ETV Bharat / sports

India vs Afganistan : আফগানদের বিরুদ্ধে ড্র, এফসি-র তৃতীয় রাউন্ডে সুনীলরা

author img

By

Published : Jun 15, 2021, 10:16 PM IST

Updated : Jun 16, 2021, 2:18 PM IST

এই ড্রয়ে গ্রুপে তৃতীয় স্থানে শেষ করে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের তৃতীয় রাউন্ডে উঠল ভারত ৷

sunil
sunil

দোহা, 15 জুন : বাংলাদেশ ম্যাচের পুনরাবৃত্তি হল না ৷ এগিয়ে থেকেও জিতে মাঠ ছাড়তে পারলেন না সুনীল ছেত্রীরা ৷ দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে 1-1 ড্র করল ভারত ৷ এই ড্রয়ে গ্রুপে তৃতীয় স্থানে শেষ করে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের তৃতীয় রাউন্ডে উঠল ভারত ৷

ম্যাচের 75 মিনিটে আশিক কুরিয়ানের ভাসানো বল সঠিকভাবে ধরার বদলে আফগানিস্তানের গোলরক্ষক আজিজি গোলে ঢুকিয়ে দেন। আত্মঘাতী গোলে এগিয়ে গেলেও জয়ের দেখা পেল না ভারত ।

Well played #BlueTigers and congratulations on qualifying for the third round of the 2023 AFC Asian Cup qualifiers! #INDAFG #BackTheBlue #IndianFootball @IndianFootball @afcasiancup https://t.co/AiygUVpSbK

— Praful Patel (@praful_patel) June 15, 2021

কাতার বিশ্বকাপে যোগ্যতা অর্জনের সুযোগ নেই। তবে 2023 সালে চিনে এশিয়ান কাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য ভারতের দরকার ছিল ড্র । সেই লক্ষ্যে ইগর স্টিমাচের দল সফল । প্রাক বিশ্বকাপের তিনটি ম্যাচে ভারতের পারফরম্যান্স হার, জয় এবং ড্র । কাতারের বিরুদ্ধে লড়াই করে হারের পরে বাংলাদেশের বিরুদ্ধে জয় সুনীল ছেত্রীদের নিয়ে আশা জাগিয়েছিল । আফগানিস্তানের বিরুদ্ধে সেই লড়াই মেন ইন ব্লু-র খেলায় দেখা যায়নি । প্রথমার্ধে বলের দখল রেখে প্রতিপক্ষকে ব্যাকফুটে রাখার কাজে সফল ভারত । কিন্তু খেলা যত গড়িয়েছে ততই বলের দখল হারানোর পাশাপাশি আফগানিস্তানকে ম্যাচে ফিরতে সাহায্য করেছিল স্টিমাচের ছেলেরা । এবং এই রাশ হারানোর অন্যতম কারণ সঠিক পাসের অভাব ৷

আরও পড়ুন : Christian Eriksen : ‘এখন ভাল আছি’, ছবি শেয়ার করে বার্তা এরিকসনের

প্রথমার্ধে মনবীর সিং এবং সুনীল ছেত্রী বেশ কয়েকবার গোল করার মতো পরিস্থিতি তৈরি করলেও তা থেকে বাজিমাত করতে ব্যর্থ ভারত । বিরতির পরে সুনীল ছেত্রীর একটি ফ্রি কিক ছাড়া ভারতের আক্রমণে প্রত্যাশিত ঝাঁজ পাওয়া যায়নি । একই কথা বলা যায় আফগানিস্তান সম্পর্কেও । সন্দেশ ঝিঙ্গানদের সামনে তাঁরাও দাত ফোঁটাতে পারেননি । সমতাসূচক গোলটি ছাড়া আফগানিস্তানের আক্রমণ বিষ দাঁতহীন । ভারতীয় শিবির এগিয়ে থেকেও জয় না পাওয়ায় হতাশ । এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে ওঠায় খুশি দল ৷ টুইট করে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট প্রফুল প্যাটেল ৷

দোহা, 15 জুন : বাংলাদেশ ম্যাচের পুনরাবৃত্তি হল না ৷ এগিয়ে থেকেও জিতে মাঠ ছাড়তে পারলেন না সুনীল ছেত্রীরা ৷ দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে 1-1 ড্র করল ভারত ৷ এই ড্রয়ে গ্রুপে তৃতীয় স্থানে শেষ করে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের তৃতীয় রাউন্ডে উঠল ভারত ৷

ম্যাচের 75 মিনিটে আশিক কুরিয়ানের ভাসানো বল সঠিকভাবে ধরার বদলে আফগানিস্তানের গোলরক্ষক আজিজি গোলে ঢুকিয়ে দেন। আত্মঘাতী গোলে এগিয়ে গেলেও জয়ের দেখা পেল না ভারত ।

কাতার বিশ্বকাপে যোগ্যতা অর্জনের সুযোগ নেই। তবে 2023 সালে চিনে এশিয়ান কাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য ভারতের দরকার ছিল ড্র । সেই লক্ষ্যে ইগর স্টিমাচের দল সফল । প্রাক বিশ্বকাপের তিনটি ম্যাচে ভারতের পারফরম্যান্স হার, জয় এবং ড্র । কাতারের বিরুদ্ধে লড়াই করে হারের পরে বাংলাদেশের বিরুদ্ধে জয় সুনীল ছেত্রীদের নিয়ে আশা জাগিয়েছিল । আফগানিস্তানের বিরুদ্ধে সেই লড়াই মেন ইন ব্লু-র খেলায় দেখা যায়নি । প্রথমার্ধে বলের দখল রেখে প্রতিপক্ষকে ব্যাকফুটে রাখার কাজে সফল ভারত । কিন্তু খেলা যত গড়িয়েছে ততই বলের দখল হারানোর পাশাপাশি আফগানিস্তানকে ম্যাচে ফিরতে সাহায্য করেছিল স্টিমাচের ছেলেরা । এবং এই রাশ হারানোর অন্যতম কারণ সঠিক পাসের অভাব ৷

আরও পড়ুন : Christian Eriksen : ‘এখন ভাল আছি’, ছবি শেয়ার করে বার্তা এরিকসনের

প্রথমার্ধে মনবীর সিং এবং সুনীল ছেত্রী বেশ কয়েকবার গোল করার মতো পরিস্থিতি তৈরি করলেও তা থেকে বাজিমাত করতে ব্যর্থ ভারত । বিরতির পরে সুনীল ছেত্রীর একটি ফ্রি কিক ছাড়া ভারতের আক্রমণে প্রত্যাশিত ঝাঁজ পাওয়া যায়নি । একই কথা বলা যায় আফগানিস্তান সম্পর্কেও । সন্দেশ ঝিঙ্গানদের সামনে তাঁরাও দাত ফোঁটাতে পারেননি । সমতাসূচক গোলটি ছাড়া আফগানিস্তানের আক্রমণ বিষ দাঁতহীন । ভারতীয় শিবির এগিয়ে থেকেও জয় না পাওয়ায় হতাশ । এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে ওঠায় খুশি দল ৷ টুইট করে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট প্রফুল প্যাটেল ৷

Last Updated : Jun 16, 2021, 2:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.