ETV Bharat / sports

মহিলাদের পাচার হওয়া আটকে ছিলেন, লকডাউনেও রক্ষাকর্তা দীপেন্দুই - তৃণমূল বিধায়ক দীপেন্দু বিশ্বাস

খবর পেয়েই ছুটে গিয়েছিলেন প্রশাসনের কাছে । উদ্ধার করেছিলেন মহিলাদের পাচার হওয়ার হাতে থেকে । লকডাউনে সেই মহিলাদের সাহায্যেই ফের এগিয়ে এলেন প্রাক্তন ফুটবলার তথা তৃণমূল বিধায়ক দীপেন্দু বিশ্বাস ।

Dipendu Biswas
দীপেন্দু বিশ্বাস
author img

By

Published : Apr 10, 2020, 9:25 AM IST

কলকাতা, 10 এপ্রিল : পাচার হওয়া বেশ কয়েকজন মহিলাকে একসময় উদ্ধার করেছিলেন তিনি । লকডাউনের সময়ও নীরবে তাঁদের সুরক্ষিত রাখার দায়বদ্ধতা পালন করে চলেছেন । কথা হচ্ছে প্রাক্তন ফুটবলার তথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক দীপেন্দু বিশ্বাস‌কে নিয়ে ।

বেশ কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস বিধায়ক দীপেন্দু বিশ্বাসের কাছে মহিলা পাচারের খবর আসে । সংখ‍্যাটা 22 থেকে 25 জন । খবরটা পাওয়া মাত্রই প্রশাসনের দ্বারস্থ হন । পাচার হওয়ার হাত থেকে ওই মহিলাদের উদ্ধার করেন । পাশাপাশি যাতে সমাজে ওই মহিলাদের ভাবমূর্তি নষ্ট না হয় তাই তাঁদের পরিচয় গোপন রাখেন । নিজের বিধানসভা কেন্দ্র বসিরহাটে তাদের থাকার জন্য ব্যবস্থা করেন ।

দীপেন্দুর সাহায্যের ফলে সমাজের মূল স্রোতে ফেরেন ওই মহিলারা । উপার্জন করতে শুরু করেন । কিন্তু বাধা হয়ে দাঁড়াল লকডাউন । বন্ধ হল উপার্জন । অভাব দেখা দিল সংসারে । তাঁদের এই অবস্থায় ফের পাশে এসে দাঁড়ালেন দীপেন্দু । বাড়ালেন সাহায্যের হাত । তবে, এবারও সুরক্ষার কথা ভেবে গোপনেই রাখলেন ওই মহিলাদের পরিচয় ।

দীপেন্দু বলেন, "প্রত্যেকের সামাজিক মর্যাদা রয়েছে । সাহায্য নিঃশব্দে করাই ভালো । বিধানসভা এলাকার অন্যান্য মানুষদের পাশাপাশি এদেরও সাহায্য করা হচ্ছে‌ ‌। এদের মুখে হাসি ফুটলে আমি খুশি । মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো মৌলিক কর্তব্য ।"

কলকাতা, 10 এপ্রিল : পাচার হওয়া বেশ কয়েকজন মহিলাকে একসময় উদ্ধার করেছিলেন তিনি । লকডাউনের সময়ও নীরবে তাঁদের সুরক্ষিত রাখার দায়বদ্ধতা পালন করে চলেছেন । কথা হচ্ছে প্রাক্তন ফুটবলার তথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক দীপেন্দু বিশ্বাস‌কে নিয়ে ।

বেশ কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস বিধায়ক দীপেন্দু বিশ্বাসের কাছে মহিলা পাচারের খবর আসে । সংখ‍্যাটা 22 থেকে 25 জন । খবরটা পাওয়া মাত্রই প্রশাসনের দ্বারস্থ হন । পাচার হওয়ার হাত থেকে ওই মহিলাদের উদ্ধার করেন । পাশাপাশি যাতে সমাজে ওই মহিলাদের ভাবমূর্তি নষ্ট না হয় তাই তাঁদের পরিচয় গোপন রাখেন । নিজের বিধানসভা কেন্দ্র বসিরহাটে তাদের থাকার জন্য ব্যবস্থা করেন ।

দীপেন্দুর সাহায্যের ফলে সমাজের মূল স্রোতে ফেরেন ওই মহিলারা । উপার্জন করতে শুরু করেন । কিন্তু বাধা হয়ে দাঁড়াল লকডাউন । বন্ধ হল উপার্জন । অভাব দেখা দিল সংসারে । তাঁদের এই অবস্থায় ফের পাশে এসে দাঁড়ালেন দীপেন্দু । বাড়ালেন সাহায্যের হাত । তবে, এবারও সুরক্ষার কথা ভেবে গোপনেই রাখলেন ওই মহিলাদের পরিচয় ।

দীপেন্দু বলেন, "প্রত্যেকের সামাজিক মর্যাদা রয়েছে । সাহায্য নিঃশব্দে করাই ভালো । বিধানসভা এলাকার অন্যান্য মানুষদের পাশাপাশি এদেরও সাহায্য করা হচ্ছে‌ ‌। এদের মুখে হাসি ফুটলে আমি খুশি । মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো মৌলিক কর্তব্য ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.