ETV Bharat / sports

SC East Bengal : ঘরের ছেলেকে ঘরে ফেরাল লাল-হলুদ

author img

By

Published : Oct 7, 2021, 9:03 PM IST

গত বছরের মত এ বছরের আইএসএল-এ কোভিড বিধি কড়াভাবে মানার নির্দেশ দেওয়া হয়েছে। বায়ো-বাবলে থাকতে হবে প্রত্যেককে। ইতিমধ্যে লাল-হলুদ ফুটবলাররা বায়ো-বাবলে রয়েছেন। ফুটবলারদের ফিট থাকার জন্য প্র্যাকটিস শিডিউল দিয়েছেন দলের ফিজিও। এবার মাঠে নামার পালা। নির্বাসন পর্ব শেষ হলে মাঠে বল নিয়ে নামতে চাইছেন কোচ মান্যুয়েল ডিয়াজ ৷

SC East Bengal
ঘরের ছেলেকে ঘরে ফেরাল লাল-হলুদ

কলকাতা, 7 অক্টোবর : লালরিনলিয়ানা হামতে, অমরজিৎ কিয়ামের পর ডেভলপমেন্টাল স্কোয়াডের ফুটবলার হিসেবে গৌতম সিংকে সই করাল এসসি ইস্টবেঙ্গল ৷ চলতি আইএসএল-এর নিয়ম অনুসারে প্রত্যেক দলে তিন জন ডেভলপমেন্টাল ফুটবলার রাখা বাধ্যতামূলক। সেই নিয়ম অনুসারে মণিপুরের সাইখম গৌতম সিং-কে সই করানোর সিদ্ধান্ত নেয় লাল-হলুদ ম্যানেজমেন্ট।

সদ্য শেষ হওয়া ডুরান্ড কাপে হায়দরাবাদ এফসি-র হয়ে দুরন্ত ফুটবল খেলা গৌতম সিং লাল-হলুদ ফুটবল অ্যাকাডেমির প্রাক্তনী ৷ সেদিক থেকে তার এই সই এক কথায় ঘরে ফেরা। পুরনো ক্লাবে ফেরার পরে গৌতম সিং বলেন, "ইস্টবেঙ্গলের দলে যোগ দিতে পেরে আমি খুশি ৷ বাকিদের কাছ থেকে শিখতে চাই আমি ৷ এই সুযোগ কাজে লাগানোই আমার প্রধান লক্ষ্য।"

এদিকে দল গঠন পর্ব শেষ হয়ে গেলেও নাইজেরিয়ার ড্যানিয়েল চিমাকে নিয়ে চিন্তা বেড়ে চলেছে। তাঁকে ছাড়া পুরো দল এখন বাধ্যতামূলক নিভৃতবাসে রয়েছে। প্রথমে শোনা গিয়েছিল জিকা ভাইরাসের টিকার জন্য যোগ দিতে দেরি হচ্ছে ৷ এখন শোনা যাচ্ছে, ভিসা সমস্যায় তাঁর এদেশে আসা দেরি হচ্ছে। তবে চলতি সপ্তাহের শেষে ভারতে আসছেন বলে জানা গিয়েছে চিমা। দলের সঙ্গে যোগ দিলেও তাকে আটদিনের বাধ্যতামূলক নিভৃতবাসে থাকতে হবে। নিয়ম অনুসারে দুটো ভ্যাকসিন দেওয়া থাকলে আটদিনের নিভৃতবাস। একটি ভ্যাকসিন দেওয়া থাকলে বাড়তি তিনদিন।

আরও পড়ুন : গ্যালারিতেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব সিএসকে ক্রিকেটারের

