প্যারিস, 8 সেপ্টেম্বর : নেইমার, ডি মারিয়ার পর কোরোনায় আক্রান্ত হলেন প্যারিস সাঁ জাঁর আরও এক তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপে । যে কারণে আজ নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি ।
গত সপ্তাহেই UEFA নেশনস লিগে সুইডেনের বিরুদ্ধে 1-0 গোলে জেতে ফ্রান্স । সেই ম্যাচে জয়সূচক গোলটি করেছিলেন এমবাপে । তবে আজ বিশ্বকাপের রানার্স দল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে থাকছেন না তিনি । ম্যাচের আগেই তাঁর শরীরে ধরা পড়েছে কোরোনা ভাইরাসের অস্তিত্ব ।
এই নিয়ে PSG-র সাত ফুটবলার কোরোনায় আক্রান্ত হলেন । গত সপ্তাহেই দলের ছ'জন ফুটবলার কোরোনায় আক্রান্ত বলে নিশ্চিত করেছিল লিগ ওয়ান চ্যাম্পিয়নরা । তার মধ্যে রয়েছেন নেইমার, ইকার্দি, মারকুইনহস, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিও পারেদেস ও কেলর নাভাস । 23 অগাস্ট চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর তাঁরা সবাই স্পেনের ইবিজা দ্বীপে ঘুরতে গিয়েছিলেন ।
ফলে ওই ছজনের মতো লিগ ওয়ানের 2020/21 মরশুমের প্রথম ম্যাচে লেন্সের বিরুদ্ধে এমবাপেকেও পাবে না PSG ।