কলকাতা, 30 ডিসেম্বর: কঠিন সময়ে এসে ইস্টবেঙ্গল দলের দায়িত্ব নিয়েছেন রেনেডি সিং (East Bengal Performance)। আইএসএলে আটটি ম্যাচের মধ্যে একটাও ম্যাচ জিততে পারেনি লাল-হলুদ ফুটবলাররা । ব্যর্থতার বোঝা নিজের কাঁধে নিয়ে দায়িত্ব থেকে সরে গিয়েছেন কোচ মানোলো দিয়াজ । অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন রেনেডি সিং । নর্থইস্টের বিরুদ্ধে ভাল খেলতে না পারলেও হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ভাল খেলেছে দল এমনটাই মনে করেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক । রেনেডি সিং বলেন, "নর্থইস্টের বিরুদ্ধে আমরা ভাল খেলতে পারিনি ৷ তবে দলের ছেলেরা হায়দরাবাদের বিরুদ্ধে দারুণ খেলেছে । শেষ কয়েকদিনের অনুশীলনেও পরিশ্রম করেছে ছেলেরা । আশা করব আমরা ভাল ফল করতে পারব ।"
কোনও ম্যাচেই তিন পয়েন্ট পায়নি এসসি ইস্টবেঙ্গল । তবুও তালিকার প্রথম দিকে থাকা বেশকিছু দলের বিরুদ্ধে ভাল খেলেছে । এটাই কিছুটা অক্সিজেন যোগাচ্ছে এসসি ইস্টবেঙ্গলকে । রেনেডি আরও বলেন, "হারলে দলের মনোবল তলানিতে চলে যায় । আমরা তালিকায় প্রথম দিকে থাকা কিছু দল যেমন কেরল ব্লাস্টার্স, হায়দরাবাদ এফসি, জামসেদপুর এফসি-র বিরুদ্ধে আমরা ভাল খেলেছি । এতেই বোঝা যাচ্ছে, আমরা টেবিলের শেষ জায়গায় থাকলেও আমাদের দল অতটা খারাপ নয় । "
আরও পড়ুন: মানোলো দিয়াজের সঙ্গে সম্পর্ক ছিন্ন ইস্টবেঙ্গলের, অস্থায়ী দায়িত্বে রেনেডি
নতুন দায়িত্ব নেওয়ার পর তিনি বলেন, "আমি দলের ফুটবলারদের বলেছি মনে কর সব ম্যাচই তোমাদের শেষ ম্যাচ । আমাদের পরিশ্রম করতে হবে । এই দলটার ভাল কিছু করার ক্ষমতা রয়েছে । " সমর্থকদের হতাশার কথাও ভালভাবেই জানেন রেনেডি । সেই কথা মাথায় রেখেই ভাল ফুটবল খেলার জন্য ছেলেদের উদ্বুদ্ধ করছেন এসসি ইস্টবেঙ্গলের অন্তর্বর্তী প্রধান কোচ । সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, "আমি সমর্থকদের বলব আমাদের সমর্থন করুন, পাশে থাকুন ।"