ETV Bharat / sports

চোটের কবলে জবি জাস্টিন, অনিশ্চিত ISL-এ - এটিকে-মোহনবাগান

স্প্যানিশ কোচ দলের অনুশীলনের রাশ আলগা করতে নারাজ । দুবেলা অনুশীলন করাচ্ছেন‌ । 20 নভেম্বর ISL-এ বল গড়াচ্ছে । তার আগে 14 নভেম্বর সবুজ-মেরুন ব্রিগেড FC গোয়ার বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে ।

জবি জাস্টিন
জবি জাস্টিন
author img

By

Published : Oct 31, 2020, 10:24 PM IST

কলকাতা, 31 অক্টোবর : চোটের ধাক্কা সবুজ-মেরুন শিবিরে । অনুশীলনে চোট পেলেন এটিকে-মোহনবাগানের স্ট্রাইকার জবি জাস্টিন । কেরালার স্ট্রাইকারের হাঁটুর চোট । যা সারতে সময় লাগবে বলে খবর । তিন দিন আগে চোট পেয়েছিলেন । মনে করা হচ্ছে আসন্ন ISL-এ হয়ত তাঁকে আর পাবে না এটিকে-মোহনবাগান ।

স্প্যানিশ কোচ দলের অনুশীলনের রাশ আলগা করতে নারাজ । দুবেলা অনুশীলন করাচ্ছেন‌ । 20 নভেম্বর ISL -এ বল গড়াচ্ছে । তার আগে 14 নভেম্বর সবুজ-মেরুন ব্রিগেড FC গোয়ার বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে । হাবাস ইতিমধ্যে বলেছেন তিনি ISL -এর বাকি দলগুলোকে গুরুত্ব দিয়ে দেখছেন । প্রতিটি ম্যাচ তাঁর দলের কাছে গুরুত্বপূর্ণ । আপাতত খেতাব রক্ষার চ্যালেঞ্জ সামলাতে তারা তৈরি ।

আরও পড়ুন :-20 তারিখ শুরু ISL, ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ মোহনবাগানের সঙ্গে

এদিকে ISL -এর বিঞ্জাপন ঘিরে মোহনবাগানের সমর্থকদের উষ্মা বাড়ছে । যা দেখে এটিকে-মোহনবাগানের বোর্ড অব ডিরেক্টরে থাকা দেবাশিস দত্ত বিষয়টি ISL কর্তৃপক্ষের নজরে আনার দাবি তুলেছেন । এবং এই ব্যাপারে যাতে সমর্থকদের আবেগ আঘাত প্রাপ্ত না হয় সে ব্যাপারে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে । এখন দেখার ISL কর্তৃপক্ষ কীভাবে পুরো বিষয়টি সামলায় ।

প্রসঙ্গত ISL যে বিজ্ঞাপন বাজারে নিয়ে এসেছে তাতে সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছেন । তাঁর মাধ্যমেই কলকাতার ফুটবলের চিরকালীন লড়াইয়ের ঐতিহ্য তুলে ধরার কথা বলা হয়েছে । যা পছন্দ হয়নি মোহনবাগানের সমর্থকদের । শুধু তাই নয়, জার্সির রং বদলের বিষয়টি যেভাবে দেখানো হয়েছে তা আপত্তি রয়েছে মোহনবাগানের সমর্থকদের । তাঁরা সোশাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইয়ে দিয়েছেন । এমনকী সমালোচনা করা হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়েরও ।

কলকাতা, 31 অক্টোবর : চোটের ধাক্কা সবুজ-মেরুন শিবিরে । অনুশীলনে চোট পেলেন এটিকে-মোহনবাগানের স্ট্রাইকার জবি জাস্টিন । কেরালার স্ট্রাইকারের হাঁটুর চোট । যা সারতে সময় লাগবে বলে খবর । তিন দিন আগে চোট পেয়েছিলেন । মনে করা হচ্ছে আসন্ন ISL-এ হয়ত তাঁকে আর পাবে না এটিকে-মোহনবাগান ।

স্প্যানিশ কোচ দলের অনুশীলনের রাশ আলগা করতে নারাজ । দুবেলা অনুশীলন করাচ্ছেন‌ । 20 নভেম্বর ISL -এ বল গড়াচ্ছে । তার আগে 14 নভেম্বর সবুজ-মেরুন ব্রিগেড FC গোয়ার বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে । হাবাস ইতিমধ্যে বলেছেন তিনি ISL -এর বাকি দলগুলোকে গুরুত্ব দিয়ে দেখছেন । প্রতিটি ম্যাচ তাঁর দলের কাছে গুরুত্বপূর্ণ । আপাতত খেতাব রক্ষার চ্যালেঞ্জ সামলাতে তারা তৈরি ।

আরও পড়ুন :-20 তারিখ শুরু ISL, ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ মোহনবাগানের সঙ্গে

এদিকে ISL -এর বিঞ্জাপন ঘিরে মোহনবাগানের সমর্থকদের উষ্মা বাড়ছে । যা দেখে এটিকে-মোহনবাগানের বোর্ড অব ডিরেক্টরে থাকা দেবাশিস দত্ত বিষয়টি ISL কর্তৃপক্ষের নজরে আনার দাবি তুলেছেন । এবং এই ব্যাপারে যাতে সমর্থকদের আবেগ আঘাত প্রাপ্ত না হয় সে ব্যাপারে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে । এখন দেখার ISL কর্তৃপক্ষ কীভাবে পুরো বিষয়টি সামলায় ।

প্রসঙ্গত ISL যে বিজ্ঞাপন বাজারে নিয়ে এসেছে তাতে সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছেন । তাঁর মাধ্যমেই কলকাতার ফুটবলের চিরকালীন লড়াইয়ের ঐতিহ্য তুলে ধরার কথা বলা হয়েছে । যা পছন্দ হয়নি মোহনবাগানের সমর্থকদের । শুধু তাই নয়, জার্সির রং বদলের বিষয়টি যেভাবে দেখানো হয়েছে তা আপত্তি রয়েছে মোহনবাগানের সমর্থকদের । তাঁরা সোশাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইয়ে দিয়েছেন । এমনকী সমালোচনা করা হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়েরও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.