ETV Bharat / sports

কলকাতা ম্যারাথনে আসছেন বিশ্বকাপার ক্রেসপো

বরিস বেকার, গ্রেগ লুগানিসের পর এবার কলকাতা ম্যারাথনে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপার হার্নান ক্রেসপো ।

Hernán Crespo
হার্নান ক্রেসপো
author img

By

Published : Dec 7, 2019, 3:53 AM IST

কলকাতা, 7 ডিসেম্বর : প্রতিবারের মত এবারও আয়োজিত হচ্ছে কলকাতা ম্যারাথন । আর ম্যারাথনে যোগ দিতে আর্জেন্টিনার বিশ্বকাপার হার্নান ক্রেসপো আসছেন কলকাতায় । ফলে আর্ন্তজাতিক মানের ম্যারাথন আয়োজনের ঢাকে কাঠি পড়ে গেছে ইতিমধ্যেই । 25 কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনে অংশ নিতে প্রতিবছরই বিভিন্ন দেশের সেরা ম্যারাথনাররা কলকাতায় আসেন । ফ্ল্যাগ অফ করতে আসেন বিশ্বের সেরা ক্রীড়াবিদরাও । এবারও তার ব্যাতিক্রম হচ্ছে না ।

19 বছরের দীর্ঘ ফুটবল কেরিয়ারে 300 গোল করেছেন ক্রেসপো । আর্জেন্টিনার জার্সিতে তাঁর গোল সংখ্যা 35 । সের্গেই আগুয়েরো, গ্যব্রিয়েল ব্যাতিস্তুতা ও লিওনেল মেসির পরে সবচেয়ে বেশি গোল তাঁরই । 1998 থেকে 2006 । 3 টে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মাঠে নেমেছিলেন তিনি । 2000 সালে পারমা থেকে লাজিও ক্রেসপোকে কিনেছিল 56 মিলিয়ন ইউরোতে । যা ছিল সেই সময়ের সর্বোচ্চ । সিরিয়া লিগে সেইবার 26 টি গোল করে সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন তিনি ।

কলকাতা ম্যারাথনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে খুশি তিনি । বলেছেন, "এই ধরনের সম্মান পেয়ে আমি গর্বিত । আর্জেন্টিনা এই শহরে খেলে গেছে । ভারতে আবার আসার সুযোগ পেয়ে ভালো লাগছে । ফলে এখানকার আবেগ সম্বন্ধে জানি । সেদিক থেকে কলকাতার আবেগের সঙ্গে পরিচিত । এখানে আর্জেন্টিনার সমর্থক প্রচুর আছে তাও জানি । তাই কলকাতায় আসার সুযোগ পাওয়া আমার কাছে ঘরে ফেরার অনুভূতি ।"

বরিস বেকার, গ্রেগ লুগানিসের পর এবার হার্নান ক্রেসপোর যোগদান কলকাতা ম্যারাথনকে নিঃসন্দেহে অন্য মাত্রা দেবে ।

কলকাতা, 7 ডিসেম্বর : প্রতিবারের মত এবারও আয়োজিত হচ্ছে কলকাতা ম্যারাথন । আর ম্যারাথনে যোগ দিতে আর্জেন্টিনার বিশ্বকাপার হার্নান ক্রেসপো আসছেন কলকাতায় । ফলে আর্ন্তজাতিক মানের ম্যারাথন আয়োজনের ঢাকে কাঠি পড়ে গেছে ইতিমধ্যেই । 25 কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনে অংশ নিতে প্রতিবছরই বিভিন্ন দেশের সেরা ম্যারাথনাররা কলকাতায় আসেন । ফ্ল্যাগ অফ করতে আসেন বিশ্বের সেরা ক্রীড়াবিদরাও । এবারও তার ব্যাতিক্রম হচ্ছে না ।

