দিল্লি, ৫ জুন : ২০২১ সালে AFC চ্যাম্পিয়ন লিগে খেলবে ৩ ভারতীয় ক্লাব । বেঙ্গালুরু FC, FC গোয়া ও ATK-মোহনবাগান । গতকাল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) একথা জানিয়েছে ।
২০১৯-২০ মরশুমে ISL-র বিজয়ী দল FC গোয়া সরাসরি এই চ্যাম্পিয়নস লিগে জায়গা পেয়েছে । ফলে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে AFC চ্যাম্পিয়নস লিগে জায়গা পেয়েছে তারা ।
অন্যদিকে, ২০১৯-২০ মরশুমের আইলিগ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান । আর ২০১৯-২০ মরশুমের ISL-এ রানার আপ হয়েছিল ATK । কয়েকমাস আগে ATK-র সঙ্গে মোহনবাগান গাঁটছড়া বেঁধেছে । ফলে ATK-মোহনবাগান নামে AFC চ্যাম্পিয়নস লিগের গ্রুপ স্টেজে খেলবে তারা । AIFF-র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, যেহেতু দুটি দল একসঙ্গে খেলার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছে । এবং মোহনবাগান ২০১৯-২০ মরশুমে আইলিগ চ্যাম্পিয়ন হয়েছে । তাই তারা AFC কাপের গ্রুপ স্টেজে সরাসরি ATK-মোহনবাগান নামে খেলবে ।
AFC কাপের প্লে-অফে খেলবে বেঙ্গালুরু FC । ২০১৯-২০ মরশুমের ISL-এ তৃতীয় হয়েছিল তারা । AIFF-র তরফে জানানো হয়েছে, ২০১৯-২০ মরশুমে ISL-এ তৃতীয় স্থান দখল করায় AFC কাপে জায়গা পেল তারা ।