ETV Bharat / sports

ISL-কে এক নম্বর লিগ না মানার সিদ্ধান্ত আইলিগ ক্লাবগুলির - club officials

FSDL-এর কথা শুনে যদি ফেডারেশন ISL-কে এক নম্বর লিগ করে তাহলে তা মানা হবে না । ঘোষণা আইলিগের ক্লাব জোটের ।

1
author img

By

Published : Jun 25, 2019, 12:52 PM IST

কলকাতা, 25 জুন : ফেডারেশন যদি FSDL-এর অঙ্গুলিহেলনে ISL-কে এক নম্বর লিগ করার সিদ্ধান্ত নেয় তাহলে তা মানা হবে না । নয়াদিল্লিতে নিজেদের মধ্যে বৈঠকের পরে একথা জানাল আইলিগের ক্লাবগুলি ।

গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন, কোয়েস ইস্টবেঙ্গলের চেয়ারম্যান অজিত আইজ়্যাক, মোহনবাগানের পক্ষ থেকে দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বসু ছাড়াও চার্চিল ব্রাদার্স, গোকুলাম FC, নেরোকা FC, আইজ]ল FC-র শীর্ষ কর্তারা ছিলেন ।

সম্প্রতি প্রকাশিত হয় ফেডারেশন ISL-কে দেশের এক নম্বর লিগ করার পরিকল্পনা করছে । বৈঠকে সেই নিয়ে আলোচনা হয় । দেশের ফুটবল নিয়ামক সংস্থার আইলিগের প্রতি এই দুয়োরানি মনোভাবের প্রতিবাদ কীভাবে তা নিয়ে কথা হয় । ক্লাবজোট এই মর্মে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । তাতে বৈঠকে অংশগ্রহণকারী প্রতিনিধিদের স্বাক্ষর রয়েছে ।

1
ক্লাব জোটের তরফে প্রকাশ করা প্রেস বিজ্ঞপ্তি

ক্লাবজোট মনে করে ফেডারেশনকে ব্ল্যাকমেল করে কাজ হাসিল করার চেষ্টা করছে FSDL । এবং তা করতে গিয়ে প্রাপ্য অর্থ বকেয়া রেখে হাতে ও ভাতে মারার চেষ্টা চলছে । FSDL ISL-কে দেশের সেরা লিগ দেখতে চায় । ক্লাব জোট জানিয়েছে 1996 সাল থেকে আইলিগ দেশের এক নম্বর লিগ । আইলিগের সামগ্রিক পারফরম্যান্সের কারণেই ভারতীয় ফুটবল বর্তমান অবস্থায় দাঁড়িয়ে ।

অন্যদিকে ক্লাবজোট কেন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে দাঁড়িয়ে নিজেদের অবস্থান নিচ্ছে তা বুঝতে পারছে না ফেডারেশন । FSDL অভ্যন্তরীণ বিষয়ে মাথা গলায় না বলে কর্তারা জানিয়েছেন । তবে ISL ও আইলিগের অবস্থান কোন পথে তা নিয়ে যে দুপক্ষই যে ঘুঁটি সাজাচ্ছে তা পরিষ্কার ।

কলকাতা, 25 জুন : ফেডারেশন যদি FSDL-এর অঙ্গুলিহেলনে ISL-কে এক নম্বর লিগ করার সিদ্ধান্ত নেয় তাহলে তা মানা হবে না । নয়াদিল্লিতে নিজেদের মধ্যে বৈঠকের পরে একথা জানাল আইলিগের ক্লাবগুলি ।

গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন, কোয়েস ইস্টবেঙ্গলের চেয়ারম্যান অজিত আইজ়্যাক, মোহনবাগানের পক্ষ থেকে দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বসু ছাড়াও চার্চিল ব্রাদার্স, গোকুলাম FC, নেরোকা FC, আইজ]ল FC-র শীর্ষ কর্তারা ছিলেন ।

সম্প্রতি প্রকাশিত হয় ফেডারেশন ISL-কে দেশের এক নম্বর লিগ করার পরিকল্পনা করছে । বৈঠকে সেই নিয়ে আলোচনা হয় । দেশের ফুটবল নিয়ামক সংস্থার আইলিগের প্রতি এই দুয়োরানি মনোভাবের প্রতিবাদ কীভাবে তা নিয়ে কথা হয় । ক্লাবজোট এই মর্মে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । তাতে বৈঠকে অংশগ্রহণকারী প্রতিনিধিদের স্বাক্ষর রয়েছে ।

