ETV Bharat / sports

অতিরিক্ত সময়ে নরউইচকে হারিয়ে FA কাপের সেমিফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড - নরউইচকে হারিয়ে FA কাপের সেমিফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

89 মিনিটে ডিফেন্ডার টিম ক্লোসে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর পাঁচটি দুরন্ত সেভ করেন নরউইচ গোলরক্ষক টিম ক্রুল ৷ কিন্তু অতিরিক্ত সময়ের শেষ তিন মিনিট আগে তা ভাঙতে সমর্থ হয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷

image
manchester united
author img

By

Published : Jun 28, 2020, 10:18 PM IST

লন্ডন, 28 জুন : FA কাপের সেমিফাইনালে পৌঁছাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷ শনিবার 10 জনের নরউইচকে অতিরিক্ত সময়ের গোলে হারায় তারা ৷ খেলার ফলাফল 2-1 ৷

89 মিনিটে ডিফেন্ডার টিম ক্লোসে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর পাঁচটি দুরন্ত সেভ করেন নরউইচ গোলরক্ষক টিম ক্রুল ৷ কিন্তু অতিরিক্ত সময়ের শেষ তিন মিনিট আগে নরউইচের লকগেট ভাঙে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷

ম্যাঞ্চেস্টার ইইউনাইটেড ম্যানেজার ওলে গুনার শোল্কাজার প্রথম সারির কয়েকজন ফুটবলারকে নামাননি ৷ ম্যাচের 51 মিনিটে ম্যান ইউয়ের হয়ে গোল করেন স্ট্রাইকার অডিয়ন ইঘালো ৷

গোল করে নরউইচকে 75 মিনিটে সমতায় ফেরায় টড কান্টওয়েল ৷ পেনাল্টি বক্সের বাইরে থেকে টডের দুরন্ত শট ম্যান ইউর জাল কাঁপিয়ে দেয় ৷ গোলরক্ষক সার্জিও রোমেরোর কাছে এই শটের কোনও উত্তর ছিল না ৷

এখনও পর্যন্ত 12 বার FA কাপ জিতেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷ শেষ বার 2016 সালে এই খেতাব জিতেছিল ম্যান ইউ ৷

লন্ডন, 28 জুন : FA কাপের সেমিফাইনালে পৌঁছাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷ শনিবার 10 জনের নরউইচকে অতিরিক্ত সময়ের গোলে হারায় তারা ৷ খেলার ফলাফল 2-1 ৷

89 মিনিটে ডিফেন্ডার টিম ক্লোসে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর পাঁচটি দুরন্ত সেভ করেন নরউইচ গোলরক্ষক টিম ক্রুল ৷ কিন্তু অতিরিক্ত সময়ের শেষ তিন মিনিট আগে নরউইচের লকগেট ভাঙে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷

ম্যাঞ্চেস্টার ইইউনাইটেড ম্যানেজার ওলে গুনার শোল্কাজার প্রথম সারির কয়েকজন ফুটবলারকে নামাননি ৷ ম্যাচের 51 মিনিটে ম্যান ইউয়ের হয়ে গোল করেন স্ট্রাইকার অডিয়ন ইঘালো ৷

গোল করে নরউইচকে 75 মিনিটে সমতায় ফেরায় টড কান্টওয়েল ৷ পেনাল্টি বক্সের বাইরে থেকে টডের দুরন্ত শট ম্যান ইউর জাল কাঁপিয়ে দেয় ৷ গোলরক্ষক সার্জিও রোমেরোর কাছে এই শটের কোনও উত্তর ছিল না ৷

এখনও পর্যন্ত 12 বার FA কাপ জিতেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷ শেষ বার 2016 সালে এই খেতাব জিতেছিল ম্যান ইউ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.