ETV Bharat / sports

স্ট্রাইকার অ্যাকাডেমি গড়তে চলেছে IFA

author img

By

Published : Jun 28, 2020, 1:21 AM IST

ট্রাইকারদের জন্য অ্যাকাডেমি তৈরি করতে চলেছে IFA । সোমবার এই বিষয়ে প্রাক্তন ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসবেন সচিব জয়দীপ মুখোপাধ্যায় । কিংবদন্তি ফুটবলার তুলসীদাস বলরামকে মাথায় রেখে একটি বিশেষজ্ঞ কমিটি গড়া হচ্ছে ।

image
IFA

কলকাতা, 27 জুন:কোরোনা পরবর্তী সময়ে বাংলার ফুটবলকে ফের আগের জায়গায় ফেরাতে কোমর বেঁধে নামল IFA । কোরোনা ভাইরাস মোকাবিলায় আপাতত বন্ধ খেলার দুনিয়া ৷ কিন্তু ফের মাঠে বল গড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার কাজ থেমে নেই । তারই সুত্র ধরে এবার IFA স্ট্রাইকারদের জন্য অ্যাকাডেমি তৈরি করতে চলেছে ।

সোমবার এই বিষয়ে প্রাক্তন ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসবেন IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায় । কিংবদন্তি ফুটবলার তুলসীদাস বলরামকে মাথায় রেখে একটি বিশেষজ্ঞ কমিটি গড়া হচ্ছে । সেখানে বিশ্বজিৎ ভট্টাচার্য, শিশির ঘোষ এবং দীপেন্দু বিশ্বাসকে রাখা হচ্ছে । তাদের অধীনে B লাইসেন্সধারী কোচেরা থাকবেন ।

বারসাত, ও রবীন্দ্রসরোবর স্টেডিয়ামে গড়া হবে অ্যাকাডেমি ৷ এছাড়াও জেলার কোনও একটি স্টেডিয়ামে স্ট্রাইকার অ্যাকাডেমির তিন নম্বর শাখা খোলা হবে । ইতিমধ্যে চুঁচুড়ায় গোলরক্ষকদের জন্য IFA অ্যাকাডেমি তৈরি করেছে । যার দায়িত্বে রয়েছেন প্রাক্তন গোলরক্ষক তনুময় বসু । সবকিছু তৈরি হলেও লকডাউনের কারনে বল গড়ানো সম্ভব হয়নি ।পরিস্থিতি স্বাভাবিক হলে গোলরক্ষকদের জন্য অ্যাকাডেমি চালু হবে ।

ট্রাইকার অ্যাকাডেমি গড়ছে IFA

IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলেছেন,"বাংলার ফুটবল ঐতিহ্য তলানিতে । সন্তোষ ট্রফির জন্য দল গড়তে বসে আঠারোজন ফুটবলার পাওয়া যায়নি । যে রাজ্য থেকে একসময় ভারতীয় দলের প্রথম এগারোর সিংহভাগ ফুটবলার প্রতিনিধিত্ব করত, সেখানে আঠারো জন পাওয়া যাচ্ছে না, যা সত্যই দূর্ভাগ্যের । তাই বাঙালি স্ট্রাইকারের খোঁজ করতে হবে । প্রতিভা কম নেই । কিন্তু তাদের গড়ে তোলার জন্য যত্ন দরকার ।"

কোনও সন্দেহ নেই বাঙালি স্ট্রাইকারদের সোনালি বিকেল এখন শুধু গল্প । ময়দানে ফুটবলে গোল করার জন্য ক্লাবগুলির ভরসা সেই বিদেশীরা ৷ চলতি মরশুমে কোরোনা পরিস্থিতির কারণে বিদেশী ফুটবলার আসার ব্যাপারে বড় প্রশ্নচিহ্ন রয়েছে । IFA ইতিমধ্যে কলকাতা লিগে বাঙালি ফুটবলারদের প্রাধান্য দেওয়ার কথা বলেছে । একই সঙ্গে জানিয়েছে এই পরিস্থিতিতে ভূমিপুত্র দের সুযোগ কাজে লাগাতে হবে । তাই স্ট্রাইকার অ্যাকাডেমি বাঙালি ফরোয়ার্ড অন্বেষণের প্রাথমিক ধাপ ।

