কলকাতা, 22 অগস্ট : চুক্তির টানাপোড়েনে বিরক্ত ইস্টবেঙ্গলের লগ্নিকারী সংস্থা । 16 অগস্ট ক্লাবকে চুক্তির মূল খসড়া পাঠিয়ে দেওয়ার পরেও স্বাক্ষরের ক্ষেত্রে কেন গড়িমসি হচ্ছে তা বুঝতে পারছেন না তাঁরা । ক্লাবের আপত্তির ধারাগুলো নিয়ে নমনীয় হওয়ার পরেও কর্তারা বায়নাক্কা করে চলেছেন বলে মনে হচ্ছে তাঁদের । লগ্নিকারী সংস্থার চেয়ারম্যান হরিমোহন বাঙ্গুর বলে দিয়েছেন, ক্লাবের উপর পূর্ণ নিয়ন্ত্রণ না পেলে তিনি পুনরায় লগ্নি করবেন না ।
চুক্তির মূল খসড়া মুখ্যমন্ত্রী এবং ক্লাবকেও পাঠানো হয়েছে । এরপর তাঁরা আর কোনও পরিবর্তন করতে রাজি নন । শনিবার লগ্নিকারীর পক্ষের এক কর্তা বলেন, তাঁরা উপযাচক হয়ে বিনিয়োগ করতে আসেননি । তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল । কিন্তু এখন মনে হচ্ছে সেই আমন্ত্রণ গ্রহণ করা ভুল হয়েছিল । তবে বিষয়টি যেদিকে এগোচ্ছে তাতে লগ্নিকারী সংস্থা বলছে, এ পর্যন্ত যে অর্থ খরচ হয়েছে তা ফেরত দেওয়ার ব্যবস্থা করুক ক্লাব । তারা স্বত্ব ফিরিয়ে ফিরে যেতে রাজি আছেন ।
শুক্রবার মধ্যস্থতাকারীদের সঙ্গে ক্লাব কর্তারা বৈঠকে বসেছিলেন । সেখানে চার ঘণ্টা ধরে আপত্তির লম্বা তালিকা কর্তারা তুলে ধরেছেন । কোথায়, কেন আপত্তি তা বুঝিয়ে বলেছেন । দুই একদিনের মধ্যে মধ্যস্থতাকারীরা ক্লাবকে বৈঠকের ফলাফল জানাবে বলে আশ্বস্ত করেছে । কিন্তু শনিবার কোনও আশার আলো লেসলি ক্লডিয়াস সরণীতে পৌঁছায়নি । ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেছেন, তাঁদের এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই । মধ্যস্থতাকারীদের কাছে আপত্তির কথা জানিয়েছেন । আশা করছেন ইতিবাচক উত্তর পাবেন ।
আরও পড়ুন : AFC Cup : জয়ের রাস্তা গড়লেন হুগো বুমোস, নক আউটে প্রায় নিশ্চিত এটিকে মোহনবাগান
ক্লাব চায় দ্রুত মাঠে ফিরতে । লগ্নিকারী সংস্থা ইতিমধ্যে বলে দিয়েছে তারা আর কোনও বৈঠকে আগ্রহী নয় । দল গড়তে হাতে মাত্র দশদিন রয়েছে । চুক্তির শর্তাবলী নিয়ে লগ্নিকারী এবং ক্লাবের টানাপোড়েনে বিরক্ত সমর্থকরা । তাদের মনে হচ্ছে দুই পক্ষই চুক্তির শর্তাবলী নিয়ে লুকোচুরি খেলছে । তার ফলে ক্ষতি হচ্ছে ক্লাবের ক্রীড়া পরিবেশের । ইস্টবেঙ্গল ক্লাবে এখন ফুটবলটাই গৌণ ৷