ETV Bharat / sports

ভারতে দ্বিতীয় ইনিংস শুরু কিবু ভিকুনার

নতুন মরশুমে, নতুন ক্লাবে যাবতীয় মনসংযোগ দেওয়ার কথা জানিয়েছেন কিবু ভিকুনা । শক্তিশালী দল গড়া এবং নিজের কোচিং বুদ্ধি দিয়ে কেরালার জন্য সাফল্য নিয়ে আসাই পাখির চোখ তাঁর ।

ভারতে দ্বিতীয় ইনিংস কিবু ভিকুনা
ভারতে দ্বিতীয় ইনিংস কিবু ভিকুনা
author img

By

Published : Apr 24, 2020, 9:56 PM IST

কলকাতা, 24 এপ্রিল: দায়িত্ব নেওয়ার পর ঘর গোছানোর কাজ শুরু করলেন কিবু ভিকুনা । শোনা যাচ্ছে, তাঁর পথ অনুসরণ করে মোহনবাগানের সহকারি কোচ টমাস থুস এবং ফিজিও পাওলিয়াসও কেরালা ব্লাস্টার্সের দিকে পা বাড়িয়েছেন । শুধু তাই নয়, নওরেম, সুহের ভিপিকেও নতুন মরশুমে কেরালার হয়ে খেলতে দেখা যেতে পারে । ATK থেকে জবি জাস্টিনও হয়তো নতুন মরশুমে কেরালা ব্লাস্টার্সে খেলবেন ।

সমর্থকদের ভালোবাসাকে সঙ্গী করে নতুন ক্লাবে নতুন ইনিংস শুরু করছেন, এমন ছবি কলকাতা ময়দানে বিরল । সেই বিরল ঘটনার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেললেন কিবু ভিকুনা । বছর 48-এর স্প্যানিশ কোচের কোচিংয়ে মোহনবাগান আই লিগ জিতেছে । আগের মরশুমের সাফল্য যে কোনও কোচকেই নতুনভাবে পরিকল্পনা সাজাতে উদ্বুদ্ধ করে । কিন্তু ATK-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে মোহনবাগান এখন ISL-এ । ফলে সাফল্য পেলেও কিবু ভিকুনা ব্রাত্যই রয়ে গিয়েছিলেন । ঠিক সেই সময় আসে কেরালা ব্লাস্টার্সের প্রস্তাব । দেরি করেননি তিনি । দিন কয়েক আগে আনুষ্ঠানিকভাবে ভিকুনাকে কোচ হিসেবে নিযুক্ত করেছে কেরালা ব্লাস্টার্স ।

নতুন মরশুমে, নতুন ক্লাবে যাবতীয় মনসংযোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি । শক্তিশালী দল গড়া এবং নিজের কোচিং বুদ্ধি দিয়ে কেরালার জন্য সাফল্য নিয়ে আসাই পাখির চোখ ভিকুনার । ISL-এ ATK বনাম কেরালা ব্লাস্টার্সের ফুটবল দ্বৈরথ আদতে বাগান সমর্থকদের আবেগের লড়াইয়ে পরিণত হবে, বলছেন সবাই । 48 বছরের কোচের মতে, ফুটবলে এই ধরনের পরিবর্তন স্বাভাবিক । তাই মোহনবাগানের আগাম সাফল্য কামনা করছেন । তবে মাঠে মুখোমুখি হলে প্রাক্তন দলকে কোনওভাবেই সহানুভূতি দেখাবেন না তা এখনই জানিয়ে দিলেন ।

কেরালা ব্লাস্টার্সের হয়ে কাজ করার সুযোগ পেয়ে খুশি । তবে আইলিগের খুঁটিনাটি জানলেও ISL তার কাছে এক নতুন অভিজ্ঞতা । তাই ISL নিয়ে এখনই বেশি শব্দ ব্যয় করতে চান না ভিকুনা ।

কলকাতা, 24 এপ্রিল: দায়িত্ব নেওয়ার পর ঘর গোছানোর কাজ শুরু করলেন কিবু ভিকুনা । শোনা যাচ্ছে, তাঁর পথ অনুসরণ করে মোহনবাগানের সহকারি কোচ টমাস থুস এবং ফিজিও পাওলিয়াসও কেরালা ব্লাস্টার্সের দিকে পা বাড়িয়েছেন । শুধু তাই নয়, নওরেম, সুহের ভিপিকেও নতুন মরশুমে কেরালার হয়ে খেলতে দেখা যেতে পারে । ATK থেকে জবি জাস্টিনও হয়তো নতুন মরশুমে কেরালা ব্লাস্টার্সে খেলবেন ।

সমর্থকদের ভালোবাসাকে সঙ্গী করে নতুন ক্লাবে নতুন ইনিংস শুরু করছেন, এমন ছবি কলকাতা ময়দানে বিরল । সেই বিরল ঘটনার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেললেন কিবু ভিকুনা । বছর 48-এর স্প্যানিশ কোচের কোচিংয়ে মোহনবাগান আই লিগ জিতেছে । আগের মরশুমের সাফল্য যে কোনও কোচকেই নতুনভাবে পরিকল্পনা সাজাতে উদ্বুদ্ধ করে । কিন্তু ATK-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে মোহনবাগান এখন ISL-এ । ফলে সাফল্য পেলেও কিবু ভিকুনা ব্রাত্যই রয়ে গিয়েছিলেন । ঠিক সেই সময় আসে কেরালা ব্লাস্টার্সের প্রস্তাব । দেরি করেননি তিনি । দিন কয়েক আগে আনুষ্ঠানিকভাবে ভিকুনাকে কোচ হিসেবে নিযুক্ত করেছে কেরালা ব্লাস্টার্স ।

নতুন মরশুমে, নতুন ক্লাবে যাবতীয় মনসংযোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি । শক্তিশালী দল গড়া এবং নিজের কোচিং বুদ্ধি দিয়ে কেরালার জন্য সাফল্য নিয়ে আসাই পাখির চোখ ভিকুনার । ISL-এ ATK বনাম কেরালা ব্লাস্টার্সের ফুটবল দ্বৈরথ আদতে বাগান সমর্থকদের আবেগের লড়াইয়ে পরিণত হবে, বলছেন সবাই । 48 বছরের কোচের মতে, ফুটবলে এই ধরনের পরিবর্তন স্বাভাবিক । তাই মোহনবাগানের আগাম সাফল্য কামনা করছেন । তবে মাঠে মুখোমুখি হলে প্রাক্তন দলকে কোনওভাবেই সহানুভূতি দেখাবেন না তা এখনই জানিয়ে দিলেন ।

কেরালা ব্লাস্টার্সের হয়ে কাজ করার সুযোগ পেয়ে খুশি । তবে আইলিগের খুঁটিনাটি জানলেও ISL তার কাছে এক নতুন অভিজ্ঞতা । তাই ISL নিয়ে এখনই বেশি শব্দ ব্যয় করতে চান না ভিকুনা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.