ETV Bharat / sports

লিগে প্রথম জয়, ডার্বির আগে মোহনবাগানের চিন্তা ফিটনেস - Derby match

কলকাতা লিগে প্রথম জয় ছিনিয়ে নেওয়ার পরে মোহনবাগান কোচ কিবু ভিকুনা বলেছেন, তিনি দলের খুনে মানসিকতায় খুশি । সুযোগ বেশি নষ্ট হয়নি দেখেও ডার্বির আগে নিশ্চিন্ত হয়েছেন । 2-1 গোলে ম্যাচ জিতলেও সবুজ মেরুন হেডস্যার মনে করেন ব্যবধানটা বড় হতে পারত ।

জয়ের পরে টিম মোহনবাগান
author img

By

Published : Aug 28, 2019, 11:03 PM IST

Updated : Aug 28, 2019, 11:29 PM IST

কলকাতা, 28 অগাস্ট : কলকাতা লিগে প্রথম জয় পাওয়ার দিনে মরশুমে প্রথম ডার্বির দল দেখে নিলেন কিবু ভিকুনা । কল্যাণী স্টেডিয়ামে মোহনবাগানের প্রতিপক্ষ ছিল BSS স্পোর্টিং ক্লাব । দিনের শেষে ম্যাচের ফল মোহনবাগানের পক্ষে 2-1 । সবুজ মেরুনের পক্ষে গোলদাতা সালভো চামারো ও নওরেম । BSS-এর পক্ষে গোলদাতা ওপোকু ।

কলকাতা লিগে প্রথম জয় ছিনিয়ে নেওয়ার পরে মোহনবাগান কোচ কিবু ভিকুনা বলেছেন, তিনি দলের খুনে মানসিকতায় খুশি । সুযোগ বেশি নষ্ট হয়নি দেখেও ডার্বির আগে নিশ্চিন্ত হয়েছেন । 2-1 গোলে ম্যাচ জিতলেও সবুজ মেরুন হেডস্যার মনে করেন ব্যবধানটা বড় হতে পারত ।

তিরিশ মিনিটে সালভো চামারোর গোলে মোহনবাগান এগিয়ে যায় । তবে তার আগে পাঁচ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে পারেনি সবুজ মেরুন । বিরতির আগে মোহনবাগান ও BSS একাধিক সুযোগ নষ্ট করে । পিছিয়ে পড়ার তিন মিনিটের মধ্যে রঘু নন্দীর দল সমতায় ফেরে । এদিনও ফের গোল করেন ওপোকু । এসময় মনে হয়েছিল মোহনবাগান বোধহয় ফের পয়েন্ট নষ্ট করবে । কিন্তু বিরতির পরে খেলার রাশ তুলে নেয় মোহনবাগান । একের পর এক সবুজ মেরুন আক্রমণ BSS রক্ষণে আছড়ে পড়তে থাকে । ফলস্বরূপ 46 মিনিটে মোহনবাগানের হয়ে জয়সূচক গোল নাওরেমের । তরুণ ফুটবলার গোল পাওয়ায় খুশি কিবু । বলেছেন, নাওরেম গোল পাওয়ায় তিনি খুশি । 19 বছরের ছেলেটি রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে খেলেছিল । কিন্তু ঘন ঘন ম্যাচ খেলার অভ্যাস নেই । তাই এই ধরনের ক্রীড়াসূচি নাওরেমকে নতুন অভিজ্ঞতার সামনে দাঁড় করাবে ।

ডার্বির আগে দল দেখে নেওয়ার শেষ সুযোগ পেয়েছিলেন কিবু ভিকুনা । এই ম্যাচেও সত্তর মিনিটের পরে মোহনবাগান দাঁড়িয়ে গেছিল । দলের ক্লান্তির কথা মানছেন কোচ । তাঁর মতে এই আবহাওয়ায় তিন দিন অন্তর ম্যাচ খেলার ঝক্কি সবসময় ক্লান্তিকর । দলের স্টাইল অফ গেম যে বাড়তি কিছু চাইছে তা মানছেন । আপাতত কলকাতা লিগে প্রথম তিন পয়েন্ট পেয়ে খুশি । বৃহস্পতিবার থেকে ডার্বির প্রস্তুতি শুরু করতে চান । তবে শেষ পনেরো মিনিটে যেকোনও দল জিততে পারত বলে জানিয়েছেন ।

