ETV Bharat / sports

আইলিগে খেলবে দিল্লির সুদেভা FC ও বিশাখাপটনমের শ্রীনিধি FC - FOOTBALL

বুধবার ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্তর সভাপতিত্বে পদাধিকারীরা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আলোচনায় বসেছিলেন । সচিব কুশল দাস, আই লিগ CEO সুনন্দ ধর অংশ নেন। আবেদনপত্র খতিয়ে দেখার পর চলতি বছরে সুদেভা FC এবং আগামী মরসুমে শ্রীনিধি FC-র ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়।

AIFF
AIFF
author img

By

Published : Aug 12, 2020, 10:06 PM IST

দিল্লি ,12 অগাস্ট : আই লিগে সরাসরি অংশ নিতে পারবে সুদেভা FC ও শ্রীনিধি FC । আজ সবুজ সংকেত দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন । সুদেভা FC চলতি বছরের আই লিগে সরাসরি অংশ নেবে । শ্রীনিধি FC 2021-22 মরশুমে আই লিগে খেলবে।

ATK-র সঙ্গে গাঁটছড়া বেঁধে মোহনবাগান ISL-এ চলে যাওয়ায় তার বদলে নতুন দল নিতে হত । সেই অভাব দূর হল সুদেভার যোগদানে । 12দলের আই লিগে অংশ নেওয়ার জন্য দিল্লির সুদেভা FC, বিশাখাপটনমের শ্রীনিধি FC এবং শিলংয়ের রিনিথ ক্লাব আবেদন করেছিল ।

বুধবার ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্তর সভাপতিত্বে পদাধিকারীরা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আলোচনায় বসেছিলেন । সচিব কুশল দাস, আই লিগ CEO সুনন্দ ধর অংশ নেন। আবেদনপত্র খতিয়ে দেখার পর চলতি বছরে সুদেভা FC এবং আগামী মরসুমে শ্রীনিধি FC-র ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়।

আই লিগের দ্বিতীয় ডিভিশন লিগ চ্যাম্পিয়ন যেই দলই হোক না কেন শ্রীনিধি FC ও সুদেভা FC সুযোগ পাবে । সেপ্টেম্বরে শুরু হওয়ার কথা আই লিগের দ্বিতীয় ডিভিশন । সেই মর্মে সলতে পাকানোর কাজ শুরু হয়েছে । তবে নতুন দুই দলের অর্ন্তর্ভূক্তি আই লিগের পক্ষে ভালো বার্তা ।

দিল্লি ,12 অগাস্ট : আই লিগে সরাসরি অংশ নিতে পারবে সুদেভা FC ও শ্রীনিধি FC । আজ সবুজ সংকেত দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন । সুদেভা FC চলতি বছরের আই লিগে সরাসরি অংশ নেবে । শ্রীনিধি FC 2021-22 মরশুমে আই লিগে খেলবে।

ATK-র সঙ্গে গাঁটছড়া বেঁধে মোহনবাগান ISL-এ চলে যাওয়ায় তার বদলে নতুন দল নিতে হত । সেই অভাব দূর হল সুদেভার যোগদানে । 12দলের আই লিগে অংশ নেওয়ার জন্য দিল্লির সুদেভা FC, বিশাখাপটনমের শ্রীনিধি FC এবং শিলংয়ের রিনিথ ক্লাব আবেদন করেছিল ।

বুধবার ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্তর সভাপতিত্বে পদাধিকারীরা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আলোচনায় বসেছিলেন । সচিব কুশল দাস, আই লিগ CEO সুনন্দ ধর অংশ নেন। আবেদনপত্র খতিয়ে দেখার পর চলতি বছরে সুদেভা FC এবং আগামী মরসুমে শ্রীনিধি FC-র ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়।

আই লিগের দ্বিতীয় ডিভিশন লিগ চ্যাম্পিয়ন যেই দলই হোক না কেন শ্রীনিধি FC ও সুদেভা FC সুযোগ পাবে । সেপ্টেম্বরে শুরু হওয়ার কথা আই লিগের দ্বিতীয় ডিভিশন । সেই মর্মে সলতে পাকানোর কাজ শুরু হয়েছে । তবে নতুন দুই দলের অর্ন্তর্ভূক্তি আই লিগের পক্ষে ভালো বার্তা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.