ETV Bharat / sports

আলো নিয়ে অসন্তুষ্ট হাবাস, এটিকে-মোহনবাগানের প্রস্তুতি ঘিরে অনিশ্চিতা - এটিকে মোহনবাগান

শুধু তাই নয়, ইন্ডিয়ান সুপার লিগে প্রথম ম্যাচ খেলতে নামার আগে এটাই ছিল সবুজ মেরুন ব্রিগেডের একমাত্র প্রস্তুতি ম্যাচ । কিন্তু বুধবার হঠাৎ করেই ওই প্রস্তুতি ম্যাচটি ঘিরে নিজের অনাগ্রহর কথা প্রকাশ করেন এটিকে-মোহনবাগানের স্প্যানিশ কোচ ।

এটিকে-মোহনবাগান
এটিকে-মোহনবাগান
author img

By

Published : Nov 11, 2020, 10:26 PM IST

কলকাতা, 11 নভেম্বর : ইন্ডিয়ান সুপার লিগের আগে এটিকে মোহনবাগানের প্রথম অনুশীলন ম্যাচ ঘিরে হঠাৎ করেই অনিশ্চয়তার আবহ । তার পেছনে অবশ্যই হেড কোচ আন্তেনিও লোপেজ হাবাসের মতামত বড় কারণ । 14 নভেম্বর FC গোয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের কথা অনেক আগেই জানানো হয়েছিল ।

শুধু তাই নয়, ইন্ডিয়ান সুপার লিগে প্রথম ম্যাচ খেলতে নামার আগে এটাই ছিল সবুজ মেরুন ব্রিগেডের একমাত্র প্রস্তুতি ম্যাচ । কিন্তু বুধবার হঠাৎ করেই ওই প্রস্তুতি ম্যাচটি ঘিরে নিজের অনাগ্রহর কথা প্রকাশ করেন এটিকে-মোহনবাগানের স্প্যানিশ কোচ । কারণ হিসেবে তিনি ম্যানেজমেন্টকে বলেছেন যে মাঠে খেলা হবে সেখানকার আলোর ব্যবস্থা পর্যাপ্ত নয় । তাই ম্যাচ বাতিল করতে চান । যদিও এই ব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি । তবে সবুজ মেরুনের একমাত্র অনুশীলন ম্যাচ ঘিরে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে তা এক কথায় বলাই যায় ।

যদি ম্যাচটি বাতিল হয় তাহলে 20 নভেম্বর কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে কোনও প্রস্তুতি ম্যাচ না খেলেই মাঠে নামবেন রয় কৃষ্ণ, প্রীতম কোটালরা । বর্তমানে ঘেরাটোপে পুরো দলকে নিয়ে কড়া অনুশীলনে ব্যস্ত হাবাস । দলের প্রতিটি বিভাগের মধ্যে সামঞ্জস্য গড়ে তোলাই লক্ষ্য । ফুটবলাররাও প্রথম দলে জায়গা করে নিতে নিজেদের নিংড়ে দিচ্ছেন ।

গতবছরের ISL চ্যাম্পিয়নরা এই মরশুমে আই লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে গাঁটছড়া বেধে নতুন চেহারায় মাঠে নামছে । বিপুল সংখ্যক সমর্থককুলের প্রত্যাশার চাপ সামলে ফের খেতাব ধরে রাখাই লক্ষ্য হাবাস এবং তাঁর ছেলেদের । এটিকে-মোহনবাগান তার প্রথম প্রস্তুতি ম্যাচ খেলার ব্যাপারে অনিচ্ছুক হলেও কিবু ভিকুনার কেরালা ব্লাস্টার্স প্রস্তুতি ম্যাচ খেলেই তৈরি হচ্ছে । SC ইস্টবেঙ্গলের বিরুদ্ধে 1-3 গোলে হারলেও দলের খেলায় খুশি ভিকুনা । প্রথম ম্যাচের আগে খামতি দূর করে গুছিয়ে নেওয়া লক্ষ্য । এদিকে ফের স্পনসর পেল এটিকে-মোহনবাগান । এবার তাদের আর্থিক পৃষ্ঠপোষকতা করবে MP বিড়লা।

কলকাতা, 11 নভেম্বর : ইন্ডিয়ান সুপার লিগের আগে এটিকে মোহনবাগানের প্রথম অনুশীলন ম্যাচ ঘিরে হঠাৎ করেই অনিশ্চয়তার আবহ । তার পেছনে অবশ্যই হেড কোচ আন্তেনিও লোপেজ হাবাসের মতামত বড় কারণ । 14 নভেম্বর FC গোয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের কথা অনেক আগেই জানানো হয়েছিল ।

শুধু তাই নয়, ইন্ডিয়ান সুপার লিগে প্রথম ম্যাচ খেলতে নামার আগে এটাই ছিল সবুজ মেরুন ব্রিগেডের একমাত্র প্রস্তুতি ম্যাচ । কিন্তু বুধবার হঠাৎ করেই ওই প্রস্তুতি ম্যাচটি ঘিরে নিজের অনাগ্রহর কথা প্রকাশ করেন এটিকে-মোহনবাগানের স্প্যানিশ কোচ । কারণ হিসেবে তিনি ম্যানেজমেন্টকে বলেছেন যে মাঠে খেলা হবে সেখানকার আলোর ব্যবস্থা পর্যাপ্ত নয় । তাই ম্যাচ বাতিল করতে চান । যদিও এই ব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি । তবে সবুজ মেরুনের একমাত্র অনুশীলন ম্যাচ ঘিরে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে তা এক কথায় বলাই যায় ।

যদি ম্যাচটি বাতিল হয় তাহলে 20 নভেম্বর কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে কোনও প্রস্তুতি ম্যাচ না খেলেই মাঠে নামবেন রয় কৃষ্ণ, প্রীতম কোটালরা । বর্তমানে ঘেরাটোপে পুরো দলকে নিয়ে কড়া অনুশীলনে ব্যস্ত হাবাস । দলের প্রতিটি বিভাগের মধ্যে সামঞ্জস্য গড়ে তোলাই লক্ষ্য । ফুটবলাররাও প্রথম দলে জায়গা করে নিতে নিজেদের নিংড়ে দিচ্ছেন ।

গতবছরের ISL চ্যাম্পিয়নরা এই মরশুমে আই লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে গাঁটছড়া বেধে নতুন চেহারায় মাঠে নামছে । বিপুল সংখ্যক সমর্থককুলের প্রত্যাশার চাপ সামলে ফের খেতাব ধরে রাখাই লক্ষ্য হাবাস এবং তাঁর ছেলেদের । এটিকে-মোহনবাগান তার প্রথম প্রস্তুতি ম্যাচ খেলার ব্যাপারে অনিচ্ছুক হলেও কিবু ভিকুনার কেরালা ব্লাস্টার্স প্রস্তুতি ম্যাচ খেলেই তৈরি হচ্ছে । SC ইস্টবেঙ্গলের বিরুদ্ধে 1-3 গোলে হারলেও দলের খেলায় খুশি ভিকুনা । প্রথম ম্যাচের আগে খামতি দূর করে গুছিয়ে নেওয়া লক্ষ্য । এদিকে ফের স্পনসর পেল এটিকে-মোহনবাগান । এবার তাদের আর্থিক পৃষ্ঠপোষকতা করবে MP বিড়লা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.