সবুজ মেরুন জার্সিতে প্রথমবার খেলতে নেমেছিলেন চুলোভা । ইস্টবেঙ্গলের প্রাক্তন লেফটব্যাক মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন । কিবু ভিকুনা বলছেন, চুলোভাকে দলের খেলার স্টাইলের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় দিতে হবে ।

কলকাতা, 28 অগাস্ট : কলকাতা লিগে প্রথম জয় পাওয়ার দিনে মরশুমে প্রথম ডার্বির দল দেখে নিলেন কিবু ভিকুনা । কল্যাণী স্টেডিয়ামে মোহনবাগানের প্রতিপক্ষ ছিল BSS স্পোর্টিং ক্লাব । দিনের শেষে ম্যাচের ফল মোহনবাগানের পক্ষে 2-1 । সবুজ মেরুনের পক্ষে গোলদাতা সালভো চামারো ও নওরেম । BSS-এর পক্ষে গোলদাতা ওপোকু ।

কলকাতা লিগে প্রথম জয় ছিনিয়ে নেওয়ার পরে মোহনবাগান কোচ কিবু ভিকুনা বলেছেন, তিনি দলের খুনে মানসিকতায় খুশি । সুযোগ বেশি নষ্ট হয়নি দেখেও ডার্বির আগে নিশ্চিন্ত হয়েছেন । 2-1 গোলে ম্যাচ জিতলেও সবুজ মেরুন হেডস্যার মনে করেন ব্যবধানটা বড় হতে পারত ।

তিরিশ মিনিটে সালভো চামারোর গোলে মোহনবাগান এগিয়ে যায় । তবে তার আগে পাঁচ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে পারেনি সবুজ মেরুন । বিরতির আগে মোহনবাগান ও BSS একাধিক সুযোগ নষ্ট করে । পিছিয়ে পড়ার তিন মিনিটের মধ্যে রঘু নন্দীর দল সমতায় ফেরে । এদিনও ফের গোল করেন ওপোকু । এসময় মনে হয়েছিল মোহনবাগান বোধহয় ফের পয়েন্ট নষ্ট করবে । কিন্তু বিরতির পরে খেলার রাশ তুলে নেয় মোহনবাগান । একের পর এক সবুজ মেরুন আক্রমণ BSS রক্ষণে আছড়ে পড়তে থাকে । ফলস্বরূপ 46 মিনিটে মোহনবাগানের হয়ে জয়সূচক গোল নাওরেমের । তরুণ ফুটবলার গোল পাওয়ায় খুশি কিবু । বলেছেন, নাওরেম গোল পাওয়ায় তিনি খুশি । 19 বছরের ছেলেটি রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে খেলেছিল । কিন্তু ঘন ঘন ম্যাচ খেলার অভ্যাস নেই । তাই এই ধরনের ক্রীড়াসূচি নাওরেমকে নতুন অভিজ্ঞতার সামনে দাঁড় করাবে ।

ডার্বির আগে দল দেখে নেওয়ার শেষ সুযোগ পেয়েছিলেন কিবু ভিকুনা । এই ম্যাচেও সত্তর মিনিটের পরে মোহনবাগান দাঁড়িয়ে গেছিল । দলের ক্লান্তির কথা মানছেন কোচ । তাঁর মতে এই আবহাওয়ায় তিন দিন অন্তর ম্যাচ খেলার ঝক্কি সবসময় ক্লান্তিকর । দলের স্টাইল অফ গেম যে বাড়তি কিছু চাইছে তা মানছেন । আপাতত কলকাতা লিগে প্রথম তিন পয়েন্ট পেয়ে খুশি । বৃহস্পতিবার থেকে ডার্বির প্রস্তুতি শুরু করতে চান । তবে শেষ পনেরো মিনিটে যেকোনও দল জিততে পারত বলে জানিয়েছেন ।

সবুজ মেরুন জার্সিতে প্রথমবার খেলতে নেমেছিলেন চুলোভা । ইস্টবেঙ্গলের প্রাক্তন লেফটব্যাক মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন । কিবু ভিকুনা বলছেন, চুলোভাকে দলের খেলার স্টাইলের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় দিতে হবে ।