1
ক্লাব জোটের তরফে প্রকাশ করা প্রেস বিজ্ঞপ্তি

ক্লাবজোট মনে করে ফেডারেশনকে ব্ল্যাকমেল করে কাজ হাসিল করার চেষ্টা করছে FSDL । এবং তা করতে গিয়ে প্রাপ্য অর্থ বকেয়া রেখে হাতে ও ভাতে মারার চেষ্টা চলছে । FSDL ISL-কে দেশের সেরা লিগ দেখতে চায় । ক্লাব জোট জানিয়েছে 1996 সাল থেকে আইলিগ দেশের এক নম্বর লিগ । আইলিগের সামগ্রিক পারফরম্যান্সের কারণেই ভারতীয় ফুটবল বর্তমান অবস্থায় দাঁড়িয়ে ।

অন্যদিকে ক্লাবজোট কেন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে দাঁড়িয়ে নিজেদের অবস্থান নিচ্ছে তা বুঝতে পারছে না ফেডারেশন । FSDL অভ্যন্তরীণ বিষয়ে মাথা গলায় না বলে কর্তারা জানিয়েছেন । তবে ISL ও আইলিগের অবস্থান কোন পথে তা নিয়ে যে দুপক্ষই যে ঘুঁটি সাজাচ্ছে তা পরিষ্কার ।

Intro:ক্লাবজোট তাদের অবস্থান জানাল, বিস্মিত ফেডারেশন

কলকাতা,২৪জুনঃ ফেডারেশন যদি এফএসডিএলের অঙ্গুলী হেলনে আইএসএলকে এক নম্বর লিগ করার সিদ্ধান্ত নেয় তাহলে তা মেনে নেবে না আই লিগের ক্লাব জোট। সোমবার নয়াদিল্লিতে নিজেদের মধ্যে বৈঠকের পরে একথা জানানো হয়েছে। কোয়েস ইস্টবেঙ্গলের চেয়ারম্যান অজিত আইজ্যাক,মোহনবাগানের অর্থসচিব দেবাশিস দত্ত ছাড়া চার্চিল ব্রাদার্স, গোকুলাম এফসি, নেরোকা এফসি, গোকুলাম কেরালা, আইজল এফসির শীর্ষ কর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে তিন জুলাই কর্মসমিতির বৈঠকে আইএসএলকে দেশের এক নম্বর লিগ করার পরিকল্পনা ফেডারেশন নিতে চলেছে বলে প্রকাশিত খবর নিয়ে আলোচনা হয়। দেশের ফুটবল নিয়ামক সংস্থার আইলিগের প্রতিএই দুয়োরানী মনোভাবের প্রতিবাদ কীভাবে তা নিয়ে কথা হয়। ক্লাবজোট এই মর্মে একটি প্রেস রিলিজ প্রকাশ করেছে। তাতে বৈঠকে অংশগ্রহনকারী প্রতিনিধিদের স্বাক্ষর রয়েছে। ক্লাবজোট মনে করে ফেডারেশনকে ব্ল্যাকমেল করে কাজ হাসিল করার চেষ্টা করছে। এবং তা করতে গিয়ে প্রাপ্য অর্থ বকেয়া রেখে হাতে ও ভাতে মারার চেষ্টা চলছে। এফএসডিএল আইএসএলকে দেশের সেরা লিগ দেখতে চায়। ক্লাব জোট মনে করিয়ে দিয়েছে ১৯৯৬ সাল থেকে আই লিগ দেশের এক নম্বর লিগ। আই লিগের সামগ্রিক পারফরম্যান্সের কারণেই ভারতীয় ফুটবল বর্তমান অবস্থায় দাঁড়িয়ে।
ক্লাবজোট কেন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে দাঁড়িয়ে নিজেদের অবস্থান নিচ্ছে তা বুঝতে পারছে না ফেডারেশন। এফএসডিএল আভ্যন্তরীন বিষয়ে মাথা গলায় না বলে কর্তারা জানিয়েছেন। তবে আইএসএল ও আই লিগের অবস্থান কোন পথে তা নিয়ে যে দুপক্ষই ঘুটি সাজাচ্ছে তা পরিস্কার।Body:FederationConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.