গত বছরের মত এ বছরের আইএসএল-এ কোভিড বিধি কড়াভাবে মানার নির্দেশ দেওয়া হয়েছে। বায়ো-বাবলে থাকতে হবে প্রত্যেককে। ইতিমধ্যে লাল-হলুদ ফুটবলাররা বায়ো-বাবলে রয়েছেন। ফুটবলারদের ফিট থাকার জন্য প্র্যাকটিস শিডিউল দিয়েছেন দলের ফিজিও। এবার মাঠে নামার পালা। নির্বাসন পর্ব শেষ হলে মাঠে বল নিয়ে নামতে চাইছেন কোচ মান্যুয়েল ডিয়াজ ৷ 21 নভেম্বর আইএসএলে প্রথম ম্যাচ খেলবে এসসি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। তার আগে দলকে ফিট ও তৈরি করার চ্যালেঞ্জ লাল-হলুদের স্প্যানিশ কোচের সামনে।

কলকাতা, 7 অক্টোবর : লালরিনলিয়ানা হামতে, অমরজিৎ কিয়ামের পর ডেভলপমেন্টাল স্কোয়াডের ফুটবলার হিসেবে গৌতম সিংকে সই করাল এসসি ইস্টবেঙ্গল ৷ চলতি আইএসএল-এর নিয়ম অনুসারে প্রত্যেক দলে তিন জন ডেভলপমেন্টাল ফুটবলার রাখা বাধ্যতামূলক। সেই নিয়ম অনুসারে মণিপুরের সাইখম গৌতম সিং-কে সই করানোর সিদ্ধান্ত নেয় লাল-হলুদ ম্যানেজমেন্ট।

সদ্য শেষ হওয়া ডুরান্ড কাপে হায়দরাবাদ এফসি-র হয়ে দুরন্ত ফুটবল খেলা গৌতম সিং লাল-হলুদ ফুটবল অ্যাকাডেমির প্রাক্তনী ৷ সেদিক থেকে তার এই সই এক কথায় ঘরে ফেরা। পুরনো ক্লাবে ফেরার পরে গৌতম সিং বলেন, "ইস্টবেঙ্গলের দলে যোগ দিতে পেরে আমি খুশি ৷ বাকিদের কাছ থেকে শিখতে চাই আমি ৷ এই সুযোগ কাজে লাগানোই আমার প্রধান লক্ষ্য।"

এদিকে দল গঠন পর্ব শেষ হয়ে গেলেও নাইজেরিয়ার ড্যানিয়েল চিমাকে নিয়ে চিন্তা বেড়ে চলেছে। তাঁকে ছাড়া পুরো দল এখন বাধ্যতামূলক নিভৃতবাসে রয়েছে। প্রথমে শোনা গিয়েছিল জিকা ভাইরাসের টিকার জন্য যোগ দিতে দেরি হচ্ছে ৷ এখন শোনা যাচ্ছে, ভিসা সমস্যায় তাঁর এদেশে আসা দেরি হচ্ছে। তবে চলতি সপ্তাহের শেষে ভারতে আসছেন বলে জানা গিয়েছে চিমা। দলের সঙ্গে যোগ দিলেও তাকে আটদিনের বাধ্যতামূলক নিভৃতবাসে থাকতে হবে। নিয়ম অনুসারে দুটো ভ্যাকসিন দেওয়া থাকলে আটদিনের নিভৃতবাস। একটি ভ্যাকসিন দেওয়া থাকলে বাড়তি তিনদিন।

আরও পড়ুন : গ্যালারিতেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব সিএসকে ক্রিকেটারের

গত বছরের মত এ বছরের আইএসএল-এ কোভিড বিধি কড়াভাবে মানার নির্দেশ দেওয়া হয়েছে। বায়ো-বাবলে থাকতে হবে প্রত্যেককে। ইতিমধ্যে লাল-হলুদ ফুটবলাররা বায়ো-বাবলে রয়েছেন। ফুটবলারদের ফিট থাকার জন্য প্র্যাকটিস শিডিউল দিয়েছেন দলের ফিজিও। এবার মাঠে নামার পালা। নির্বাসন পর্ব শেষ হলে মাঠে বল নিয়ে নামতে চাইছেন কোচ মান্যুয়েল ডিয়াজ ৷ 21 নভেম্বর আইএসএলে প্রথম ম্যাচ খেলবে এসসি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। তার আগে দলকে ফিট ও তৈরি করার চ্যালেঞ্জ লাল-হলুদের স্প্যানিশ কোচের সামনে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.