ETV Bharat / sports

দলের ফুটবলারদের উপর আস্থা রয়েছে, ডার্বির আগে বললেন আলেয়ান্দ্রো - East Bengal coach says

দলের ফুটবলারদের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে ৷ ডার্বির আগে জানালেন আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া ।

আলেয়ান্দ্রো
author img

By

Published : Sep 1, 2019, 3:04 AM IST

Updated : Sep 1, 2019, 6:09 AM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর : তিনি বাস্তবে পা রেখে চলতে ভালোবাসেন । তাই অতীতের সবকিছু তাঁর কাছে নিছকই পরিসংখ্যান । আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া । ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ । গত একবছর ধরে লাল-হলুদ সাজঘরে তিনিই শেষ কথা । ডার্বিতে অপরাজিত । কলকাতা লিগে সেই ধারা বজায় রাখতে চান । সেই লক্ষ্যে দলকে তৈরিও করছেন। তবে অতীতের পরিসংখ্যান নয়, দলের বর্তমান ফর্মে ভরসা রেখে স্বদেশীয় কিবু ভিকনাকে টেক্কা দিতে চান ।

আলেয়ান্দ্রোর দল চালানোর প্রতিটি পদক্ষেপে অঙ্ক জড়িয়ে । তিনি মাঠে নামার আগে পরিপ্রেক্ষিত খতিয়ে দেখেন । সেখানে কোনও আপস করতে রাজি নন । তাই দুপুর তিনটের সময় ম্যাচ খেলতে হবে বলে উষ্মা প্রকাশ করেছেন । অন্য স্প্যানিশ কোচেদের মতো তিনি বন্ধ দরজার আড়ালে দলের প্রস্তুতি সারতে ভালোবাসেন । এদিকে লাল-হলুদ ফুটবলারদের শরীরি ভাষা ইতিবাচক । ফুরফুরে । প্রতিপক্ষ মোহনবাগান শক্তিশালী দল জানেন । তবে চলতি মরশুমে মোহনবাগান নিয়ে কোনও মন্তব্য করেননি । বরং নিজের দলের শক্তি ও দুর্বলতায় জোর দিচ্ছেন । বলেন, "আমি দল নিয়ে আত্মবিশ্বাসী। আমি বিশ্বাস করি আমার ফুটবলারদের । আমার মনে হয় কিবু ভিকুনা একইভাবে তাঁর দল নিয়ে আত্মবিশ্বাসী । আমরা সেরাটা দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করব । যাতে সমর্থকরা খুশি হয় ৷ "

এই সংক্রান্ত আরও খবর : পয়েন্ট টেবিল নয়, শুধু ম্যাচ নিয়ে চিন্তা করছি : আলেয়ান্দ্রো

ইস্টবেঙ্গলের সাম্প্রতিক পারফরমেন্সে হাইমে স্যান্টোস কোলাডো আলো ছড়াচ্ছেন । ডার্বিতে তিনি ইস্টবেঙ্গলের ট্রাম্প কার্ড । স্প্যানিশ স্ট্রাইকারকে নিয়ে ঘুঁটি সাজাচ্ছেন লাল-হলুদ কোচ । বলেন, "আমি হাইমেকে নিয়ে এসেছি । জানি হাইমে কী করতে পারে । আরও অনেক উন্নতি করতে হবে । পুরো দলের উন্নতি দরকার । সেটা হচ্ছেও ৷ "

এই সংক্রান্ত আরও খবর : জেতার চেষ্টা করব : মার্তি

কোচের পাশে বসে অধিনায়ক লালরিনডিকা রালতে বলছেন, ডার্বির সাফল্য-ব্যর্থতায় লিগের ভাগ্য নির্ধারিত হবে না । কারণ আরও কয়েকটি শক্তিশালী দল রয়েছে । তবে ডার্বিতে তাঁরা যে কোনও মূল্যে জিততে চান ।

এই সংক্রান্ত আরও খবর : বদলেছে জার্সি বদলায়নি ডার্বির আবেগ

অভিজিৎ সরকার ছাড়া সকলেই সুস্থ । পিন্টু মাহাতর কাঁধের চোট সেরে ওঠার মুখে । চিন্তার মাঝমাঠে ছন্দ ফেরানোই এখন লাল-হলুদ কোচের । মোহনবাগানের ভালো খেলার নেপথ্য কারিগর চার স্প্যানিশ ফুটবলার । বিশেষ করে জোসেবা বেইটা মাঝমাঠে বল সরবরাহের কাজটা করছেন । সেই সাপ্লাই লাইনটা কাটতে চান শুরুতেই ।