Intro:লিগে প্রথম জয়, ডার্বির আগে মোহনবাগানের চিন্তা ফিটনেস

কলকাতা,২৮ অগস্টঃ কলকাতা লিগে প্রথম জয় পাওয়ার দিনে মরসুমে প্রথম ডার্বির দল দেখে নিলেন কিবু ভিকুনা। কল্যাণী স্টেডিয়ামে মোহনবাগানের প্রতিপক্ষ ছিল বিএসএস স্পোর্টিং ক্লাব। দিনের শেষে ম্যাচের ফল মোহনবাগানের পক্ষে ২—১। সবুজ মেরুনের পক্ষে গোলদাতা সালভো চামারো ও নওরেম। বিএসএস এর পক্ষে গোলদাতা ওপোকু।
কলকাতা লিগে প্রথম জয় ছিনিয়ে নেওয়ার পরে মোহনবাগান কোচ কিবু ভিকুনা বলেছেন তিনি দলের খুনে মানসিকতায় খুশি। সুযোগ বেশি নষ্ট হয়নি দেখেও ডার্বির আগে নিশ্চিন্ত হয়েছেন। ২—১ গোলে ম্যাচ জিতলেও সবুজ মেরুন হেডস্যার মনে করেন ব্যবধানটা বড় হতে পারত।
তিরিশ মিনিটে সালভো চামারোর গোলে মোহনবাগান এগিয়ে যায়। তবে তার আগে পাঁচ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে পারেননি সবুজ মেরুন। বিরতির আগে মোহনবাগান ও বিএসএস একাধিক সুযোগ নষ্ট করে। পিছিয়ে পড়ার তিন মিনিটের মধ্যে রঘু নন্দীর দল সমতায় ফেরে। এদিনও ফের গোল করেন ওপোকু। এসময় মনে হয়েছিল মোহনবাগান বোধহয় ফের পয়েন্ট নষ্ট করবে। কিন্তুবিরতির পরে খেলার রাশ তুলে নেয় মোহনবাগান। একেররপর এক সবুজ মেরুন আক্রমন বিএসএস ক্ষণে আছড়ে পড়তে থাকে। ফল সরূপ ৪৬ মিনিটে মোহনবাগানের হয়ে জয়সূচক গোল নাওরেমের। তরুন ফুটবলার গোল পাওয়ায় খুশি কিবু ভিকুনা। বলেছেন, নাওরেম গোল পাওয়ায় তিনি খুশি। ১৯ বছরের ছেলেটি রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে খেলেছিল। কিন্তু ঘন ঘন ম্যাচ খেলার অভ্যাস নেই। তাই এই ধরনের ক্রীড়াসূচি নাওরেমকে নতুন অভিজ্ঞতার সামনে দাঁড় করাবে।
ডার্বির আগে দল দেখে নেওয়ার শেষ সুযোগ পেয়েছিলেন কিবু ভিকুনা। এই ম্যাচেও সত্তর মিনিটের পরে মোহনবাগান দাঁড়িয়ে গিয়েছিল। দলের ক্লান্তির কথা মানছেন কোচ। তার মতে এই আবহাত্তয়ায় তিন দিন অন্তর ম্যাচ খেলার ঝক্কি সবসময় ক্লান্তিকর। দলের স্টাইল অব গেম যে বাড়তি কিছু চাইছে তা মানছেন। আপাতত কলকাতা লিগে প্রথম তিন পয়েন্ট পেয়ে খুশি। বৃহস্পতিবার থেকে ডার্বির প্রস্তুতি শুরু করতে চান। তবে শেষ পনেরো মিনিটে যেকোনও দল জিততে পারত বলে জানিয়েছেন।
সবুজ মেরুন জার্সিতে প্রথমবার খেলতে নেমেছিলেন চুলোভা। ইস্টবেঙ্গলের প্রাক্তন লেফটব্যাক মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। কিবু ভিকুনা বলছেন চুলোভাকে দলের খেলার স্টাইলের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় দিতে হবে।Body:MbConclusion:
Last Updated : Aug 28, 2019, 11:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.