কলকাতা, 27 জুন:কোরোনা পরবর্তী সময়ে বাংলার ফুটবলকে ফের আগের জায়গায় ফেরাতে কোমর বেঁধে নামল IFA । কোরোনা ভাইরাস মোকাবিলায় আপাতত বন্ধ খেলার দুনিয়া ৷ কিন্তু ফের মাঠে বল গড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার কাজ থেমে নেই । তারই সুত্র ধরে এবার IFA স্ট্রাইকারদের জন্য অ্যাকাডেমি তৈরি করতে চলেছে ।

সোমবার এই বিষয়ে প্রাক্তন ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসবেন IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায় । কিংবদন্তি ফুটবলার তুলসীদাস বলরামকে মাথায় রেখে একটি বিশেষজ্ঞ কমিটি গড়া হচ্ছে । সেখানে বিশ্বজিৎ ভট্টাচার্য, শিশির ঘোষ এবং দীপেন্দু বিশ্বাসকে রাখা হচ্ছে । তাদের অধীনে B লাইসেন্সধারী কোচেরা থাকবেন ।

বারসাত, ও রবীন্দ্রসরোবর স্টেডিয়ামে গড়া হবে অ্যাকাডেমি ৷ এছাড়াও জেলার কোনও একটি স্টেডিয়ামে স্ট্রাইকার অ্যাকাডেমির তিন নম্বর শাখা খোলা হবে । ইতিমধ্যে চুঁচুড়ায় গোলরক্ষকদের জন্য IFA অ্যাকাডেমি তৈরি করেছে । যার দায়িত্বে রয়েছেন প্রাক্তন গোলরক্ষক তনুময় বসু । সবকিছু তৈরি হলেও লকডাউনের কারনে বল গড়ানো সম্ভব হয়নি ।পরিস্থিতি স্বাভাবিক হলে গোলরক্ষকদের জন্য অ্যাকাডেমি চালু হবে ।

ট্রাইকার অ্যাকাডেমি গড়ছে IFA

IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলেছেন,"বাংলার ফুটবল ঐতিহ্য তলানিতে । সন্তোষ ট্রফির জন্য দল গড়তে বসে আঠারোজন ফুটবলার পাওয়া যায়নি । যে রাজ্য থেকে একসময় ভারতীয় দলের প্রথম এগারোর সিংহভাগ ফুটবলার প্রতিনিধিত্ব করত, সেখানে আঠারো জন পাওয়া যাচ্ছে না, যা সত্যই দূর্ভাগ্যের । তাই বাঙালি স্ট্রাইকারের খোঁজ করতে হবে । প্রতিভা কম নেই । কিন্তু তাদের গড়ে তোলার জন্য যত্ন দরকার ।"

কোনও সন্দেহ নেই বাঙালি স্ট্রাইকারদের সোনালি বিকেল এখন শুধু গল্প । ময়দানে ফুটবলে গোল করার জন্য ক্লাবগুলির ভরসা সেই বিদেশীরা ৷ চলতি মরশুমে কোরোনা পরিস্থিতির কারণে বিদেশী ফুটবলার আসার ব্যাপারে বড় প্রশ্নচিহ্ন রয়েছে । IFA ইতিমধ্যে কলকাতা লিগে বাঙালি ফুটবলারদের প্রাধান্য দেওয়ার কথা বলেছে । একই সঙ্গে জানিয়েছে এই পরিস্থিতিতে ভূমিপুত্র দের সুযোগ কাজে লাগাতে হবে । তাই স্ট্রাইকার অ্যাকাডেমি বাঙালি ফরোয়ার্ড অন্বেষণের প্রাথমিক ধাপ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.