ETV Bharat / sports

Durand Cup: ডুরান্ড কাপ নিয়ে সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে যেতে চায় না আইএফএ

ডুরান্ডের আয়োজক সেনাবাহিনীর সঙ্গে কোনওরকম সংঘাতে যেতে রাজি নয় আইএফএ । কলকাতা লিগের গুরুত্ব বুঝিয়ে সমস্যা সমাধানের পথ খোঁজার ভাবনা শুরু করেছে তারা ।

Durand Cup
ডুরান্ড কাপ নিয়ে সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে যেতে চায় না আইএফএ
author img

By

Published : Jul 30, 2021, 10:59 PM IST

কলকাতা, 30 জুলাই: ডুরান্ডের আয়োজক কমিটির সঙ্গে কোনও সংঘাতে যেতে রাজি নয় আইএফএ । কলকাতা লিগের গুরুত্ব বুঝিয়ে সমস্যা সমাধানের পথ খোঁজার ভাবনা তাদের । 18 অগস্ট থেকে কলকাতা লিগ শুরু হচ্ছে । 1 অগস্ট কলকাতা ময়দানে বল গড়াবে । যা নিয়ে ফুটবল ক্লাবগুলি তাদের মতো করে দল গোছাতে শুরু করেছে । ময়দানে বল গড়ানোর পরিস্থিতি সবুজ সংকেত পেতেই আর্থিক পৃষ্ঠপোষকরা রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে । এই অবস্থায় আইএফের কলকাতা লিগ আয়োজনের পথে কাঁটা হয়ে দাড়িয়েছে ডুরান্ড কাপ ।

2019 সালে প্রথমবার শতাব্দী প্রাচীন ফুটবল টুর্নামেন্ট দিল্লির বদলে কলকাতায় অনুষ্ঠিত হয় । এবছরও কলকাতায় আয়োজন করা হবে বলে আয়োজক সেনাবাহিনী ঘোষণা করেছে । সেপ্টেম্বরে তারা এই টুর্নামেন্ট করবে । এখানেই সমস্যার সূত্রপাত । কারণ কলকাতা লিগ এবং ডুরান্ড কাপের সময়সীমা পরস্পরের গায়ে গায়ে পড়ে যাচ্ছে । যাতে অসুবিধায় পড়বে কলকাতার তিন প্রধান । ইতিমধ্যেই আইএসএলের ছটি দল, আই লিগের দল নিয়ে ডুরাণ্ড কাপ আয়োজনের কথা জানিয়েছে, সেনাবাহিনী । আইএসএলের ছয়টি দল এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স, এটিকে মোহনবাগান, বেঙ্গালুরু এফসি, হায়দরাবাদ এফসি, মুম্বই সিটি এফসি ডুরান্ড কাপ খেলবে । আই লিগের গোকুলাম এফসি, রিয়াল কাশ্মীর, ট্রাউ এফসি, চার্চিল ব্রাদার্স, পঞ্জাব এফসি, মহামেডান স্পোর্টিং ডুরান্ড কাপে খেলার সম্মতি জানিয়েছে । আর্মি গ্রীন, আর্মি রেড, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভিও খেলবে ডুরান্ড কাপে ।

ডুরান্ড কাপ নিয়ে সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে যেতে চায় না আইএফএ

আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, কলকাতার তিন প্রধান দল যদি সমান্তরালভাবে লিগ এবং ডুরান্ড কাপ খেলতে পারে তাহলে স্বাগত । কিন্তু ইতিমধ্যেই এটিকে মোহনবাগানের এএফসি কাপের খেলার কথা চিন্তা করে কলকাতা লিগের সূচিতে পরিবর্তন করতে হচ্ছে । এই অবস্থায় ডুরান্ড কাপ খেলার ঝক্কি সামলাতে হলে ক্লাবগুলি সমস্যায় পড়বে । কলকাতা ক্লাবের স্বার্থ দেখা আইএফের কর্তব্য । তাছাড়া যে কোনও টুর্নামেন্ট কলকাতায় করতে হলে আইএফের অনুমতি জরুরি । পুরো বিষয়টি আইএফএ দেশীয় ফুটবলের নিয়ামক সংস্থা এআইএফএফকে জানানো হয়েছে ।

আরও পড়ুন: হাজারো প্রতিবন্ধকতাকে নক আউট করে অলিম্পিকসে পদকজয় নিশ্চিত লাভলিনার

কলকাতা লিগ ক্ষতিগ্রস্ত বা আয়োজন করতে না পারলে তারা কীভাবে আর্থিকভাবে ক্ষতির সামনে পড়বে তা তুলে ধরেছেন জয়দীপবাবু । রবিবার ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের সঙ্গেও ফের আলোচনা হবে । আইএফএ সচিব বলেন, "দু'বছর আগে ডুরান্ড কমিটি তাদের সঙ্গে সামঞ্জস্য রেখে সূচি তৈরি করেছিল । এবার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে দায়িত্ব দিয়েছে ৷ তাই পুরোটা সামলাতে গিয়েই সমস্যা হচ্ছে । তবে আশা করছি কোনও তিক্ততা নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে ।"