19 বছরের দীর্ঘ ফুটবল কেরিয়ারে 300 গোল করেছেন ক্রেসপো । আর্জেন্টিনার জার্সিতে তাঁর গোল সংখ্যা 35 । সের্গেই আগুয়েরো, গ্যব্রিয়েল ব্যাতিস্তুতা ও লিওনেল মেসির পরে সবচেয়ে বেশি গোল তাঁরই । 1998 থেকে 2006 । 3 টে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মাঠে নেমেছিলেন তিনি । 2000 সালে পারমা থেকে লাজিও ক্রেসপোকে কিনেছিল 56 মিলিয়ন ইউরোতে । যা ছিল সেই সময়ের সর্বোচ্চ । সিরিয়া লিগে সেইবার 26 টি গোল করে সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন তিনি ।

কলকাতা ম্যারাথনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে খুশি তিনি । বলেছেন, "এই ধরনের সম্মান পেয়ে আমি গর্বিত । আর্জেন্টিনা এই শহরে খেলে গেছে । ভারতে আবার আসার সুযোগ পেয়ে ভালো লাগছে । ফলে এখানকার আবেগ সম্বন্ধে জানি । সেদিক থেকে কলকাতার আবেগের সঙ্গে পরিচিত । এখানে আর্জেন্টিনার সমর্থক প্রচুর আছে তাও জানি । তাই কলকাতায় আসার সুযোগ পাওয়া আমার কাছে ঘরে ফেরার অনুভূতি ।"

বরিস বেকার, গ্রেগ লুগানিসের পর এবার হার্নান ক্রেসপোর যোগদান কলকাতা ম্যারাথনকে নিঃসন্দেহে অন্য মাত্রা দেবে ।

Intro:আর্জেন্টিনার বিশ্বকাপার হার্নান ক্রেসপো আসছেন কলকাতায়। প্রতিবারের মত এবারও আয়োজিত হচ্ছে কলকাতা ম্যারাথন। ফলে আর্ন্তজাতিক মানের ম্যারাথনের আয়োজনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। 25 কিলোমিটার দীর্ঘ ম্যারাথনে অংশ নিতে প্রতিবছরই বিভিন্ন দেশে র সেরা ম্যারাথনাররা কলকাতায় আসেন।ম্যারাথনের ফ্ল্যাগ অফ করতে প্রতিবছরই বিশ্বের সেরা ক্রীড়াবিদরা আসেন।এবারও তার ব্যাতিক্রম হচ্ছে না।


Body:19বছরের দীর্ঘ ফুটবল কেরিয়ারে তিনশো গোল করেছেন।আর্জেন্টিনার জার্সিতে তার গোল সংখ্যা 35। যা সের্গেই আগুয়েরো, গ্যব্রিয়েল ব্যাতিস্তুতা ও লিওনেল মেসির পরে সবচেয়ে বেশি গোল তারই।1998 থেকে 2006তিনটে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মাঠে নেমেছিলেন তিনি।2000সালে পারমা থেকে লাজিও ক্রেসপোকে কিনেছিল 56মিলিয়ন ইউরোতে। যা ছিল সেই সময়ের সর্বোচ্চ।সিরি এ লিগে সেবার 26টি গোল করে সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন তিনি।
কলকাতা ম্যারাথনের ব্র্যান্ড আম্বাসাডার হয়ে খুশি তিনি।বলেছেন,"এই ধরনের সম্মান পেয়ে আমি গর্বিত।আর্জেন্টিনা এই শহরে খেলে গিয়েছে।ভারতে আবার আসার সুযোগ পেয়ে ভালো লাগছে।ফলে এখানকার আবেগ সম্বন্ধে জানি।সেদিক থেকে কলকাতার আবেগের সঙ্গে পরিচিত।এখানে আর্জেন্টিনার সমর্থক প্রচুর আছে জানি। তাই কলকাতায় আসার সুযোগ পাওয়া আমার কাছে ঘরে ফেরার অনুভূতি।"


Conclusion:বরিস বেকার,গ্রেগ লুগানিসের পরে চলতি বছরে হার্নান ক্রেসপোর যোগদান কলকাতা ম্যারাথনকে অন্য মাত্রা দেবে নিসন্দেহে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.