কলকাতা, 28 অগাস্ট : কলকাতা লিগে প্রথম জয় পাওয়ার দিনে মরশুমে প্রথম ডার্বির দল দেখে নিলেন কিবু ভিকুনা । কল্যাণী স্টেডিয়ামে মোহনবাগানের প্রতিপক্ষ ছিল BSS স্পোর্টিং ক্লাব । দিনের শেষে ম্যাচের ফল মোহনবাগানের পক্ষে 2-1 । সবুজ মেরুনের পক্ষে গোলদাতা সালভো চামারো ও নওরেম । BSS-এর পক্ষে গোলদাতা ওপোকু ।
কলকাতা লিগে প্রথম জয় ছিনিয়ে নেওয়ার পরে মোহনবাগান কোচ কিবু ভিকুনা বলেছেন, তিনি দলের খুনে মানসিকতায় খুশি । সুযোগ বেশি নষ্ট হয়নি দেখেও ডার্বির আগে নিশ্চিন্ত হয়েছেন । 2-1 গোলে ম্যাচ জিতলেও সবুজ মেরুন হেডস্যার মনে করেন ব্যবধানটা বড় হতে পারত ।
তিরিশ মিনিটে সালভো চামারোর গোলে মোহনবাগান এগিয়ে যায় । তবে তার আগে পাঁচ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে পারেনি সবুজ মেরুন । বিরতির আগে মোহনবাগান ও BSS একাধিক সুযোগ নষ্ট করে । পিছিয়ে পড়ার তিন মিনিটের মধ্যে রঘু নন্দীর দল সমতায় ফেরে । এদিনও ফের গোল করেন ওপোকু । এসময় মনে হয়েছিল মোহনবাগান বোধহয় ফের পয়েন্ট নষ্ট করবে । কিন্তু বিরতির পরে খেলার রাশ তুলে নেয় মোহনবাগান । একের পর এক সবুজ মেরুন আক্রমণ BSS রক্ষণে আছড়ে পড়তে থাকে । ফলস্বরূপ 46 মিনিটে মোহনবাগানের হয়ে জয়সূচক গোল নাওরেমের । তরুণ ফুটবলার গোল পাওয়ায় খুশি কিবু । বলেছেন, নাওরেম গোল পাওয়ায় তিনি খুশি । 19 বছরের ছেলেটি রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে খেলেছিল । কিন্তু ঘন ঘন ম্যাচ খেলার অভ্যাস নেই । তাই এই ধরনের ক্রীড়াসূচি নাওরেমকে নতুন অভিজ্ঞতার সামনে দাঁড় করাবে ।
ডার্বির আগে দল দেখে নেওয়ার শেষ সুযোগ পেয়েছিলেন কিবু ভিকুনা । এই ম্যাচেও সত্তর মিনিটের পরে মোহনবাগান দাঁড়িয়ে গেছিল । দলের ক্লান্তির কথা মানছেন কোচ । তাঁর মতে এই আবহাওয়ায় তিন দিন অন্তর ম্যাচ খেলার ঝক্কি সবসময় ক্লান্তিকর । দলের স্টাইল অফ গেম যে বাড়তি কিছু চাইছে তা মানছেন । আপাতত কলকাতা লিগে প্রথম তিন পয়েন্ট পেয়ে খুশি । বৃহস্পতিবার থেকে ডার্বির প্রস্তুতি শুরু করতে চান । তবে শেষ পনেরো মিনিটে যেকোনও দল জিততে পারত বলে জানিয়েছেন ।
সবুজ মেরুন জার্সিতে প্রথমবার খেলতে নেমেছিলেন চুলোভা । ইস্টবেঙ্গলের প্রাক্তন লেফটব্যাক মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন । কিবু ভিকুনা বলছেন, চুলোভাকে দলের খেলার স্টাইলের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় দিতে হবে ।