এই সংক্রান্ত আরও খবর : ডার্বি নিয়ে অঙ্ক কষা শুরু কিবু ভিকুনার

তবে ডার্বির একাদশ নিয়ে আভাস দিতে চান না কোচ । ফলে দল নিয়ে জল্পনা অব্যাহত । গোলরক্ষায় রালতে ৷ ক্রেসপি মার্তির সঙ্গে আসির শাহির সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলতে পারেন । চোট সারিয়ে সুস্থ মেহতাব সিং । তবে তিনি আসিরের বদলে খেলবেন কি না তা নিয়ে শেষ সিদ্ধান্ত নেবেন আলেয়ান্দ্রো । সামাদ আলি মল্লিক ও অভিষেক আম্বেকর দুই সাইডব্যাক । মাঝমাঠে সম্ভবত কাশিম, লালরিনডিকা রালতে, ব্র্যান্ডন, পিন্টু মাহাত দায়িত্ব সামলাবেন । আক্রমণে বিদ্যাসাগর সিং-এর সঙ্গে হাইমে স্যান্টোস কোলাডো খেলবেন । পরিবর্ত হিসেবে রোনাল্ডো অলিভেরা আসতে পারেন ।

এই সংক্রান্ত আরও খবর : শুধু কোলাডো নয়, ইস্টবেঙ্গল দলকেই গুরুত্ব দিচ্ছেন কিবু ভিকুনা

কলকাতা, 1 সেপ্টেম্বর : তিনি বাস্তবে পা রেখে চলতে ভালোবাসেন । তাই অতীতের সবকিছু তাঁর কাছে নিছকই পরিসংখ্যান । আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া । ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ । গত একবছর ধরে লাল-হলুদ সাজঘরে তিনিই শেষ কথা । ডার্বিতে অপরাজিত । কলকাতা লিগে সেই ধারা বজায় রাখতে চান । সেই লক্ষ্যে দলকে তৈরিও করছেন। তবে অতীতের পরিসংখ্যান নয়, দলের বর্তমান ফর্মে ভরসা রেখে স্বদেশীয় কিবু ভিকনাকে টেক্কা দিতে চান ।

আলেয়ান্দ্রোর দল চালানোর প্রতিটি পদক্ষেপে অঙ্ক জড়িয়ে । তিনি মাঠে নামার আগে পরিপ্রেক্ষিত খতিয়ে দেখেন । সেখানে কোনও আপস করতে রাজি নন । তাই দুপুর তিনটের সময় ম্যাচ খেলতে হবে বলে উষ্মা প্রকাশ করেছেন । অন্য স্প্যানিশ কোচেদের মতো তিনি বন্ধ দরজার আড়ালে দলের প্রস্তুতি সারতে ভালোবাসেন । এদিকে লাল-হলুদ ফুটবলারদের শরীরি ভাষা ইতিবাচক । ফুরফুরে । প্রতিপক্ষ মোহনবাগান শক্তিশালী দল জানেন । তবে চলতি মরশুমে মোহনবাগান নিয়ে কোনও মন্তব্য করেননি । বরং নিজের দলের শক্তি ও দুর্বলতায় জোর দিচ্ছেন । বলেন, "আমি দল নিয়ে আত্মবিশ্বাসী। আমি বিশ্বাস করি আমার ফুটবলারদের । আমার মনে হয় কিবু ভিকুনা একইভাবে তাঁর দল নিয়ে আত্মবিশ্বাসী । আমরা সেরাটা দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করব । যাতে সমর্থকরা খুশি হয় ৷ "

এই সংক্রান্ত আরও খবর : পয়েন্ট টেবিল নয়, শুধু ম্যাচ নিয়ে চিন্তা করছি : আলেয়ান্দ্রো

