ETV Bharat / sports

পাকিস্তানের ফুটবল ফেডারেশনের উপর নিষেধাজ্ঞা জারি ফিফার - পাকিস্তান ফুটবল ফেডারেশন

গত 27 মার্চ পাকিস্তানের লাহোরে সে দেশের ফুটবল ফেডারেশনের অফিসে হামলা চালানোর অভিযোগ ওঠে ৷ বন্দি করে নেওয়া হয় সেই সময় যাঁরা সেখানে ছিলেন, তাঁদেরকে ৷ তার জেরেই এই সিদ্ধান্ত বলে বুধবার নিজেদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়মক সংস্থা ৷

পাকিস্তানের ফুটবল ফেডারেশনের উপর নিষেধাজ্ঞা জারি ফিফার
পাকিস্তানের ফুটবল ফেডারেশনের উপর নিষেধাজ্ঞা জারি ফিফার
author img

By

Published : Apr 7, 2021, 9:01 PM IST

লুজান, 7 এপ্রিল : পাকিস্তান ফুটবল ফেডারেশনকে সাসপেন্ড করে দিল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা ৷ তৃতীয় পক্ষের নাক গলানোর অভিযোগ উঠেছিল ভারতের এই পড়শি দেশের ফুটবল পরিচালন সংস্থার বিরুদ্ধে ৷ সেই কারণেই ফিফার তরফে বুধবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সিদ্ধান্তের কথা ফিফার তরফে তাদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে ৷

উল্লেখ্য, গত 27 মার্চ পাকিস্তানের লাহোরে সে দেশের ফুটবল ফেডারেশনের অফিসে হামলা চালানোর অভিযোগ ওঠে ৷ বন্দি করে নেওয়া হয় সেই সময় যাঁরা সেখানে ছিলেন, তাঁদেরকে ৷ এই কাজ পাকিস্তান ফুটবল ফেডারেশনের প্রাক্তন সভাপতি সৈয়দ আসফাক হুসেন শাহ ও তাঁর দলবল করে বলে অভিযোগ ৷ ফিফার তরফে নিয়োগ করা কমিটিকেও সরিয়ে দেওয়া হয় ৷

আরও পড়ুন : 20 বছর পর বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে হার জার্মানির

তার জেরেই এই সিদ্ধান্ত বলে বুধবার নিজেদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়মক সংস্থা ৷ তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে পাকিস্তানের ফুটবল ফেডারেশনকে সতর্কবার্তাও দিয়েছিল ফিফা ৷ তাতে কাজ না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হল বলে খবর ৷

লুজান, 7 এপ্রিল : পাকিস্তান ফুটবল ফেডারেশনকে সাসপেন্ড করে দিল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা ৷ তৃতীয় পক্ষের নাক গলানোর অভিযোগ উঠেছিল ভারতের এই পড়শি দেশের ফুটবল পরিচালন সংস্থার বিরুদ্ধে ৷ সেই কারণেই ফিফার তরফে বুধবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সিদ্ধান্তের কথা ফিফার তরফে তাদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে ৷

উল্লেখ্য, গত 27 মার্চ পাকিস্তানের লাহোরে সে দেশের ফুটবল ফেডারেশনের অফিসে হামলা চালানোর অভিযোগ ওঠে ৷ বন্দি করে নেওয়া হয় সেই সময় যাঁরা সেখানে ছিলেন, তাঁদেরকে ৷ এই কাজ পাকিস্তান ফুটবল ফেডারেশনের প্রাক্তন সভাপতি সৈয়দ আসফাক হুসেন শাহ ও তাঁর দলবল করে বলে অভিযোগ ৷ ফিফার তরফে নিয়োগ করা কমিটিকেও সরিয়ে দেওয়া হয় ৷

আরও পড়ুন : 20 বছর পর বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে হার জার্মানির

তার জেরেই এই সিদ্ধান্ত বলে বুধবার নিজেদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়মক সংস্থা ৷ তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে পাকিস্তানের ফুটবল ফেডারেশনকে সতর্কবার্তাও দিয়েছিল ফিফা ৷ তাতে কাজ না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হল বলে খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.