ETV Bharat / sports

ইস্টবেঙ্গলের শতবর্ষ পালন, ডার্বির আয়োজনে প্রবাসী বাঙালিরা - Belgium

বিশ্বজুড়েই ইস্টবেঙ্গলের শতবর্ষ পালনের চেষ্টা চলছে ৷ প্রায় 200টি দেশে লাল-হলুদ পতাকা উত্তোলন করা হবে ৷

দলের ছবি
author img

By

Published : Jul 20, 2019, 9:54 PM IST

কলকাতা, 20 জুলাই : লেসলি ক্লডিয়াস সরণিতেই শুধু ইস্টবেঙ্গলের শতবর্ষ পালন হচ্ছে না । বিশ্বজুড়েই শতবর্ষ পালনের চেষ্টা চলছে । ইস্টবেঙ্গল ক্লাবের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, প্রায় দুশোটি দেশে সেখানকার সময় অনুসারে বেলা বারোটায় লাল-হলুদের পতাকা উত্তোলন করা হবে । বিদেশে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচেরও আয়োজন করা হয়েছে ৷

28 জুলাই ইংল্যান্ডে EBRP ও বেঙ্গল হেরিটেজের যৌথ উদ্যোগে তিনটি ম্যাচের আয়োজন করা হয়েছে ৷ সেখানে জয়ী দলকে IFA শিল্ডের আদলে ট্রফি তুলে দেওয়া হবে ৷ প্রবাসী বাঙালিরা নিজেদের মধ্যে তিনটি দল গঠন করে একদিনের এই টুর্নামেন্টে অংশ নেবেন ৷ এই ক্ষেত্রে ইস্টবেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন চিমা ওকোরি এবং মোহনবাগানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর বাবুল সুপ্রিয় ।

3-4 অগাস্ট ঘানা, বেলজিয়াম, পোল্যান্ড ও ব্রাজিলে ক্লাবের শতবর্ষ উপলক্ষ্যে পতাকা উত্তোলন করা হবে । ঘানায় পতাকা তুলবেন সুলে মুসা । বেলজিয়ামে পতাকা উত্তোলন করবেন কোচের দায়িত্ব সামলানো ফিলিপ ডি রাইডার ।

ইস্টবেঙ্গল ক্লাবের উদ্যোগে শতবর্ষ পালনের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । বিনিয়োগকারী সংস্থা কোয়েসের পক্ষ থেকেও ক্লাবের শতবর্ষকে বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ।

কলকাতা, 20 জুলাই : লেসলি ক্লডিয়াস সরণিতেই শুধু ইস্টবেঙ্গলের শতবর্ষ পালন হচ্ছে না । বিশ্বজুড়েই শতবর্ষ পালনের চেষ্টা চলছে । ইস্টবেঙ্গল ক্লাবের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, প্রায় দুশোটি দেশে সেখানকার সময় অনুসারে বেলা বারোটায় লাল-হলুদের পতাকা উত্তোলন করা হবে । বিদেশে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচেরও আয়োজন করা হয়েছে ৷

28 জুলাই ইংল্যান্ডে EBRP ও বেঙ্গল হেরিটেজের যৌথ উদ্যোগে তিনটি ম্যাচের আয়োজন করা হয়েছে ৷ সেখানে জয়ী দলকে IFA শিল্ডের আদলে ট্রফি তুলে দেওয়া হবে ৷ প্রবাসী বাঙালিরা নিজেদের মধ্যে তিনটি দল গঠন করে একদিনের এই টুর্নামেন্টে অংশ নেবেন ৷ এই ক্ষেত্রে ইস্টবেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন চিমা ওকোরি এবং মোহনবাগানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর বাবুল সুপ্রিয় ।

3-4 অগাস্ট ঘানা, বেলজিয়াম, পোল্যান্ড ও ব্রাজিলে ক্লাবের শতবর্ষ উপলক্ষ্যে পতাকা উত্তোলন করা হবে । ঘানায় পতাকা তুলবেন সুলে মুসা । বেলজিয়ামে পতাকা উত্তোলন করবেন কোচের দায়িত্ব সামলানো ফিলিপ ডি রাইডার ।

ইস্টবেঙ্গল ক্লাবের উদ্যোগে শতবর্ষ পালনের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । বিনিয়োগকারী সংস্থা কোয়েসের পক্ষ থেকেও ক্লাবের শতবর্ষকে বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ।

Intro:শতবর্ষ পালন, ডার্বির আয়োজনে প্রবাসী বাঙালিরা

কলকাতা,২০ জুলাইঃ লেসলি ক্লডিয়াস সরণিতেই শুধু ইস্টবেঙ্গলের শতবর্ষ পালন হচ্ছে না। সারা বিশ্বজুড়েই লাল হলুদ শতবর্ষ পালনের চেষ্টা চলছে। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে প্রায় দুশোটি দেশে সেখানকার সময় অনুসারে বেলা বারোটায় লাল হলুদ পতাকা উত্তোলণ করা হবে। শুধু ক্লাব নয়, ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থার উদ্যোগেও একশোটি দেশে ক্লাবের পতাকা উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু তাই নয় শতবর্ষে প্রবাসে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ২৮ জুলাই ইংল্যান্ডে ইবিআরপি ও বেঙ্গল হেরিটেজের যৌথ উদ্যোগে কোয়েস ইস্টবেঙ্গলের উৎসাহে তিনটি ম্যাচের আয়োজন করা হয়েছে। জয়ী দলকে আইএফএ শিল্ডের আদলে ট্রফি তুলে দেওয়া হবে। প্রবাসী বাঙালিরা নিজেদের মধ্যে তিনটে দল গঠন করে এই একদিনের টুর্নামেন্টে অংশ নেবেন। ইস্টবেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছেন চিমা ওকোরি এবং মোহনবাগানের ব্র্যান্ড অ্যাম্বাসাডার বাবুল সুপ্রিয়।
তিন ও চার অগষ্ট ঘানা, বেলজিয়াম,পোল্যান্ড ও ব্রাজিলে ক্লাবের শতবর্ষ উপলক্ষে পতাকা উত্তোলণ করা হবে। এবং তা করবেন ইস্টবেঙ্গলে খেলে যাওয়া বা ক্লাবের কোচের দায়িত্ব সামলানো ব্যক্তিত্বরা। ঘানায় পতাকা তুলবেন সুলে মুসা। বেলজিয়ামে পতাকা উত্তোলন করবেন কোচের দায়িত্ব সামলানো ফিলিপ ডি রাইডার। পোল্যান্ডে পতাকা তোলার দায়িত্ব মাইক ওকোরোর, ব্রাজিলের লাল হলুদ পতাকা তুলবেন ডগলাস ডি সিলভা।
ক্লাব শতবর্ষ পালনের নানান অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। বিনিয়োগকারী সংস্থা কোয়েসের পক্ষেও ক্লাবের শতবর্ষকে গ্লোবালি ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।Body:EbConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.