ইস্টবেঙ্গলের সাম্প্রতিক পারফরমেন্সে হাইমে স্যান্টোস কোলাডো আলো ছড়াচ্ছেন । ডার্বিতে তিনি ইস্টবেঙ্গলের ট্রাম্প কার্ড । স্প্যানিশ স্ট্রাইকারকে নিয়ে ঘুঁটি সাজাচ্ছেন লাল-হলুদ কোচ । বলেন, "আমি হাইমেকে নিয়ে এসেছি । জানি হাইমে কী করতে পারে । আরও অনেক উন্নতি করতে হবে । পুরো দলের উন্নতি দরকার । সেটা হচ্ছেও ৷ "

এই সংক্রান্ত আরও খবর : জেতার চেষ্টা করব : মার্তি

কোচের পাশে বসে অধিনায়ক লালরিনডিকা রালতে বলছেন, ডার্বির সাফল্য-ব্যর্থতায় লিগের ভাগ্য নির্ধারিত হবে না । কারণ আরও কয়েকটি শক্তিশালী দল রয়েছে । তবে ডার্বিতে তাঁরা যে কোনও মূল্যে জিততে চান ।

এই সংক্রান্ত আরও খবর : বদলেছে জার্সি বদলায়নি ডার্বির আবেগ

অভিজিৎ সরকার ছাড়া সকলেই সুস্থ । পিন্টু মাহাতর কাঁধের চোট সেরে ওঠার মুখে । চিন্তার মাঝমাঠে ছন্দ ফেরানোই এখন লাল-হলুদ কোচের । মোহনবাগানের ভালো খেলার নেপথ্য কারিগর চার স্প্যানিশ ফুটবলার । বিশেষ করে জোসেবা বেইটা মাঝমাঠে বল সরবরাহের কাজটা করছেন । সেই সাপ্লাই লাইনটা কাটতে চান শুরুতেই ।

এই সংক্রান্ত আরও খবর : ডার্বি নিয়ে অঙ্ক কষা শুরু কিবু ভিকুনার

তবে ডার্বির একাদশ নিয়ে আভাস দিতে চান না কোচ । ফলে দল নিয়ে জল্পনা অব্যাহত । গোলরক্ষায় রালতে ৷ ক্রেসপি মার্তির সঙ্গে আসির শাহির সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলতে পারেন । চোট সারিয়ে সুস্থ মেহতাব সিং । তবে তিনি আসিরের বদলে খেলবেন কি না তা নিয়ে শেষ সিদ্ধান্ত নেবেন আলেয়ান্দ্রো । সামাদ আলি মল্লিক ও অভিষেক আম্বেকর দুই সাইডব্যাক । মাঝমাঠে সম্ভবত কাশিম, লালরিনডিকা রালতে, ব্র্যান্ডন, পিন্টু মাহাত দায়িত্ব সামলাবেন । আক্রমণে বিদ্যাসাগর সিং-এর সঙ্গে হাইমে স্যান্টোস কোলাডো খেলবেন । পরিবর্ত হিসেবে রোনাল্ডো অলিভেরা আসতে পারেন ।

এই সংক্রান্ত আরও খবর : শুধু কোলাডো নয়, ইস্টবেঙ্গল দলকেই গুরুত্ব দিচ্ছেন কিবু ভিকুনা

