছে ইউরো এবং কোপা আমেরিকায় অংশ নেওয়া বিভিন্ন দেশের পতাকা, ফ্ল্যাগ এবং কাট আউটে । যা ফুটবল জ্বরের সাক্ষ্য বহণ করছে ।

কলকাতা, 11 জুন : ইউরো কাপ 2020 ও কোপা আমেরিকা 2021’র জ্বর সামলাতে তৈরি শহর কলকাতা ৷ রাত জেগে ফুটবল সেলিব্রেশনের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছেন শহরতলির ফুটবলপ্রেমীরাও । ভারতীয় উপমহাদেশে ফুটবলের মক্কা বলা হয় কলকাতাকে । ফুটবলকে ঘিরে এমনিতেই দু’ভাগে ভাগ হয়ে যায় বাংলার আবেগ ৷ তা সে নিজের শহরের ক্লাব ফুটবল হোক বা আর্ন্তজাতিক আঙিনায় বড় ফুটবলের আসর । একদিকে ব্রাজিল অপরদিকে আর্জেন্টিনা ৷

এবার আবার জোড়া টুর্নামেন্ট ৷ একদিকে, কোপা আমেরিকায় মেসি বনাম নেইমার জুনিয়র ৷ অন্যদিকে, ইউরো কাপে রোনাল্ড, বেঞ্জিমা, এমবাপে, রামোস, মোরাতা, মুলারদের মতো ইউরোপিয়ান ফুটবলের তারকারা ৷ সব মিলিয়ে ফুটবল জ্বরে আচ্ছন্ন কলকাতা থেকে শহরতলির ফুটবলপ্রেমীরা । করোনা পরিস্থিতির মধ্যেও যে যাঁর দলকে সমর্থন করতে প্রস্তুত ৷

আরও পড়ুন : EURO 2020 : তুরস্কের বিরুদ্ধে হৃত গৌরব ফেরাতে তৈরি আজ্জুরিরা

অতিমারির জেরে একবছর পিছিয়ে শুরু হতে চলেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (euro 2020) । আজ 11 জুন ইউরো 2020-র ঢাকে কাঠি পড়তে চলেছে ৷ একই সঙ্গে আগামী 14 জুন থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকা (copa america 2021)। বিশ্বের সেরারা নিজেদের দেশের জার্সিতে পরস্পরের বিরুদ্ধে খেলবেন । দুই মহাদেশের ফুটবল সেরা হওয়ার যুদ্ধে বিশ্ব তোলপাড় । যার রেশ সীমান্তের সীমা না মেনে ছড়িয়ে পড়েছে সাত সমুদ্র পেরিয়ে পশ্চিমবঙ্গেও । এবার ইউরোর আসরে 24টি দেশের শ্রেষ্ঠত্বের লড়াই ৷ করোনা পরিস্থিতিতে 11টি দেশে আয়োজিত হচ্ছে ইউরো 2020 ৷

আরও পড়ুন : Copa America : কোপা আয়োজনে বাধা নেই, শর্ত চাপিয়ে অনুমতি দিল ব্রাজিলের শীর্ষ আদালত

ভৌগোলিক দূরত্বকে বাপী বাড়ি যা বলে কলকাতা এবং শহরতলির বিভিন্ন শহর তাদের মত করে সেজে উঠতে শুরু করেছে । কলকাতা শহরতলির বেলঘড়িয়ার নীলগঞ্জ রোড সংলগ্ন নবীন পল্লি সেজে উঠেছে ইউরো এবং কোপা আমেরিকায় অংশ নেওয়া বিভিন্ন দেশের পতাকা, ফ্ল্যাগ এবং কাট আউটে । যা ফুটবল জ্বরের সাক্ষ্য বহণ করছে ।

Last Updated : Jun 11, 2021, 8:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.