কলকাতা, 1 সেপ্টেম্বর : তিনি বাস্তবে পা রেখে চলতে ভালোবাসেন । তাই অতীতের সবকিছু তাঁর কাছে নিছকই পরিসংখ্যান । আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া । ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ । গত একবছর ধরে লাল-হলুদ সাজঘরে তিনিই শেষ কথা । ডার্বিতে অপরাজিত । কলকাতা লিগে সেই ধারা বজায় রাখতে চান । সেই লক্ষ্যে দলকে তৈরিও করছেন। তবে অতীতের পরিসংখ্যান নয়, দলের বর্তমান ফর্মে ভরসা রেখে স্বদেশীয় কিবু ভিকনাকে টেক্কা দিতে চান ।
আলেয়ান্দ্রোর দল চালানোর প্রতিটি পদক্ষেপে অঙ্ক জড়িয়ে । তিনি মাঠে নামার আগে পরিপ্রেক্ষিত খতিয়ে দেখেন । সেখানে কোনও আপস করতে রাজি নন । তাই দুপুর তিনটের সময় ম্যাচ খেলতে হবে বলে উষ্মা প্রকাশ করেছেন । অন্য স্প্যানিশ কোচেদের মতো তিনি বন্ধ দরজার আড়ালে দলের প্রস্তুতি সারতে ভালোবাসেন । এদিকে লাল-হলুদ ফুটবলারদের শরীরি ভাষা ইতিবাচক । ফুরফুরে । প্রতিপক্ষ মোহনবাগান শক্তিশালী দল জানেন । তবে চলতি মরশুমে মোহনবাগান নিয়ে কোনও মন্তব্য করেননি । বরং নিজের দলের শক্তি ও দুর্বলতায় জোর দিচ্ছেন । বলেন, "আমি দল নিয়ে আত্মবিশ্বাসী। আমি বিশ্বাস করি আমার ফুটবলারদের । আমার মনে হয় কিবু ভিকুনা একইভাবে তাঁর দল নিয়ে আত্মবিশ্বাসী । আমরা সেরাটা দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করব । যাতে সমর্থকরা খুশি হয় ৷ "
এই সংক্রান্ত আরও খবর : পয়েন্ট টেবিল নয়, শুধু ম্যাচ নিয়ে চিন্তা করছি : আলেয়ান্দ্রো
ইস্টবেঙ্গলের সাম্প্রতিক পারফরমেন্সে হাইমে স্যান্টোস কোলাডো আলো ছড়াচ্ছেন । ডার্বিতে তিনি ইস্টবেঙ্গলের ট্রাম্প কার্ড । স্প্যানিশ স্ট্রাইকারকে নিয়ে ঘুঁটি সাজাচ্ছেন লাল-হলুদ কোচ । বলেন, "আমি হাইমেকে নিয়ে এসেছি । জানি হাইমে কী করতে পারে । আরও অনেক উন্নতি করতে হবে । পুরো দলের উন্নতি দরকার । সেটা হচ্ছেও ৷ "
এই সংক্রান্ত আরও খবর : জেতার চেষ্টা করব : মার্তি
কোচের পাশে বসে অধিনায়ক লালরিনডিকা রালতে বলছেন, ডার্বির সাফল্য-ব্যর্থতায় লিগের ভাগ্য নির্ধারিত হবে না । কারণ আরও কয়েকটি শক্তিশালী দল রয়েছে । তবে ডার্বিতে তাঁরা যে কোনও মূল্যে জিততে চান ।
এই সংক্রান্ত আরও খবর : বদলেছে জার্সি বদলায়নি ডার্বির আবেগ
অভিজিৎ সরকার ছাড়া সকলেই সুস্থ । পিন্টু মাহাতর কাঁধের চোট সেরে ওঠার মুখে । চিন্তার মাঝমাঠে ছন্দ ফেরানোই এখন লাল-হলুদ কোচের । মোহনবাগানের ভালো খেলার নেপথ্য কারিগর চার স্প্যানিশ ফুটবলার । বিশেষ করে জোসেবা বেইটা মাঝমাঠে বল সরবরাহের কাজটা করছেন । সেই সাপ্লাই লাইনটা কাটতে চান শুরুতেই ।
এই সংক্রান্ত আরও খবর : ডার্বি নিয়ে অঙ্ক কষা শুরু কিবু ভিকুনার
তবে ডার্বির একাদশ নিয়ে আভাস দিতে চান না কোচ । ফলে দল নিয়ে জল্পনা অব্যাহত । গোলরক্ষায় রালতে ৷ ক্রেসপি মার্তির সঙ্গে আসির শাহির সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলতে পারেন । চোট সারিয়ে সুস্থ মেহতাব সিং । তবে তিনি আসিরের বদলে খেলবেন কি না তা নিয়ে শেষ সিদ্ধান্ত নেবেন আলেয়ান্দ্রো । সামাদ আলি মল্লিক ও অভিষেক আম্বেকর দুই সাইডব্যাক । মাঝমাঠে সম্ভবত কাশিম, লালরিনডিকা রালতে, ব্র্যান্ডন, পিন্টু মাহাত দায়িত্ব সামলাবেন । আক্রমণে বিদ্যাসাগর সিং-এর সঙ্গে হাইমে স্যান্টোস কোলাডো খেলবেন । পরিবর্ত হিসেবে রোনাল্ডো অলিভেরা আসতে পারেন ।
এই সংক্রান্ত আরও খবর : শুধু কোলাডো নয়, ইস্টবেঙ্গল দলকেই গুরুত্ব দিচ্ছেন কিবু ভিকুনা