Intro:তিনি বাস্তবে পা রেখে চলতে ভালোবাসেন। তাই অতীতের যাবতীয় সবকিছু তার কাছে নিছকই পরিসংখ্যান। আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া। ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ। গত একবছর ধরে লাল হলুদ সাজঘরে তিনি শেষ কথা। ডার্বিতে অপরাজিত। কলকাতা লিগে সেই ধারা বজায় রাখতে চান। সেই লক্ষ্যে দলকে তৈরি করছেন। তবে অতীতের পরিসংখ্যান নয়,দলের বাস্তব ফর্মে ভরসা রেখে স্বদেশীয় কিবু ভিকনাকে টেক্কা দিতে চান।
আলেয়ান্দ্রোর দল চালানোর প্রতিটি পদক্ষেপে অঙ্ক জড়িয়ে। তিনি মাঠে নামার আগে পরিপ্রেক্ষিত খতিয়ে দেখেন। সেখানে কোনও আপস করতে রাজি নন। তাই দুপুর তিনটের সময় ম্যাচ খেলতে হবে বলে উষ্মা প্রকাশ করেছেন।
অন্য স্প্যানিশ কোচেদের মত তিনি বন্ধ দরজার আড়ালে দলের প্রস্তুতি সারতে ভালোবাসেন। তাই ইস্টবেঙ্গলের প্র্যাকটিসের হাল হকিকত জল্পনার ঘেরাটোপে। লাল হলুদ ফুটবলারদের শরীরিভাষা ইতিবাচক। এবং ফুরফুরে। প্রতিপক্ষ মোহনবাগান শক্তিশালী দল জানেন। তবে চলতি মরসুমের মোহনবাগান নিয়ে দাতে রা কাটেননি। বরং নিজের দলের শক্তি দূর্বলতায় জোর দিচ্ছেন।"আমি দল নিয়ে আত্মবিশ্বাসী।আমি বিশ্বাস করি আমার ফুটবলারদের।আমার মনে হয় কিবু ভিকুনা একইভাবে তার দল নিয়ে আত্মবিশ্বাসী। আমরা সেরাটা দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করব। যাতে সমর্থকরা খুশি হয়," বলেছেন আলেয়ান্দ্রো।
ইস্টবেঙ্গলের সাম্প্রতিক পারফরম্যান্সে হাইমে স্যান্টোস কোলাডো আলো ছড়াচ্ছেন। ডার্বিতে তিনি ইস্টবেঙ্গলের ট্রাম্প কার্ড। স্প্যানিশ স্ট্রাইকার কে নিয়ে ঘুটি সাজাচ্ছেন লাল হলুদ চাণক্য। "আমি হাইমেকে নিয়ে এসেছি। জানি হাইমে কি করতে পারে। আরও অনেক উন্নতি করতে হবে।পুরো দলের উন্নতি দরকার। সেটা হচ্ছেও," ডার্বির আগে এভাবেই দলের ওপর আস্থা প্রকাশ লালরিনডিকা রালতে দের হেডস্যারের।
কোচের পাশে বসে অধিনায়ক লালরিনডিকা রালতে বলছেন ডার্বির সাফল্য ব্যর্থতায় লিগের ভাগ্য নির্ধারণ হবে না। কারন আরও কয়েকটি শক্তিশালী দল রয়েছে। তবে ডার্বি তে তারা যেকোনও মূল্যে জিততে চান।
অভিজিৎ সরকার ছাড়া সকলেই সুস্থ। পিন্টু মাহাতার কাধের চোট সেরে ওঠার মুখে। চিন্তার মাঝমাঠের ছন্দ ফেরানো পাখির চোখ লাল হলুদ কোচের। মোহনবাগানের ভালো খেলার নেপথ্য কারিগর চার স্প্যানিশ ফুটবলার। বিশেষ করে জোসেবা বেইটা মাঝমাঠের বল সরাবরাহের কাজটা করছেন। সেই সাপ্লাই লাইনটা কাটতে চান শুরুতেই।
ডার্বির একাদশ নিয়ে আভাস দিতে চান না। ফলে দল নিয়ে জল্পনা অব্যাহত। গোলরক্ষায় রালতে থাকবেন। ক্রেসপি মার্তির সঙ্গে আসির শাহির সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলতে পারেন। চোট সারিয়ে সুস্থ মেহতাব সিং।তবে তিনি আসিরের বদলে খেলবেন কি না তা নিয়ে শেষ সিদ্ধান্ত নেবেন আলেয়ান্দ্রো। সামাদ আলি মল্লিক ও অভিষেক আম্বেকর দুই সাইডব্যাক। মাঝমাঠে সম্ভবত কাশিম, লালরিনডিকা রালতে, ব্র্যান্ডন, পিন্টু মাহাতা দায়িত্ব সামলাবেন। আক্রমণের বিদ্যাসাগর সিং এর সঙ্গে হাইমে স্যান্টোস কোলাডো খেলবেন। পরিবর্ত হিসেবে রোনাল্ডো অলিভেরা আসতে পারেন।
প্র্যাকটিসের মত কিবু ভিকুনার সামনে দল নিয়ে খোলসে আলেয়ান্দ্রো। স্প্যানিশ দ্বৈরথ জয়ের কোনও চেষ্টায় কোনও খামতি রাখতে চান না লাল হলুদ চানক্য।


Body:ইস্টবেঙ্গল


Conclusion:
Last Updated : Sep 1, 2019, 6:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.