কলকাতা, 4 জুলাই : গত মরশুমের বিদেশি ফুটবলাররাও এবার লাল হলুদ ছাড়ার ভাবনা চিন্তা শুরু করেছেন? সাম্প্রতি তাঁদের কয়েকটি গতিপ্রকৃতি সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে । স্টেইনম্যান নতুন মরসুমে দল খুঁজে নিয়েছেন । পিলকিংটন এখনও সেইরকম কোনও ইঙ্গিত দেননি । তবে ব্রাইট এনোবাখারে অপেক্ষা করলেও শেষ পর্যন্ত দলবদলের ভাবনা চিন্তা শুরু করেছেন । নাইজেরিয়ান ফুটবলারটি গত মরসুমে প্রথম ম্যাচ থেকেই সদস্য সমর্থকদের মন জিতে নিয়েছিলেন । তাঁকে দলে পেতে আইএসএলের বেশ কয়েকটি দল আগ্রহী ছিল ।
ব্রাইট স্বয়ং লাল হলুদ জার্সি পড়তে আগ্রহী । কিন্তু ক্লাব এবং লগ্নিকারীর মধ্যে চুক্তি চুক্তিতে স্বাক্ষর করা নিয়ে টালবাহানার জের দলের পারফরম্যান্সে পড়বে । এই পরিস্থিতি চললে গত মরশুমের চেয়ে ভাল ফল না হওয়ার সম্ভাবনাই প্রবল ।
আরও পড়ুন : Mithali Raj : সচিন ও গাভাসকরের সঙ্গে মিতালীর তুলনা চলে : শান্থা রাঙ্গাস্বামী
লগ্নিকারীর তরফেও একই ইঙ্গিত পাওয়া যাচ্ছে । তারা চুক্তিতে স্বাক্ষর নিয়ে আর সময দিতে রাজি নয় । দেশী-বিদেশি ফুটবলারদের নিয়মিত ব্যবধানে দল ছাড়ার খবর ক্লাবের পরিস্থিতি কঠিন করলেও আগে চুক্তি বিতর্কের সমাধান চাইছেন বাঙুররা । ক্লাব কেন দ্রুত চুক্তিতে স্বাক্ষর করছে না এই বিষয়টি ধোঁয়শায় ভরা । সদস্য-সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় অসন্তোষের ঝড় তুলেছেন । কোথায় সমস্যা তাঁদের কাছেও স্পষ্ট নয় । পড়শি ক্লাব যখন ইউরো খেলে আসা ফুটবলারকে দলে নিয়ে শক্তি বাড়াচ্ছে, তখন লাল হলুদে চুক্তি নিয়ে ডামাডোল, ফুটবলার ছাড়ার হিড়িক । সমর্থকদের ধৈর্যের বাঁধ ভাঙছে, এবার হয়তো কর্তাদের চাপ আরও বাড়বে ।