ETV Bharat / sports

নেপালকে গোলের মালা পরিয়ে SAFF জয় ভারতের - India beat Nepal

5 টি ম্যাচে 28 গোল করে সাফ কাপ চ্যাম্পিয়ন হল ভারত ৷ গোটা চ্যাম্পিয়নশিপে একটাও গোল হজম করেনি বিবিয়ানো ফার্নান্ডেজ়ের ছেলেরা ৷ ফাইনালে ভাপকের বিরুদ্ধে নেপাল উড়ে গেল 7-0 গোলে৷ দুরন্ত হ্যাটট্রিক করে ফাইনালের নায়ক শ্রীদার্থ নংমেইকাপাম ৷

ভারত
author img

By

Published : Aug 31, 2019, 11:17 PM IST

কল্যাণী, 31 অগাস্ট : নেপালকে 7-0 গোলে উড়িয়ে অনূর্ধ্ব 15 SAFF চ্যাম্পিয়নশিপ জিতল ভারত ৷ দুরন্ত হ্যাটট্রিক করে ম্যাচের নায়ক শ্রীদার্থ নংমেইকাপাম ৷ কল্যাণী স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বিবিয়ানো ফার্নান্ডেজ়ের ছেলেরা নেপালের টুঁটি চেপে ধরে ৷ গোলের দরজা খোলার জন্য ক্রমশ নেপাল বক্সে চাপ বাড়াতে থাকে শ্রীদার্থ, অমনদীপ, শিবাজিৎরা৷

15 মিনিটে নেপাল রক্ষণের দেওয়াল ভাঙেন মাহেসন সিং ৷ 1-0 গোলে এগিয়ে যাওয়ার পর বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে মেন ইন ব্লু ৷ 42 মিনিটে ভারতের দ্বিতীয় গোল আসে অমনদীপের পা থেকে ৷ তিন মিনিট পর ব্যবধান 3-0 করে শিবাজিৎ৷

দ্বিতীয়ার্ধে সেই একই ছবি ৷ ভারতীয় আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি নেপাল রক্ষণ ৷ 51 মিনিটে ভারতের চতুর্থ গোল করে শ্রীদার্থ ৷ এর পর 65 মিনিটে ভারতের পঞ্চম গোল করে সুপার সাব হিমাংশু জ্যাংরা ৷ 76 আর 80 মিনিটে পর পর দুটো গোল করে নেপালের কফিনে শেষ পেরেক পুঁতে হ্যাটট্রিক করে শ্রীদার্থ ৷

5 টি ম্যাচে 28 গোল করে সাফ কাপ চ্যাম্পিয়ন হল ভারত ৷ গোটা চ্যাম্পিয়নশিপে একটাও গোল হজম করেনি বিবিয়ানো ফার্নান্ডেজ়ের ছেলেরা ৷

কল্যাণী, 31 অগাস্ট : নেপালকে 7-0 গোলে উড়িয়ে অনূর্ধ্ব 15 SAFF চ্যাম্পিয়নশিপ জিতল ভারত ৷ দুরন্ত হ্যাটট্রিক করে ম্যাচের নায়ক শ্রীদার্থ নংমেইকাপাম ৷ কল্যাণী স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বিবিয়ানো ফার্নান্ডেজ়ের ছেলেরা নেপালের টুঁটি চেপে ধরে ৷ গোলের দরজা খোলার জন্য ক্রমশ নেপাল বক্সে চাপ বাড়াতে থাকে শ্রীদার্থ, অমনদীপ, শিবাজিৎরা৷

15 মিনিটে নেপাল রক্ষণের দেওয়াল ভাঙেন মাহেসন সিং ৷ 1-0 গোলে এগিয়ে যাওয়ার পর বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে মেন ইন ব্লু ৷ 42 মিনিটে ভারতের দ্বিতীয় গোল আসে অমনদীপের পা থেকে ৷ তিন মিনিট পর ব্যবধান 3-0 করে শিবাজিৎ৷

দ্বিতীয়ার্ধে সেই একই ছবি ৷ ভারতীয় আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি নেপাল রক্ষণ ৷ 51 মিনিটে ভারতের চতুর্থ গোল করে শ্রীদার্থ ৷ এর পর 65 মিনিটে ভারতের পঞ্চম গোল করে সুপার সাব হিমাংশু জ্যাংরা ৷ 76 আর 80 মিনিটে পর পর দুটো গোল করে নেপালের কফিনে শেষ পেরেক পুঁতে হ্যাটট্রিক করে শ্রীদার্থ ৷

5 টি ম্যাচে 28 গোল করে সাফ কাপ চ্যাম্পিয়ন হল ভারত ৷ গোটা চ্যাম্পিয়নশিপে একটাও গোল হজম করেনি বিবিয়ানো ফার্নান্ডেজ়ের ছেলেরা ৷

Mumbai, Aug 31 (ANI): Bollywood actress Sara Ali Khan was spotted outside her dance class in Mumbai on August 30. She was seen wearing monochrome casual and funky clothes. Sara Ali Khan will be next seen in the upcoming film 'Coolie No.1,. Meanwhile, actor Varun Dhawan was also seen outside his dance class. He was seen wearing camouflage design casual wears. Varun Dhawan will be next seen in the upcoming film 'Street Dancer,.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.