ETV Bharat / sports

SC East Bengal Performance : "আমাদের দল অতটাও খারাপ নয়", মন্তব্য ইস্টবেঙ্গলের অন্তর্বর্তী কোচ রেনেডি সিংয়ের

ইস্টবেঙ্গল দলের (East Bengal Performance) ভাল খেলার ক্ষমতা রয়েছে বলে আশা প্রকাশ করলেন দলের অন্তর্বর্তী কোচ রেনেডি সিং। পাশাপাশি সমর্থকদের পাশে থাকার বার্তাও দেন তিনি ৷

East Bengal Performance
এই দলের ভাল খেলার ক্ষমতা রয়েছে: রেনেডি সিং
author img

By

Published : Dec 30, 2021, 8:41 AM IST

কলকাতা, 30 ডিসেম্বর: কঠিন সময়ে এসে ইস্টবেঙ্গল দলের দায়িত্ব নিয়েছেন রেনেডি সিং (East Bengal Performance)। আইএসএলে আটটি ম্যাচের মধ্যে একটাও ম্যাচ জিততে পারেনি লাল-হলুদ ফুটবলাররা । ব্যর্থতার বোঝা নিজের কাঁধে নিয়ে দায়িত্ব থেকে সরে গিয়েছেন কোচ মানোলো দিয়াজ । অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন রেনেডি সিং । নর্থইস্টের বিরুদ্ধে ভাল খেলতে না পারলেও হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ভাল খেলেছে দল এমনটাই মনে করেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক । রেনেডি সিং বলেন, "নর্থইস্টের বিরুদ্ধে আমরা ভাল খেলতে পারিনি ৷ তবে দলের ছেলেরা হায়দরাবাদের বিরুদ্ধে দারুণ খেলেছে । শেষ কয়েকদিনের অনুশীলনেও পরিশ্রম করেছে ছেলেরা । আশা করব আমরা ভাল ফল করতে পারব ।"

কোনও ম্যাচেই তিন পয়েন্ট পায়নি এসসি ইস্টবেঙ্গল । তবুও তালিকার প্রথম দিকে থাকা বেশকিছু দলের বিরুদ্ধে ভাল খেলেছে । এটাই কিছুটা অক্সিজেন যোগাচ্ছে এসসি ইস্টবেঙ্গলকে । রেনেডি আরও বলেন, "হারলে দলের মনোবল তলানিতে চলে যায় । আমরা তালিকায় প্রথম দিকে থাকা কিছু দল যেমন কেরল ব্লাস্টার্স, হায়দরাবাদ এফসি, জামসেদপুর এফসি-র বিরুদ্ধে আমরা ভাল খেলেছি । এতেই বোঝা যাচ্ছে, আমরা টেবিলের শেষ জায়গায় থাকলেও আমাদের দল অতটা খারাপ নয় । "

আরও পড়ুন: মানোলো দিয়াজের সঙ্গে সম্পর্ক ছিন্ন ইস্টবেঙ্গলের, অস্থায়ী দায়িত্বে রেনেডি

নতুন দায়িত্ব নেওয়ার পর তিনি বলেন, "আমি দলের ফুটবলারদের বলেছি মনে কর সব ম্যাচই তোমাদের শেষ ম্যাচ । আমাদের পরিশ্রম করতে হবে । এই দলটার ভাল কিছু করার ক্ষমতা রয়েছে । " সমর্থকদের হতাশার কথাও ভালভাবেই জানেন রেনেডি । সেই কথা মাথায় রেখেই ভাল ফুটবল খেলার জন্য ছেলেদের উদ্বুদ্ধ করছেন এসসি ইস্টবেঙ্গলের অন্তর্বর্তী প্রধান কোচ । সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, "আমি সমর্থকদের বলব আমাদের সমর্থন করুন, পাশে থাকুন ।"

কলকাতা, 30 ডিসেম্বর: কঠিন সময়ে এসে ইস্টবেঙ্গল দলের দায়িত্ব নিয়েছেন রেনেডি সিং (East Bengal Performance)। আইএসএলে আটটি ম্যাচের মধ্যে একটাও ম্যাচ জিততে পারেনি লাল-হলুদ ফুটবলাররা । ব্যর্থতার বোঝা নিজের কাঁধে নিয়ে দায়িত্ব থেকে সরে গিয়েছেন কোচ মানোলো দিয়াজ । অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন রেনেডি সিং । নর্থইস্টের বিরুদ্ধে ভাল খেলতে না পারলেও হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ভাল খেলেছে দল এমনটাই মনে করেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক । রেনেডি সিং বলেন, "নর্থইস্টের বিরুদ্ধে আমরা ভাল খেলতে পারিনি ৷ তবে দলের ছেলেরা হায়দরাবাদের বিরুদ্ধে দারুণ খেলেছে । শেষ কয়েকদিনের অনুশীলনেও পরিশ্রম করেছে ছেলেরা । আশা করব আমরা ভাল ফল করতে পারব ।"

কোনও ম্যাচেই তিন পয়েন্ট পায়নি এসসি ইস্টবেঙ্গল । তবুও তালিকার প্রথম দিকে থাকা বেশকিছু দলের বিরুদ্ধে ভাল খেলেছে । এটাই কিছুটা অক্সিজেন যোগাচ্ছে এসসি ইস্টবেঙ্গলকে । রেনেডি আরও বলেন, "হারলে দলের মনোবল তলানিতে চলে যায় । আমরা তালিকায় প্রথম দিকে থাকা কিছু দল যেমন কেরল ব্লাস্টার্স, হায়দরাবাদ এফসি, জামসেদপুর এফসি-র বিরুদ্ধে আমরা ভাল খেলেছি । এতেই বোঝা যাচ্ছে, আমরা টেবিলের শেষ জায়গায় থাকলেও আমাদের দল অতটা খারাপ নয় । "

আরও পড়ুন: মানোলো দিয়াজের সঙ্গে সম্পর্ক ছিন্ন ইস্টবেঙ্গলের, অস্থায়ী দায়িত্বে রেনেডি

নতুন দায়িত্ব নেওয়ার পর তিনি বলেন, "আমি দলের ফুটবলারদের বলেছি মনে কর সব ম্যাচই তোমাদের শেষ ম্যাচ । আমাদের পরিশ্রম করতে হবে । এই দলটার ভাল কিছু করার ক্ষমতা রয়েছে । " সমর্থকদের হতাশার কথাও ভালভাবেই জানেন রেনেডি । সেই কথা মাথায় রেখেই ভাল ফুটবল খেলার জন্য ছেলেদের উদ্বুদ্ধ করছেন এসসি ইস্টবেঙ্গলের অন্তর্বর্তী প্রধান কোচ । সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, "আমি সমর্থকদের বলব আমাদের সমর্থন করুন, পাশে থাকুন ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.