কলকাতা, ২৫ অক্টোবর : ভারতীয় ফুটবলে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে হায়দরাবাদ । সেই লক্ষ্যে ISL মঞ্চ ব্যবহার করতে চাইছেন তারা । আর আজকের ম্যাচ তাই বেশ তাৎপর্যপূর্ণ বলাই চলে । যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ হায়দরাবাদ FC-র প্রতিপক্ষ প্রাক্তন চ্যাম্পিয়ন ATK ।
ঘরের মাঠে আন্তেনিও হাবাসের দল প্রায় অবধ্য । পরিসংখ্যান অন্তত সেকথাই বলছে । সেদিকে চোখ রাখলে ভালো ফুটবলারের হাত ধরে চাকা বদলের ডাক দিতে পারে হায়দরাবাদ FC কোচ ফিল ব্রাউন । দশ ফ্রাঞ্চাইজি নিয়ে ISL । অন্যরা সাফল্যের আলোয় আলোকিত হলেও হায়দরাবাদ FC নবাগত । তাই বড় মঞ্চে ভালো ফুটবলারের হাত ধরে মেলে ধরার কথা বলছেন নিজ়ামের শহরের ফুটবলের হেড স্যার ।
পুনে FC থেকে ভারতীয় ফুটবলারদের নিয়ে হায়দরাবাদে এসেছেন । দল তৈরি করার একটা প্রক্রিয়া চলছে তা মনে করেন । এরই মধ্যে ATK-র বিরুদ্ধে ম্যাচ । ঘরের মাঠে প্রতিপক্ষ যে কঠিন অঙ্ক কষে দেবে তা ফিল ব্রাউন জানেন । হাবাসের দলের প্রথম ম্যাচ দেখেছেন । সুযোগ নষ্টের খেসারত ও পেনাল্টি না পাওয়ার কারণে কলকাতার ব্যর্থতা বলে মনে করেন । ঘরের মাঠে সেই খামতি মিটিয়ে কলকাতা যে মরিয়া হবে তিনি নিশ্চিত । তাই ভালো ফুটবলারের হাত ধরে জয় ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা হায়দরাবাদের ।