ETV Bharat / sports

প্রতিষ্ঠার জয় চাইছে হায়দরাবাদ, প্রতিপক্ষ ATK - মুখোমুখি হায়দরাবাদ ATK

ভারতীয় ফুটবলে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রাক্তন চ্যাম্পিয়ন ATK-র মুখোমুখি হতে চলেছে হায়দরাবাদ FC ।

ATK
author img

By

Published : Oct 25, 2019, 11:58 AM IST

কলকাতা, ২৫ অক্টোবর : ভারতীয় ফুটবলে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে হায়দরাবাদ । সেই লক্ষ্যে ISL মঞ্চ ব্যবহার করতে চাইছেন তারা । আর আজকের ম্যাচ তাই বেশ তাৎপর্যপূর্ণ বলাই চলে । যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ হায়দরাবাদ FC-র প্রতিপক্ষ প্রাক্তন চ্যাম্পিয়ন ATK ।

ঘরের মাঠে আন্তেনিও হাবাসের দল প্রায় অবধ্য । প‍রিসংখ্যান অন্তত সেকথাই বলছে । সেদিকে চোখ রাখলে ভালো ফুটবলারের হাত ধরে চাকা বদলের ডাক দিতে পারে হায়দরাবাদ FC কোচ ফিল ব্রাউন । দশ ফ্রাঞ্চাইজি নিয়ে ISL । অন্যরা সাফল্যের আলোয় আলোকিত হলেও হায়দরাবাদ FC নবাগত । তাই বড় মঞ্চে ভালো ফুটবলারের হাত ধরে মেলে ধরার কথা বলছেন নিজ়ামের শহরের ফুটবলের হেড স্যার ।

পুনে FC থেকে ভারতীয় ফুটবলারদের নিয়ে হায়দরাবাদে এসেছেন । দল তৈরি করার একটা প্রক্রিয়া চলছে তা মনে করেন । এরই মধ্যে ATK-র বিরুদ্ধে ম্যাচ । ঘরের মাঠে প্রতিপক্ষ যে কঠিন অঙ্ক কষে দেবে তা ফিল ব্রাউন জানেন । হাবাসের দলের প্রথম ম্যাচ দেখেছেন । সুযোগ নষ্টের খেসারত ও পেনাল্টি না পাওয়ার কারণে কলকাতার ব্যর্থতা বলে মনে করেন । ঘরের মাঠে সেই খামতি মিটিয়ে কলকাতা যে মরিয়া হবে তিনি নিশ্চিত । তাই ভালো ফুটবলারের হাত ধরে জয় ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা হায়দরাবাদের ।

কলকাতা, ২৫ অক্টোবর : ভারতীয় ফুটবলে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে হায়দরাবাদ । সেই লক্ষ্যে ISL মঞ্চ ব্যবহার করতে চাইছেন তারা । আর আজকের ম্যাচ তাই বেশ তাৎপর্যপূর্ণ বলাই চলে । যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ হায়দরাবাদ FC-র প্রতিপক্ষ প্রাক্তন চ্যাম্পিয়ন ATK ।

ঘরের মাঠে আন্তেনিও হাবাসের দল প্রায় অবধ্য । প‍রিসংখ্যান অন্তত সেকথাই বলছে । সেদিকে চোখ রাখলে ভালো ফুটবলারের হাত ধরে চাকা বদলের ডাক দিতে পারে হায়দরাবাদ FC কোচ ফিল ব্রাউন । দশ ফ্রাঞ্চাইজি নিয়ে ISL । অন্যরা সাফল্যের আলোয় আলোকিত হলেও হায়দরাবাদ FC নবাগত । তাই বড় মঞ্চে ভালো ফুটবলারের হাত ধরে মেলে ধরার কথা বলছেন নিজ়ামের শহরের ফুটবলের হেড স্যার ।

পুনে FC থেকে ভারতীয় ফুটবলারদের নিয়ে হায়দরাবাদে এসেছেন । দল তৈরি করার একটা প্রক্রিয়া চলছে তা মনে করেন । এরই মধ্যে ATK-র বিরুদ্ধে ম্যাচ । ঘরের মাঠে প্রতিপক্ষ যে কঠিন অঙ্ক কষে দেবে তা ফিল ব্রাউন জানেন । হাবাসের দলের প্রথম ম্যাচ দেখেছেন । সুযোগ নষ্টের খেসারত ও পেনাল্টি না পাওয়ার কারণে কলকাতার ব্যর্থতা বলে মনে করেন । ঘরের মাঠে সেই খামতি মিটিয়ে কলকাতা যে মরিয়া হবে তিনি নিশ্চিত । তাই ভালো ফুটবলারের হাত ধরে জয় ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা হায়দরাবাদের ।

Intro:ভারতীয় ফুটবলে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে হায়দরাবাদ। সেই লক্ষ্যে আইএসএল মঞ্চ ব্যবহার করতে চাইছেন তারা। বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে তাদের প্রতিপক্ষ প্রাক্তন চ্যাম্পিয়ন এটিকে। ঘরের মাঠে আন্তেনিও হাবাসের দল প্রায় অবধ্য।প‍রিসংখ্যান সেকথা বলছে। সেদিকে চোখ রাখলেও ভালো ফুটবলের হাত ধরে চাকা বদলের ডাক হায়দরাবাদ এফসি কোচ ফিল ব্রাউনের।দশ ফ্রাঞ্চাইজি নিয়ে আইএসএল।অন্যরা সাফল্যের আলোয় আলোকিত হলেও হায়দরাবাদ এফসি নবাগত। তাই বড় মঞ্চে ভালো ফুটবলের হাত ধরে মেলে ধরার কথা বলছেন নিজামের শহরের ফুটবলের হেডস্যার। পুণে এফসি থেকে ভারতীয় ফুটবলারদের নিয়ে হায়দরাবাদে এসেছেন। দল তৈরি করার একটা প্রক্রিয়া চলছে তা মনে করেন। এরই মধ্যে এটিকের বিরুদ্ধে ম্যাচ। ঘরের মাঠে প্রতিপক্ষ যে কঠিন অঙ্ক কষতে দেবে তা ফিল ব্রাউন জানেন। হাবাসের দলের প্রথম ম্যাচ দেখেছেন। সুযোগ নষ্টের খেসারত ও পেনাল্টি না পাওয়ার কারনে কলকাতার ব্যর্থতা বলে মনে করেন।ঘরের মাঠে সেই খামতি মিটিয়ে কলকাতা যে মরিয়া হবে তিনি নিশ্চিত।তাই ভালো ফুটবলের হাত ধরে জয় ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা হায়দরাবাদের।


Body:hyderabad


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.