কলকাতা, 30 জুলাই: ডুরান্ডের আয়োজক কমিটির সঙ্গে কোনও সংঘাতে যেতে রাজি নয় আইএফএ । কলকাতা লিগের গুরুত্ব বুঝিয়ে সমস্যা সমাধানের পথ খোঁজার ভাবনা তাদের । 18 অগস্ট থেকে কলকাতা লিগ শুরু হচ্ছে । 1 অগস্ট কলকাতা ময়দানে বল গড়াবে । যা নিয়ে ফুটবল ক্লাবগুলি তাদের মতো করে দল গোছাতে শুরু করেছে । ময়দানে বল গড়ানোর পরিস্থিতি সবুজ সংকেত পেতেই আর্থিক পৃষ্ঠপোষকরা রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে । এই অবস্থায় আইএফের কলকাতা লিগ আয়োজনের পথে কাঁটা হয়ে দাড়িয়েছে ডুরান্ড কাপ ।

2019 সালে প্রথমবার শতাব্দী প্রাচীন ফুটবল টুর্নামেন্ট দিল্লির বদলে কলকাতায় অনুষ্ঠিত হয় । এবছরও কলকাতায় আয়োজন করা হবে বলে আয়োজক সেনাবাহিনী ঘোষণা করেছে । সেপ্টেম্বরে তারা এই টুর্নামেন্ট করবে । এখানেই সমস্যার সূত্রপাত । কারণ কলকাতা লিগ এবং ডুরান্ড কাপের সময়সীমা পরস্পরের গায়ে গায়ে পড়ে যাচ্ছে । যাতে অসুবিধায় পড়বে কলকাতার তিন প্রধান । ইতিমধ্যেই আইএসএলের ছটি দল, আই লিগের দল নিয়ে ডুরাণ্ড কাপ আয়োজনের কথা জানিয়েছে, সেনাবাহিনী । আইএসএলের ছয়টি দল এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স, এটিকে মোহনবাগান, বেঙ্গালুরু এফসি, হায়দরাবাদ এফসি, মুম্বই সিটি এফসি ডুরান্ড কাপ খেলবে । আই লিগের গোকুলাম এফসি, রিয়াল কাশ্মীর, ট্রাউ এফসি, চার্চিল ব্রাদার্স, পঞ্জাব এফসি, মহামেডান স্পোর্টিং ডুরান্ড কাপে খেলার সম্মতি জানিয়েছে । আর্মি গ্রীন, আর্মি রেড, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভিও খেলবে ডুরান্ড কাপে ।

ডুরান্ড কাপ নিয়ে সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে যেতে চায় না আইএফএ

আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, কলকাতার তিন প্রধান দল যদি সমান্তরালভাবে লিগ এবং ডুরান্ড কাপ খেলতে পারে তাহলে স্বাগত । কিন্তু ইতিমধ্যেই এটিকে মোহনবাগানের এএফসি কাপের খেলার কথা চিন্তা করে কলকাতা লিগের সূচিতে পরিবর্তন করতে হচ্ছে । এই অবস্থায় ডুরান্ড কাপ খেলার ঝক্কি সামলাতে হলে ক্লাবগুলি সমস্যায় পড়বে । কলকাতা ক্লাবের স্বার্থ দেখা আইএফের কর্তব্য । তাছাড়া যে কোনও টুর্নামেন্ট কলকাতায় করতে হলে আইএফের অনুমতি জরুরি । পুরো বিষয়টি আইএফএ দেশীয় ফুটবলের নিয়ামক সংস্থা এআইএফএফকে জানানো হয়েছে ।

আরও পড়ুন: হাজারো প্রতিবন্ধকতাকে নক আউট করে অলিম্পিকসে পদকজয় নিশ্চিত লাভলিনার

কলকাতা লিগ ক্ষতিগ্রস্ত বা আয়োজন করতে না পারলে তারা কীভাবে আর্থিকভাবে ক্ষতির সামনে পড়বে তা তুলে ধরেছেন জয়দীপবাবু । রবিবার ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের সঙ্গেও ফের আলোচনা হবে । আইএফএ সচিব বলেন, "দু'বছর আগে ডুরান্ড কমিটি তাদের সঙ্গে সামঞ্জস্য রেখে সূচি তৈরি করেছিল । এবার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে দায়িত্ব দিয়েছে ৷ তাই পুরোটা সামলাতে গিয়েই সমস্যা হচ্ছে । তবে আশা করছি কোনও তিক্ততা নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.