কলকাতা, 12 মে: নতুন বছরের শুরুতেই প্রমীলা বাহিনীর অনূর্ধ্ব 17 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। 2021 সালের ফেব্রুয়ারি মাসের 17 তারিখ শুরু হবে মেয়েদের অনূর্ধ্ব 17 বিশ্বকাপ। ফাইনাল হবে 7 মার্চ। ঘোষণা করল FIFA। চলতি বছরের নভেম্বরে ভারতে হওয়ার কথা ছিল এই প্রতিযোগিতা। কিন্তু কোরোনা পরিস্থিতির কারণে গোটা বিশ্বের মতো ভারতেও অস্বাভাবিক পরিস্থিতি দেখা দেয়। দেশে সব ধরনের খেলধুলো বন্ধ রয়েছে আপাতত। সেই কারণেই মেয়েদের অনূর্ধ্ব 17 বিশ্বকাপও নির্ধারিত সময়ে করা সম্ভব হচ্ছে না। তবে, আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারতেই বসবে মেয়েদের বিশ্ব ফুটবলের আসর। জানিয় দিল সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থা FIFA।
ছেলেদের অনূর্ধ্ব 17 বিশ্বকাপ সাফল্যের সঙ্গে আয়োজনের পরই মেয়েদের অনূর্ধ্ব 17 বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পায় ভারত। যা অনুষ্ঠিত হওয়ার হওয়ার কথা ছিল চলতি বছরের নভেম্বর মাসে। সেই মতো আয়োজক FIFA এবং ভারতের AIFF যেমন প্রস্তুতি শুরু করেছিল, তেমনই প্রস্তুতি নিতে শুরু করেছিল ভারতের মহিলা ফুটবল দলও। আয়োজক দেশ হিসেবে ভারত এই বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে। ঘরের মাঠে মোটের ওপর ভালো ফল করার লক্ষ্যে জাতীয় কোচ থমাস অ্যালেক্স অ্যামব্রোসের নেতৃত্বে চলছিল ভারতের মেয়েদের অনুশিলন। গত 13 মার্চ অবধি ভারতীয় দলের শিবির চলে। কোরোনা-আবহে তারপর বন্ধ হয়ে যায় শিবির।
তবে, নতুন করে বিশ্বকাপের দিনক্ষণ ঘোষণা হওয়ায় খুশি কোচ ও ভারতের মেয়েরা। বাংলার প্রতিনিধি জাতীয় দলের দলের গোলরক্ষক অদ্রিজা সরখেল বলেন, আপাতত জাতীয় কোচের পাঠানো চার্ট অনুযায়ী অনুশীলন করছি। বিশ্বকাপের নতুন তারিখ ঘোষণা হয়ে গেল, এখন কোচের পরবর্তী নির্দেশের অপেক্ষায় আছি।
নতুন করে বিশ্বকাপের দিন ঘোষণায় ভারতীয় ফুটবলের জন্য আশার আলো দেখছেন প্রাক্তন ফুটবলার কুন্তলা ঘোষদস্তিদার। তিনি বলেন, "দেশে বিশ্বকাপ আয়োজনের অর্থ মেয়েদের ফুটবলের পরিকাঠামো উন্নয়ন। কোরোনা ভাইরাসের কারণে খেলার দুনিয়া স্তব্ধ হয়ে রয়েছে। অলিম্পিক পিছিয়ে গিয়েছে। নভেম্বর বিশ্বকাপ হওয়া সম্ভব হচ্ছে না। একটা শঙ্কা ছিলই। কিন্তু FIFA মেয়েদের অনূর্ধ্ব 17 বিশ্বকাপের নতুন তারিখ ঘোষণা করায় আশঙ্কার সেই মেঘ কাটল।"