ETV Bharat / sports

ভারতীয় মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা করোনা আক্রান্ত

author img

By

Published : Jun 5, 2021, 7:48 PM IST

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক কুশল দাস পিটিআইকে জানান, অনিরুদ্ধ থাপা করোনা পজিটিভ ৷ বর্তমানে তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে ৷ সামনের কয়েকদিনের মধ্যে ফের থাপার করোনা পরীক্ষা করা হবে ৷

অনিরুদ্ধ থাপা করোনা আক্রান্ত
অনিরুদ্ধ থাপা করোনা আক্রান্ত

নয়াদিল্লি, 5 জুন : করোনা আক্রান্ত ভারতের মিড ফিল্ডার অনিরুদ্ধ থাপা (Anirudh Thapa) ৷ ভারতীয় দলের সঙ্গে দোহাতে আছেন তিনি ৷ তবে বর্তমানে তাঁকে হোটেলের আলাদা রুমে কোয়ারান্টিনে রাখা হয়েছে ৷ ফিফা বিশ্বকাপ 2022 (FIFA World Cup 2022) ও এশিয়ান কাপ 2023 যোগ্যতা নির্ণায়ক ম্যাচ খেলার জন্য ভারতীয় ফুটবলাররা বর্তমানে দোহাতে আছেন ৷

সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া অনুযায়ী, বুধবার থাপার করোনা রিপোর্ট পজ়িটিভ আসে ৷ বৃহস্পতিবার এশিয়া চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে খেলেননি থাপা ৷

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক কুশল দাস পিটিআইকে জানান, অনিরুদ্ধ থাপা করোনা পজিটিভ ৷ বর্তমানে তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে ৷ সামনের কয়েকদিনের মধ্যে ফের থাপার করোনা পরীক্ষা করা হবে ৷

আরও পড়ুন : Team India : ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার মতো অপ্রতিরোধ্যর তকমা পাবে ভারত ?

দোহাতে বিশ্বকাপ যোগ্যতা নির্ণায়ক ম্যাচে কাতারের বিরুদ্ধে 1-0 গোলে হারে ভারত ৷ যদিও আগেই বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লড়াই থেকে ছিটকে গিয়েছিল সুনীল ছেত্রীর ভারত ৷ এশিয়ান কোয়ালিফায়ারে পৌঁছাতে ইগর স্টিম্যাচের ছেলেদের সামনের দুটি ম্যাচ থেকে 6 পয়েন্ট তুলতে হবে ৷ সেই লক্ষ্যে 7 জুন ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ ও 15 জুন ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান ৷

নয়াদিল্লি, 5 জুন : করোনা আক্রান্ত ভারতের মিড ফিল্ডার অনিরুদ্ধ থাপা (Anirudh Thapa) ৷ ভারতীয় দলের সঙ্গে দোহাতে আছেন তিনি ৷ তবে বর্তমানে তাঁকে হোটেলের আলাদা রুমে কোয়ারান্টিনে রাখা হয়েছে ৷ ফিফা বিশ্বকাপ 2022 (FIFA World Cup 2022) ও এশিয়ান কাপ 2023 যোগ্যতা নির্ণায়ক ম্যাচ খেলার জন্য ভারতীয় ফুটবলাররা বর্তমানে দোহাতে আছেন ৷

সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া অনুযায়ী, বুধবার থাপার করোনা রিপোর্ট পজ়িটিভ আসে ৷ বৃহস্পতিবার এশিয়া চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে খেলেননি থাপা ৷

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক কুশল দাস পিটিআইকে জানান, অনিরুদ্ধ থাপা করোনা পজিটিভ ৷ বর্তমানে তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে ৷ সামনের কয়েকদিনের মধ্যে ফের থাপার করোনা পরীক্ষা করা হবে ৷

আরও পড়ুন : Team India : ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার মতো অপ্রতিরোধ্যর তকমা পাবে ভারত ?

দোহাতে বিশ্বকাপ যোগ্যতা নির্ণায়ক ম্যাচে কাতারের বিরুদ্ধে 1-0 গোলে হারে ভারত ৷ যদিও আগেই বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লড়াই থেকে ছিটকে গিয়েছিল সুনীল ছেত্রীর ভারত ৷ এশিয়ান কোয়ালিফায়ারে পৌঁছাতে ইগর স্টিম্যাচের ছেলেদের সামনের দুটি ম্যাচ থেকে 6 পয়েন্ট তুলতে হবে ৷ সেই লক্ষ্যে 7 জুন ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ ও 15 জুন ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.